ইউটিউব থেকে আয় করার উপায়

 

YouTube থেকে আয় করার ৫টি উপায়|মাত্র ২ মিনিটে YouTube Channel খুলুন|YouTube থেকে টাকা কিভাবে তুলবেন|YouTube বিজ্ঞাপন কিভাবে বসাবেন|Shorts Video বানান।

  1. সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ?
  2. YouTube Channel ভেরিফাই করার নিয়ম ?
  3. মোবাইল ও কম্পিউটার দিয়ে ইউটিউব “Shorts Video” বানান ?
  4. ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার সহজ উপায় জেনে নিন ?
  5. ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন কিভাবে অ্যাড করবেন ?
  6. ইউটিউব থেকে আয় করার সেরা ৫টি উপায়  
  7. ইউটিউব Affiliate Marketing থেকে আয় করার উপায় ? 
  8. Payoneer Account খোলা এবং টাকা তোলার উপায় ? 

# ইউটিউব (YouTube) থেকে আয় করার উপায় (সম্পূর্ণ গাইড)

ইউটিউব থেকে আয় করা এখন খুবই সহজ । আপনি একটি নতুন ইউটিউব একাউন্ট চ্যানেল খুলে খুব সহজেই লক্ষ টাকা ইনকান করতে পারবেন । সর্বপ্রথম আপনাকে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে । মানসম্মত নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনার চ্যানেলে আপলোড করতে হবে ।ইউটিউব থেকে আয় করার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে যেমন : আপনার চ্যানেলে 1000 হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 4000 হাজার ঘন্টা ভিডিও ওয়াচ টাইম থাকতে হবে । এই  শর্ত গুলো পূরণ হলেই আপনার আয় শুরু হবে । 

(ক) ইউটিউব চ্যানেল তৈরি করুন:

  • ইউটিউব থেকে আয় করার আগে প্রথমে আপনাকে একটি ইউটিউব চ্যানেল বা অ্যাকাউন্ট খুলতে হবে ।
  • যেকোনো ব্রাউজারে গিয়ে (Youtube.com) লিখে সার্চ করে ইউটিউব ওয়েবসাইটে যান ।
  • এখন উপরে ডান পাশ থেকে  ''Sign In'' অপশনে ক্লিক করুন । আপনার Google Account দিয়ে লগইন করুন ।
  • আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ।
  • ''Your Channel'' এ ক্লিক করুন তারপর “Create Channel” –এ ক্লিক করুন । তারপর আপনার একটি চ্যানেল এর নাম দিন  একটি নতুন চ্যানেল খুলুন । “Create” বাটনে ক্লিক করুন ।
  • কিভাবে একটি নতুন প্রোফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন জানার জন্য নিচে লিংঙ্কে ক্লিকে করুন ।
  • Link :”সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খোলার উপায়

(খ) মানসম্মত ভিডিও কন্টেন্ট তৈরি করুন :

  • এমন সব কন্টেন্ট ভিডিও তৈরি করুন যেটি ভিজিটররা দেখে কাজে লাগে এবং আন্দন দেয় ।
  • আপনার চ্যানেলে ভিজিটর বাড়ানোর জন্য আপনাকে অব্যশই Google Keyword রিসার্চ্ করে ভিডিওর শিরোনাম, ট্যাপ ও Description ব্যবহার করুন ।

(গ) নিয়মিত ভিডিও আপলোড করুন :

  • আপনার চ্যানেলটিকে সচল রাখার জন্য আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ।
  • বিভিন্ন টিউটোরিয়াল, এন্টারটেইনমেন্ট, ব্লগ, রান্ন, শিক্ষা, ভ্রমণ, গেমিং ইত্যাদি ভিডিও তৈরি করে নিয়মিত ভিডিও আপলোড করুন ।
  • প্রতি সপ্তাহে ২-৩ টি ভিডিও আপলোড করার চেষ্টা করুন ।

(ঘ) ইউটিউব থেকে আয় করার প্রধান শর্ত :

  • ইউটিউব থেকে আয় করার প্রধান ধাপ হলো আপনার চ্যানেলে মনিটাইজেশন পাওয়া ।মনিটাইজেশন পাওয়ার দুইটি শর্ত আছে যেমন :
  • আপনার ইউটিউব চ্যানেলে ১০০০ হাজার সাবস্ত্রাইবার থাকতে হবে ।
  • আপনার চ্যানেলে ভিডিও ১ বছরের মধ্যে ৪০০০ ঘন্টা Watch Time থাকতে হবে ।
  • এই শর্ত গুলো ঠিকভাবে পূরণ হলে আপনার আয় শুরু হয়ে যাবে ।

(ঙ) মনিটাইজেশন সেটআপ করুন :

  • আপনার চ্যানেলে শর্ত পূরণ হলে আপনি মনিটাইজেশন এ আবেদন করতে পারবেন ।
  • মনিটাইজেশন এ গিয়ে আবেদন করুন । AdSense Account সেটআপন করুন ।
  • Google AdSense Account Approval পাওয়ার জন্য আপনার ১-৩ সপ্তাহ সময় লাগবে ।

(চ) ইউটিউব থেকে আয়ের বিভিন্ন উৎস গুলো হলো :

1. Google AdSense : 

  • আপনার ভিডিওতে Google AdSense থেকে বিজ্ঞাপন দেখিয়ে আয় করুন । প্রতি ১০০০ ভিউতে ২-১০ ডলার পযর্ন্ত আয় করতে পারবেন 

2. Affiliate Marketing:

  • আপনার ভিডিওতে বিভিন্ন পণ্য-দ্রব্যে লিংঙ্ক যুক্ত করুন । এখন কেউ যদি সেই লিংঙ্কে ক্লিক করে যদি ঐ পণ্যটি কিনেন তাহলে আপনি এখান থেকে ভালো কমিশন পাবেন ।
3. Sponsorship :

  • অনেক কোম্পনি বা ব্র্যান্ড আপনার ভিডিও প্রচার দেখে তারা আপনাকে হায়ার করে আপনি আয় করতে পারবেন ।
4. YouTube Shorts Bonus :

  • ইউটিউবে ছোট ভিডিও তৈরি করে আপনি বেশি বেশি বোনাস আয় করতে পারবেন ।  

(ছ) ইউটিউবে টাকা জমা ও তোলার উপায় :

  • Google AdSense অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে অব্যশই ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন ।
  • ইউটিউব প্রথমে আপনার Google AdSense এ ডলার হিসেবে টাকা জমা করেন ।
  • Google AdSense এ আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট এ্যাড  করেছেন সেই ব্যাংকে গুগল আপনার অ্যাকাউন্টে ডলার হিসেবে পাঠাবে । ব্যাংক সেই ডলার কে বাংলাদেশী টাকায় কনভার্ট্ করে আপনাকে বাংলা টাকা দেবে । 

Post a Comment

0 Comments