YouTube চ্যানেল ভেরিফাই করার নিয়ম

YouTube থেকে আয় করার ৫টি উপায়|মাত্র ২ মিনিটে YouTube Channel খুলুন|YouTube থেকে টাকা কিভাবে তুলবেন|YouTube বিজ্ঞাপন কিভাবে বসাবেন|Shorts Video বানান।

  1. ইউটিউব থেকে আয় করার সহজ উপায় ?
  2. সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ?
  3. মোবাইল ও কম্পিউটার দিয়ে ইউটিউব “Shorts Video” বানান ?
  4. ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার সহজ উপায় জেনে নিন ?
  5. ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন কিভাবে অ্যাড করবেন ?
  6. ইউটিউব থেকে আয় করার সেরা ৫টি উপায়  
  7. ইউটিউব Affiliate Marketing থেকে আয় করার উপায় ? 
  8. Payoneer Account খোলা এবং টাকা তোলার উপায় ? 

# ইউটিউব চ্যানেল ভেরিফাই কীভাবে করবেন ?

ইউটিউব চ্যানেল ভেরিফাই করলে Google আপনার চ্যানেলটি নিশ্চিত করে ,যে আপনি এই চ্যানেলে আসল ব্যবহারকারী । ইউটিউব চ্যানেল ভেরিফাই করলে আপনি কিছু অতিরিক্ত সুবিধা পাবেন যেমন : কাস্টম থাম্বনেইল, ১৫ মিনিটের উপরের ভিডিও আপলোড করা, লাইভ স্ট্রিমিং ইত্যাদি সুবিধা পাবেন ।

# YouTube Channel ভেরিফিকেশন করার নিয়ম ?

1. YouTube ভেরিফিকেশন পেজ ওপেন করুন :

  • আপনার ইউটিউব চ্যানেলকে ভেরিফিকেশন করা জন্য নিচের লিংকে ক্লিক করুন ।
  • Link : https://www.youtube.com/verify
  • অথবা,”নিচের ছবিতে ক্লিক করুন”

YouTube থেকে আয় করার ৫টি উপায়|মাত্র ২ মিনিটে YouTube Channel খুলুন|YouTube থেকে টাকা কিভাবে তুলবেন|YouTube বিজ্ঞাপন কিভাবে বসাবেন|Shorts Video বানান।

2. ভেরিফিকেশন পদ্ধতি নির্বাচন করুন :

  • Text me the verification code : এটি নির্বাচন করলে কোডটি SMS Message এর মাধ্যমে আসবে ।
  • Call me with an automated voice message : এটি নির্বাচন করলে আপনার মোবাইল ফোনে কল এর মাধ্যমে কোডটি পাঠাবে ।

3. দেশ নির্বাচন করুন :

  • আপনি যেই দেশে বসাবাস করেন সেই দেশটি নির্বাচন করুন ।
  • ধরুন, আপনি যদি বাংলাদেশী হয় তাহলে Bangladesh নির্বাচন করুন ।

4. ফোন নাম্বার যুক্ত করুন :

  • ভেরিফাই করার জন্য ইউটিউব আপনাকে একটি কোড পাঠাবে যেটা দিয়ে আপনার ভেরিফিকেশন সম্পূণ্য হবে ।
  • এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার দিন । তারপর “Next” –এ ক্লিক করুন ।
  • কোড সংগ্রাহ করুন এবং ভেরিফাই সম্পূণ্য করুন :
  • আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি কোড আসবে সেটি লিখে “Submit” ক্লিক করুন ।
  • ভেরিফিকেশন সফল হলে আপনি এই রকম একটি বার্তা পাবেন “Congratulations Your YouTube account is now verfied”

# YouTube Channel ভেরিফাই করলে কি কি সুবিধা পাবেন ?

1. বড় ভিডিও আপলোড করার সুযোগ :

  • আপনার চ্যানেল ভেরিফিকেশন করলে আপনি দীর্ঘ্ সময়ের ভিডিও আপলোড করতে পারবেন ।
  • আপনার চ্যানেল যদি ভেরিফাই না করেন তাহলে আপনি সবোর্চ্চ ১৫ মিনিট পযর্ন্ত ভিডিও আপলোড করতে পারবেন ।
  • যদি ভেরিফাই করেন তাহলে আপনি ১২ ঘন্টা পর্য্ন্ত দীর্ঘ্ ভিডিও আপলোড করতে পারবেন ।

2. কাস্টম থাম্বনেইল ব্যবহার :

  • আপনার চ্যানেল যদি ভেরিফাই না করেন তাহলে আপনি আপনার পছন্দমতো ইমেজ/গ্রাফিক্স কাস্টম থাম্বনেইল আপলোড করতে পারবেন না ।
  • আপনার চ্যানেলে আপনার পছন্দমতো কাস্টম থাম্বনেইল দিতে চাইলে আপনাকে অবশ্যই চ্যানেল ভেরিফাই করতে হবে ।  

3. লাইভ স্ট্রিম করার সুবিধা :

  • আপনার চ্যানেলকে যদি ভেরিফাই করেন তাহলে আপনি রিয়েল টাইম লাইভ স্ট্রিম করতে পারবেন ।
  • আপনি সুপার চ্যাপ এর মাধ্যমে লাইভে আয় করতে পারবেন ।
  • আপনার মোবাইল ও কম্পিউটার দিয়ে আপনি খুব সহজেই লাইভ করতে পারবেন ।  

4. কপিরাইট আপিল করার সুযোগ :

  • ধরুন আপনি একটি নতুন ভিডিও বানালেন এখন কেউ যদি বলে যে এটি কপিরাইট করা হয়েছে এবং সেই ব্যক্তি আপনার বিরুদ্ধে ক্লেইম করে দিল ।
  • এখন আপনি এর বিরুদ্ধে আপিল করতে পারবেন । এতে আপনি বলতে পারবেন যে এই ভিডিওটি আমার নিজের তৈরি এবং আমি অন্য কারও কন্টেন্ট ব্যবহার করিনি ।
  • এখন YouTube সেই আপিল ভিডিওর কপিরাই মালিককে পাঠায় । এতে সেই ব্যক্তি যদি সাড়া না দেয় তাহলে এটি ভুল প্রমাণিত হবে । এখন আপনার ভিডিও আবার স্বাভাবিকভাবে চলতে থাকবে । 

Post a Comment

0 Comments