- ইউটিউব থেকে আয় করার সহজ উপায় ?
- YouTube Channel ভেরিফাই করার নিয়ম ?
- মোবাইল ও কম্পিউটার দিয়ে ইউটিউব “Shorts Video” বানান ?
- ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার সহজ উপায় জেনে নিন ?
- ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন কিভাবে অ্যাড করবেন ?
- ইউটিউব থেকে আয় করার সেরা ৫টি উপায় ?
- ইউটিউব Affiliate Marketing থেকে আয় করার উপায় ?
- Payoneer Account খোলা এবং টাকা তোলার উপায় ?
# প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার উপায় ?
সঠিক ভাবে একটি প্রফেশনাল YouTube Channel খুলে আপনি খুব সহজেই টাকা আয় করতে পারবেন । বর্তমানে বেশির ভাগ মানুষ ইউটিউবে ভিডিও আপলোড করে খুব সহজেই লক্ষ লক্ষ টাকা আয় করছেন । ইউটিউব অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অব্যশই আপনার একটি জিমেইল একাউন্ট থাকতে হবে । নিচের ধাপ গুলো ফলো করলে আপনি খুব সহজেই একটি প্রফেশনাল ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ।
(ক) Gmail
(Google Account) তৈরি করুন :
- আপনি
মোবাইল বা কম্পিউটার যেটা দিয়েই ইউটিউব চ্যানেল খুলবেন সেখানে আপনার একটি Gmail (Google
Account) থাকতে হবে ।
- Google
Account দিয়েই আপনাকে একটি YouTube Channel লগইন করে খুলতে হবে ।
- নতুন
একটি Google Account তৈরি করতে নিচের লিংঙ্কে ক্লিক করুন ।
- Link
: https://account.google.com
- আপনার
নাম,জম্মতারিখ,পাসওয়ার্ড্ ও ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিন ।
- Gmail(Google
Account) দিয়েই আপনি খুব সহজেই YouTube,Google AdSense, ইত্যাদি আপনি খুব সহজেই লগইন
করতে পারবেন ।
(খ) YouTube(Sign
in) করুন :
- ইউটিউব
সাইন ইন করার জন্য নিচের লিংঙ্কে ক্লিক করুন ।
- Link
: https://youtube.com
- উপরের
ডানপাশ থেকে “Sign In” এ ক্লিক করে আপনার জিমেইন দিয়ে লগইন করে নিন ।
(গ) চ্যানেল
তৈরি করুন :
- নতুন
ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য ডানদিক থেকে প্রোফাইল আইকনে ক্লিক করুন ।
- “Create
a Channel” –এ ক্লিক করুন । এখন আপনি একটি চ্যানেল এর নাম দিন যেমন :
EasyComputerBD অথবা Rifat Tech Review আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি চ্যানেল এর নাম
দিন । তারপর Create Channel এ ক্লিক করুন ।
(ঘ) চ্যানেল
ডিজাইন করুন :
- Create
Channel এ ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি নতুন পেজে নিয়ে আসবে । সেখান থেকে “Customize
Channel অপশনে ক্লিক করুন ।
- এখান
থেকে আপনার চ্যানেলে লোগো,চ্যানেল ব্যানার,Channel Description তৈরি করুন । অথবা নিচে
থাকা এই লিংঙ্কে ক্লিক করুন ।
- Link
: https://studio.youtube.com
(ঙ) Profile Logo সেট করুন :
- “Branding”
অপশনে ক্লিক করুন ।
- Picture
Upload ক্লিক করুন । এখান থেকে আপনি আপনার চ্যানেলে লোগো সেট করতে পারবেন ।
- এটি
সাইজ সাধারণত 98x98 px আকারে রাখতে হয় ।
(চ) Banner Image UPload করুন :
- Banner
Image অথবা এটিকে Cover Photo ও বলা হয় ।
- আপনার
ইউটিউব Cover Photo এর সাইজ 2048x1152 pixels –এ রাখতে হবে ।
- ব্যানারে
সাধারণত আপনার চ্যানেলের নাম, সোশ্যাল লিংক ইত্যাদি যুক্ত করতে পারবেন । এটি আপনার
চ্যানেলে সামনে শো করবে ।
(ছ) Channel
Description তৈরি করুন :
- Description
লিখার সময় শুরুতে আপনার চ্যানেলে নাম দিয়ে শুরু করবেন ।
- আপনি
চাইলে এখানে আপনার বিভিন্ন Social Media Link ব্যবহার করতে পারবেন যেমন :
Facebook, Instagram,যেকোনো Website সংযুক্ত করতে পারবেন ।
(জ) Add
Language নির্বাচন করুন :
- আপনি
আপনার ভিডিও টাইটেল ও Description কোন ভাষায় সেট করবে সেটি নির্ধারণ করুন ।
- আপনি
চাইলে এখান থেকে যেকোনো ভাষা সিলেক্ট করতে পারবেন ।
- আপনি
যদি বাংলায় ভিডিও চালান তাহলে orginal Language –এ Bangla সেট করুন । Translation
Language আপনি যদি Translation করতে চান তাহলে English রাখতে পারবেন ।
(ঝ) Channel
URL সেট করুন :
- আপনার
চ্যানেল URL টি অটোমেটিক এখানে সেট করা থাকবে ।
- এই
লিংঙ্কটি কপি করে যে কাউকে শেয়ার করলে সে আপনার চ্যানেলকে খুব সহজেই খুজে পাবে ।
(ঞ) সোশ্যাল মিডিয়ার ”Link” সেট করুন :
- এটি
খুবই গুরুত্বপূণ্য । আপনার চ্যানেলে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাইলে এখান থেকে
‘Add Link’ –এ ক্লিক করুন ।
- এখন
আপনার Facebook,Linkedin,Google Drive,Instagram Link এখানে অ্যাড করতে পারবেন ।
(ট) Contact info :
- এখানে
আপনি আপনার সচল ইমেইল ঠিকানাটি দিন । যাতে করে কেউ যদি আপনাকে Porsonal ভাবে প্রশ্ন
করতে চায় তাহলে এই ইমেইল এর মাধ্যমে Contact করতে পারবে ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!