- ডোমেইন(Domain) কী ? ডোমেইন কয় ধরনের হয়ে থাকে ?
- আন্তার্জাতিক ও বাংলাদেশী ওয়েবসাইট থেকে ডোমেইন কিনুন ?
- ডোমেইন কিনার আগে কি কি জানা জরুরী ?
- বাংলাদেশ ওয়েবসাইট থেকে ডোমেইন কিনুন খুব সহজেই ?
- ডোমেইন কিনার সঠিক নিয়ম ?
# ডোমেইন ও হোস্টিং কি ? ডোমেইন ও হোস্টিং এর মধ্যে পাথর্ক্য কি ?
1. ডোমেইন (Domain):
- ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের নাম বা ঠিকানা । যেমন: easycomputerbd.com/google.com/facebook.com
- আপনার ডোমেইন এর নাম দিয়ে যে কেউ ব্রাউজারে সার্চ্ করলে সাথে সাথে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে ।
- ডোমেইন এর মেয়াদ সাধারণত ১ বছর মেয়াদে হয়ে থাকে ।
- ডোমেইনে মেয়াদ ১ বছর পূর্ণ্য হলে রিনিউ করতে হয় ।
- ডোমেইনে মেয়াদ শেষ হওয়ার পর পর রিনিউ না করলে হয়তো অন্য কেউ আপনার ডোমেইনটি কিনে নিতে পারে । সেই জন্য এটি খিয়াল রাখবে ।
- ব্লগার ওয়েবসাইটের জন্য শুধু ডোমেইন কিনলে হবে এখানে আপনাকে আলাদা ভাবে হোস্টিং কিনতে হবে না ।কারণ ব্লগারে হোস্টিং করাই থাকে এখানে আলাদা ভাবে হোস্টিং কিনতে হবে না ।
- আপনি যদি ওয়ার্ডপ্রোস (WordPress) ওয়েবসাইট ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই ডোমেইন ও হোস্টিং দুইটোই কিনতে হবে ।
- ডোমেইন নাম ব্যবহার করে একজন ভিজিটর খুব সহজেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারে ।
- আপনি বিভিন্ন ওয়েবসাইট রেজিস্ট্রার থেকে ডোমেইন কিনতে পারেন । আপনি ১ বছরের জন্য ডোমেইন কিনলে ১০০০-২০০০ মধ্যে একটি নতুন ডোমেইন কিনে নিতে পারেন ।
2. হোস্টিং(Hosting) :
- হোস্টিং হলো আপনার ওয়েবসাইটের বিভিন্ন ফাইল, ছবি, ভিডিও, বিভিন্ন ডেটাবেজ স্টোরেজে সংরক্ষণ করে রাখা ।
- হোস্টিং একটি সার্ভার এর মতো কাজ করে । সার্ভারে সবসময় আপনার ডেটা অনলাইনে থাকে ।
- হোস্টিং সাধারণত আপনি মাসিক অথবা ১ বছরের জন্য কিনে নিতে পারেন ।
- হোস্টিং কিনার জন্য বিভিন্ন রকমের হোস্টিং রয়েছে যেমন: শেয়ার হোস্টিং,ওয়ার্ডপ্রেস হোস্টিং,VPS হোস্টিং ইত্যাদি । আপনি ১ বছরের জন্য হোস্টিং কিনলে আপনার ১০০০-২০০০ হাজার টাকা মধ্যে কিনে নিতে পারেন ।
# বাংলাদেশ থেকে ডোমেইন কিনতে কত টাকা লাগে ?
1. আন্তর্জাতিক ডোমেইন রেজিস্ট্রার থেকে কিনুন :
- আন্তর্জাতিক ডোমেইন রেজিস্ট্রার গুলো হলো যেমন : .com/.net/.org ইত্যাদি ।
- .com : আপনি যদি .com এই ডোমেইনটি ১ বছরের জন্য কিনেন তাহলে আপনি ৯০০-১৫০০ মধ্যে পাবেন ।
- .net : এটি যদি ১ বছরের জন্য কিনেন তাহলে আপনি ১০০০-১৫০০ মধ্যে পাবেন ।
- .org : এটি আপনি ১ বছরের জন্য ১০০০-১৬০০ মধ্যে পাবেন ।
- .info : এটিও আপনি ৬০০-১০০০ মধ্যে পাবেন ।
- .xyz : এটিও আপনি খুবই কম দামে কিনতে পারবেন । ১ বছরের জন্য যদি আপনি এটি কিনেন তাহলে আপনি ৬০০-১২০০ মধ্যে পাবেন ।
# বাংলাদেশী ডোমেইন (.bd)এক্সটেনশনের কোনটির মূল্য কত জেনে নিন ?
.com.bd :
- এটি বাণিজ্যিক ও ব্লগ ওয়েবসাইটের জন্য খুবই উপযোগী ।
- এটি সর্বনিম্ম ২ বছর মেয়াদি কিনতে হয় ।
- এটি কিনলে আপনি ২৫০০-৩০০০ মধ্যে কিনতে পারবেন ২ বছরের জন্য ।
.org.bd :
- অলাভজনক কোনো কোম্পানি বা সংগঠনের জন্য এটি বেশি ব্যবহার করা হয় ।
- এটি দুই বছরের জন্য কিনলে ২৫০০-৩০০০ মধ্যে পাবেন ।
.net.bd :
- এটি নেটওয়ার্ক্ সার্ভিস এর জন্য বেশি ব্যবহার করা হয় ।
- এটি দুই বছরের জন্য কিনলে ২৫০০-৩০০০ মধ্যে পাবেন ।
.edu.bd :
- যেকোনো সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ।
- এটি আপনি ২ বছরের জন্য কিনলে আপনাকে ৩০০০ হাজার খরচ হতে পারে ।
.gov.bd :

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!