বিকাশ একাউন্ট কিভাবে খুলবো ?

বিকাশ থেকে আয়  || NID ছাড়া বিকাশ খুলুন || Send Money,Cash Out করার নিয়ম ||লোন কিভাবে নিবেন || Bank to bKash/bKash to bank টাকা পাঠান || PIN রিসেট করুন
  1. NID Card ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
  2. বিকাশ থেকে টাকা পাঠানোর নিয়ম ?
  3. বিকাশ থেকে Send Money করার নিয়ম ?
  4. বিকাশ থেকে Cash Out করার নিয়ম ?
  5. বিকাশ ATM থেকে টাকা তুলার নিয়ম ?
  6. বিকাশ থেকে ৫০০০০ হাজার টাকা লোন কীভাবে নিবেন ?
  7. বিকাশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম কিভাবে করবেন ?
  8. বিকাশ থেকে বিল পরিশোধ করার নিয়ম ?
  9. বিকাশ থেকে যেকোনো ব্যাংকে টাকা পাঠানো নিয়ম ?
  10. যেকোনো ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো নিয়ম ?
  11. ভুল নাম্বারে টাকা পাঠালে কিভাবে টাকা ফেরত আনবেন ?
  12. বিকাশ PIN ভুলে গেলে কিভাবে রিসেট করবেন ?

সঠিক ভাবে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?  

  • আপনি ঘরে বসেই খুব সহজেই বিকাশ একাউন্ট খোলে নিতে পারেন । 
  • বিকাশ একাউন্ট সাধারণত দুই ভাবে খোলা যায় । 
  • আপনার স্মার্টফোনে বিকাশ অ্যাপ ডাউনলোড করে একাউন্ট খোলতে পারবেন 
  • আবার বাটান/নরমাল মোবাইলে (*247#)  ডাইল করে একাউন্ট খোলতে পারবেন । 

মোবাইলে বিকাশ App Download করে কিভাবে একাউন্ট খুলবেন ? 

1. মোবাইল Play Store Open & Download : 

  • প্রথমে স্মার্টফোনে আপনার Play Store টি ওপেন করুন । 
  • Play Store থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন । 

2. লগইন/রেজিস্টার ক্লিক :

  • বিকাশ অ্যাপটি খোলার পর ”লগইন/রেজিস্টার” অপশনে ক্লিক করুন ।

3. মোবাইল নম্বর ও OPT কোড দিন :

  • আপনি যে নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট খুলতে চান সেটি লিখুন । এখন আপনার নাম্বারে ৪ ডিজিটের একটি OPT কোড এসএমএস আসবে ।সেটি দিয়ে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করুন ।  

4. জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড সেট করুন :

  • জাতীয় পরিচয়পত্র (NID)/Passport/ড্রাইভিং লাইসেন্স যেকোনো একটি দিয়ে কাজ করতে পারেন
  • NID Card দিয়ে করলে NID Card এর সামনের ও পেছনের অংশটি ছবি তুলে আপলোড করুন । 

5. ছবি/সেলফি তুলুন :

  • নিজের সেলফি তুলুন চোখ খুলে ও বন্ধ করে এবং ডানে বামে তাকিয়ে ছবি তুলুল । 

6. সাবমিট করুন :

  • সবকিছু ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করুন । 

7. ভেরিফিকেশনে (SMS) :

  •  ৪৮ ঘন্টার মধ্যে আপনার একটি ভেরিফিকেশন এসএমএস আসবে । 

8. PIN সেট করুন :

  • এসএমএস পাওয়ার পর ৫ ডিজিটের একটি পিন নাম্বার সেট করুন । মনে রাখবেন এই পিন নাম্বারটি ভুলেও কাউকে দিবেনা । 

9. বিকাশ লগইন :

  • এখন আপনি আপনার বিকাশ অ্যাপে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে লগইন করতে পারবেন । 


Post a Comment

0 Comments