- আন্তার্জাতিক ও বাংলাদেশী ওয়েবসাইট থেকে ডোমেইন কিনুন ?
- ডোমেইন কিনার আগে কি কি জানা জরুরী ?
- বাংলাদেশ ওয়েবসাইট থেকে ডোমেইন কিনুন খুব সহজেই ?
- ডোমেইন কিনার সঠিক নিয়ম ?
- ডোমেইন ও হোস্টিং কি এবং কোনটির মূল্য কত ?
#ডোমেইন কি ?
ডোমেইন(Domain)হলো একটি ওয়েবসাইট ঠিকানা । এই ডোমেইন ঠিকানাটি দিয়ে ভিজিটররা ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট খুঁজে পেতে সাহায্য করে । এই ডোমেইন ঠিকানাটি বিশেষ করে Blogger.com/WordPress.com এই ওয়েবসাইট গুলোতে ব্যবহার করা হয় এছাড়াও শিক্ষা ও গবেষণায়,ব্যবসা ও ব্র্যান্ডিং,আইটি ও নেটওয়ার্কিং,মিডিয়া ও সংবাদ মাধ্যমে, অনলাইন ও মার্কেটিং,সরকারি ও NGO প্রতিষ্ঠানে কাজ করে থাকে ।
সংক্ষেপে
বলতে গেলে ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের নাম কোনো ভিজিটর যেকোনো ব্রাউজারে সার্চ্
বারে গিয়ে আপনার ডোমেইন ঠিকানাটি টাইপ করলে সাথে সাথে আপনার ওয়েবসাইটে প্রবেশ করে
থাকে তাকে ডোমেইন বলা হয় ।
#ডোমেইন
(Domain) কত প্রকার ও কী কী ?
ডোমেইন সাধারণত বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন: Top Level Domain,Country Code Top- Level Domain,Subdomain ,Sponsored Top-Level Domain ইত্যাদি ।এই লেভেল গুলো কোনটির কি কাজ তা বিস্তারিত ভাবে নিচে দেওয়া হলো :
1. Top Level Domain :
এটি আপনার ডোমেইনে সবচেয়ে শেষের অংশ যেটি সেটিকে বোঝায় ধরুন easycomputerbd.com এখানে .com নামে যেটি আছে এটিই হলো ডোমেইন । এছাড়াও টপ লেভেল ডোমেইনে আরো আছে যেমন:
- .net = (Network) : এটি
ইন্টারনেট বা টেক কোম্পনির ব্যবহারের জন্য ।
- .info = (Information) : ব্লগার
বা তথ্যভিত্তিক সাইটের জন্য
- .biz = (Business) : এটি ছোট
বা মাঝারি ব্যবসায়ীদের জন্য
- .com = (Commercial) : এটি বড়
ব্যবসায়িক,বাণিজ্যিক
এবং ব্লগারের জন্য খুবই উপযুক্ত ।
- .online = (Online Presence) : এটি
অনলাইনে ব্যক্তিগত বা ব্যবসায়িক জন্য উপযুক্ত ।
- .org = (Organization): এটি
অলাভজনক সংস্থা, এনজিও
বা বিভিন্ন কমিউনিটি প্রতিষ্ঠানের জন্য এটি উপযুক্ত ।
- .xyz =(Generation x,y,z) : বিভিন্ন
টেক কোম্পনি, অনলাইন
শপ, বিভিন্ন
ব্যক্তিগত ওয়েবসাইট বা ব্লগে ব্যবহার করা হয় ।
2. Country Code Top-Level Domain :
- .bd = (বাংলাদেশ)
: বাংলাদেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইট
বিশ্ববিদ্যালয়, শিক্ষা
প্রতিষ্ঠান,বিভিন্ন
ব্যবসা বা কোম্পনি,নিউজে ব্যবহার করা হয় যেমন :(.gov.bd/.ac.bd/.com.bd/.net.bd)
- .in = (ভারত) : ভারতে
বিভিন্ন সরকারি ওয়েবসাটে,ব্যবসা প্রতিষ্ঠানে,শিক্ষা
প্রতিষ্ঠানে, ব্লগার,নিউজে
ব্যবহার করা হয় ।
- .uk = (যুক্তরাজ্য)
: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি বিভিন্ন ব্যবসা ও বাণিজ্যিক সাইট
এটি ব্যবহার করা হয়।
- .us = (যুক্তরাষ্ট্র)
: মার্কিন নাগরিক সংস্থা,আমেরিকান
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এবং মার্কেটিং প্রতিষ্ঠানে কাজ সাইটে কাজ করে ।
3. Subdomainসাবডোমেইন :
সাবডোমেইন হলো মূল ডোমেইন এর অধীনে থাকা একাধিক ডোমেইন ঠিকানা তৈরি করা হয় তাকে সাবডোমেইন বলা হয় যেমন :
main Domain : easycomputer.com মূল ডোমেইন ।
Subdomain : tachbangla.easycomputer.com এটি হলো সাবডোমেইন ।
মূল
ডোমেইন থেকে আরেকটা ডোমেইন তৈরি করাকে সাবডোমেইন বলা হয় ।
4. Sponsored Top-Level Domain
:
এই ডোমেইনটি
কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে,কপিউনিটি,বিভিন্ন সংগঠন পরিচালনা করার জন্য এই ডোমেইন
গুলো বেশি ব্যবহার করা হয় যেমন: (.gov/.edu/.int/.jobs/.travel/.mil/.aero/.coop) ইত্যাদি এই ডোমেইন গুলো ব্যবহার করা হয় ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!