ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার উপায়

YouTube থেকে আয় করার ৫টি উপায়|মাত্র ২ মিনিটে YouTube Channel খুলুন|YouTube থেকে টাকা কিভাবে তুলবেন|YouTube বিজ্ঞাপন কিভাবে বসাবেন|Shorts Video বানান।

  1. ইউটিউব থেকে আয় করার সহজ উপায় ?
  2. সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ?
  3. YouTube Channel ভেরিফাই করার নিয়ম ?
  4. মোবাইল ও কম্পিউটার দিয়ে ইউটিউব “Shorts Video” বানান ?
  5. ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার সহজ উপায় জেনে নিন ?
  6. ইউটিউব থেকে আয় করার সেরা ৫টি উপায়  
  7. ইউটিউব Affiliate Marketing থেকে আয় করার উপায় ? 
  8. Payoneer Account খোলা এবং টাকা তোলার উপায় ? 

# YouTube Channel বিজ্ঞাপন বসিয়ে ইনকাম করার উপায় ? 

ইউটিউব চ্যানেল থেকে আয় করার মূল উৎস হলো আপনার ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে আয় করা । আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার জন্য Google AdSense Account তৈরি করে এখান থেকে বিজ্ঞাপন লিঙ্ক সংগ্রহ করে আপনার ভিডিও তে অ্যাড করে ইনকম করতে পারবেন । আপনার ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে ইউটিউব থেকে টাকা উত্তোলন করবেন বিস্তারিত এখান থেকে জানতে পারবেন ।  

(ক) ইউটিউব চ্যানেল তৈরি করুন :

  • আপনার YouTube Channel থেকে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করার সহজ মাধ্যম হলো Google AdSense থেকে ইনকাম করা ।
  • সর্বপ্রথম আপনাকে আপনার Google Account বা আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি একটি YouTube Channel খুলুন ।
  • আপনার চ্যানেলের নাম,প্রোফাইল ছবি, About ইত্যাদি যুক্ত করুন ।
  • সঠিক ভাবে একটি প্রোফেশনাল YouTube Channel কিভাবে খুলবেন বিস্তারিত জানতে নিচের লিংঙ্কে ক্লিক করুন ।
  • Link :সঠিক ভাবে YouTube Channel খোলার উপায়

(খ) YouTube Monetization পাওয়ার শর্ত :

  • আপনার YouTube Channel –এ বিজ্ঞাপন অ্যাড করার জন্য আপনাকে কিছু শর্ত্ পূরণ করতে হবে যেমন : আপনার ইউটিউব চ্যানেলে ১০০০ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এবং ১২ মাসে ৪০০০ হাজার ঘন্টা ওয়াজ টাইম থাকতে হবে ।

  • কপিরাইট কন্টেন্ট বা ভিডিও তৈরি থেকে বিরত থাকুন । নতুন কিছু ভিডিও আপলোড করুণ এতে করে আপনি খুব সহজেই YouTube Monetization Approvel পাবেন ।
  • Two-step Verification চালু করুন এতে করে আপনার Google অ্যাকাউন্টে নিরাপত্তা বাড়বে 

(গ) Google AdSense Account তৈরি করুন :

  • উপরের শর্ত গুলো পূরণ হাওয়ার পর আপনি মনিটাইজেশন চালু করে আপনি Google AdSense Account তৈরি করতে পারবেন ।
  • প্রথমে YouTube Studio তে যান তারপর Monetization থেকে “Start” –এ ক্লিক করুন ।
  • ”Sing up for Google AdSense” –এ গিয়ে নতুন একটি অ্যাকাউন্ট খুলুন । আপনার নাম, ঠিকানা, এবং ব্যাংক সম্পর্কিত সকল তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলুন ।

(ঘ) আগে Google AdSense অ্যাকাউন্ট খোলা থাকলে :

  • আপনার যদি আগে Google AdSense অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনাকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না ।
  • প্রথমে আপনার YouTube Studio –তে যান অথবা নিচের লিংঙ্কে ক্লিক করুন ।
  • Link : ”YouTube Studio পেজ ওপেন করুন”
  • বামপাশে Monetization একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করুন ।
  • ইউটিউবে যে শর্তটি রয়েছে সেটি পূরণ করতে হবে যেমন : ১০০০ সাবসক্রাইবার এবং ৪০০০ হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে । তারপর আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন ।
  • Monetization ক্লিক করুন তারপর “Apply Now” অপশনে ক্লিক করুন ।
  • Sign up for Google AdSense  ক্লিক করলে আপনাকে AdSense অ্যাকাউন্টে লিংঙ্ক করার একটি অপশন দেবে ।
  • “Yes” ক্লিক করুন “I already have an account” নির্বাচন করুন । তারপর আপনার আগের AdSense অ্যাকাউন্টটি লগইন করুন ।

(ঙ) AdSense Account Completed করুন :

  • আগের আপনার AdSense অ্যাকাউন্ট লিংঙ্কটি বসানোর পর YouTube আপনার AdSense অ্যাকাউন্টটি সাথে সাথে আপনার চ্যানেলে সংযুক্ত করবে ।
  • সবকিছু ঠিক থাকলে “Completed” নামে একটি লিখা আসবে । সম্পূণ্য করার পর এখন YouTube আপনার চ্যানেল রিভিউ করবে ।  

(চ) ভিডিও তৈরি করুন :

  • ইউটিউবে ভিডিও তৈরি করে বিজ্ঞাপন দেখিয়ে আয় করার জন্য এমন কিছু ভিডিও তৈরি করুন যে ভিডিও মানুষ সব সময় সার্চ করে এবং দেখে ।
  • Google Keyword Research করে আপনি ভিডিও তৈরি করুন যাতে করে আপনি বুঝতে পারবেন কতজন লোক কোন বিষয়ে ইউটিউবে সার্চ করছে ।
  • আপনি চাইলে বিভিন্ন শিক্ষামূলক টিউটোরিয়াল,কমেডি,গেমিং,ব্লগ,বিভিন্ন নিউজ ইত্যাদি ভিডিও তৈরি করে বিজ্ঞাপন দেখিয়ে আপনি খুব সহজেই আয় করতে পারবেন ।

(ছ) বিজ্ঞাপন সেট করার উপায় :

  • আপনার ভিডিওতে বিজ্ঞাপন সেট করার জন্য আপনার ইউটিউব থেকে YouTube Studio –তে যান । Content Tab এ ক্লিক করুন এবং আপনার ইউটিউবে ভিডিও তালিকা দেখতে পারবেন ।
  • যে ভিডিওতে আপনি বিজ্ঞাপন দিতে চান সেটি ক্লিক করুন । Monetization ট্যাব “ON” করুন । এখন নিচে থাকা এই বিজ্ঞাপন টাইপগুলো দেখতে পারবেন এবং কিভাবে আপনি বিজ্ঞাপন সেট করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিন ।

Skippable Ads : এটি সিলেক্ট করলে দর্শ্করা ৫ সেকেন্ড পর বিজ্ঞাপন স্কিপ করতে পারবে ।

Non-skippable Ads : এটি সিলেক্ট করলে দর্শ্ককে পুরো বিজ্ঞাপনটি দেখতে হবে ।

Display Ads : এটির মাধ্যমে বিজ্ঞাপন আপনার ভিডিও পাশে দেখা যায় ।

Overlay Ads : এটির মাধ্যমে বিজ্ঞাপন আপনার ভিডিওর নিচে ছোট ব্যানার হিসেবে আসে ।

Mid-Roll Ads : আপনার ভিডিও যদি ৮ মিনিটের বেশি হয় তাহলে Mid-Roll Ads ব্যবহার করতে পারেন ।

Auto ads Breaks : আপনি চাইলে Auto ads Breaks ব্যবহার করতে পারবেন এতে করে আপনাকে নিজ থেকে অ্যাড বসাতে হবে না এটি অটোমেটিক অ্যাড হবে ।

টাইমিং এর মাধ্যমে অ্যাড বসান : আপনি চাইলে আপনার ভিডিও যেকোনো টাইমিং নির্ধারণ করে আপনি অ্যাড বসাতে পারবেন ।

(জ) বিজ্ঞাপন থেকে আয় শুরু করুন :

  • YouTube আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে এবং সেই অনুযায়ী আপনি টাকা পাবেন ।
  • বাংলাদেশী বিজ্ঞাপন এর ক্ষেত্রে ১০০০ ভিউতে আপনাকে ইউটিউব 2$-5$ পযর্ন্ত দিয়ে থাকে ।
  • আপনার ভিডিও যদি দীর্ঘ্ সময়ের হয় তাহলে আপনার ইনকামও দ্বিগুন হবে ।

(ঝ) পেমেন্ট সেটআপ করুন :

  • আপনার YouTube Channel –এ মনিটাইজেশন পাওয়ার পর Google AdSense –এ গিয়ে ব্যাংক পেমেন্ট সেটআপ করতে পারবেন ।

(ঞ) ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার নিয়ম :

  • আপনার Google AdSense –এ ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার জন্য প্রথমে আপনাকে YouTube Monetization পেতে হবে ।
  • Google AdSense –এ যাওয়ার জন্য নিচের লিংঙ্কে ক্লিক করুন । 
  • Link : https:/adsense.google.com
  • বামপাশ থেকে ক্লিক করুন : Payments তারপর Add Payment Method ক্লিক করুন ।

(ট) ব্যাংক ফরম পূরণ করুন :

  • Name : আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেভাবে নামটি বসান ।
  • Bank name :  আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকে নাম লিখুন যেমন : (NCC Bank Limited/ Dutch-Bangla Bank Limited)
  • Account number :  আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিন ।Re-type account number –এ আবার সেই নাম্বার দিন
  • SWIFT/BIC Code :  ব্যাংকে একটি আন্তর্জাতিক কোড আছে সেটি ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে ।
  • ব্যাংকে শাখার ঠিকানা :  আপনার ব্যাংকে শাখার ঠিকানাটি বসাতে হবে ।
  • ভেরিফিকেশন করুন :  Google একটি ছোট পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাবে যেমন ($0.10) যা আপনাকে AdSense –এ গিয়ে কনর্ফাম করতে হবে ।
  • Verify সম্পূণ্য করুন :  আপনি যদি একবার ভেরিফিকেশন হয়ে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সফলভাবে যুক্ত হয়ে যাবে এবং ইউটিউব থেকে আপনি যত টাকা আয় করবেন সেটি সরাসরি এখানে জমা হবে ।

(ঠ) ইউটিউব কিভাবে টাকা পাঠায় :

  • Google AdSense –এ ব্যালেন্স $100 বা তার বেশি হবে তখন Google প্রতি মাসে ২১-২৫ তারিকের মধ্যে আপনার ব্যাংকে টাকা পাঠায় ডলার হিসেবে ।
  • ব্যাংক সেই ডলারকে কনর্ভাট করে আপনাকে বাংলা টাকায় প্রদান করবে । আপনি ৩-৭ দিনের মধ্যে টাকা তুলতে পারবেন ।

 

Post a Comment

0 Comments