মাইক্রোসফট ওয়ার্ড Home tab এর কাজ কি ?

 


# মাইক্রোসফট ওয়ার্ড "Home Tab" এর কাজ গুলো কি কি ? 


(ক). Clipboard Group

  • যেকোনো Copy/Cut/Paste করা শব্দ গুলো দেখার জন্য Clipboard Press করুন ।

1. Cut

  • Cut এর Shortcut Key “Ctrl+X” কোনো একটি শব্দ/লাইন কেটে অন্য জায়গায় বসানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
  • প্রথমে শব্দটি সিলেক্ট করতে হবে তারপর Cut Click করুন তারপর যেখানে শব্দটি বসাতে চান সেখানে Pasts করুন ।  
2. Copy 

  • Copy এর Shortcut Key “Ctrl+C” একটি শব্দ/লাইনকে একাধিক শব্দ/লাইনে রূপান্তর করার জন্য এটি কাজ করে । 
  • যেকোনো শব্দ/লাইন সিলেক্ট করে কপি ক্লিক করুন এবং যেখানে শব্দটি রাখবেন সেখানে Pasts করুন ।   

3. Pasts 

  • Pasts এর Shortcut Key হলো “Ctrl+V” যেকোনো শব্দকে Cut/Copy করে অন্য জায়গায় সেই শব্দটি বসানোর জন্য Paste শব্দটি ব্যবহার হয় । 

4. Format Printer 

  • একটি লিখার স্টাইল অন্য লেখায় প্রয়োগ করার জন্য এটি ব্যবহার করা হয় । 
  • আপনি চাইলে যেকোনো ফন্ট এর সাইজ,কালার ইত্যাদি প্রয়োগ করতে পারবেন । 

(খ). Fonts Group


1. Fonts Select & Fonts Size 

  • Fonts Select আপনি যেই ফন্টটি কাজ করবেন সেটি সিলেক্ট করুন ।
  • Fonts Size থেকে ফন্ট এর সাইট বড় ছোট করতে পারবেন ।

2. Grow Fonts 

  • লিখা/ফন্ট সাইজ বড় করার জন্য এটি ব্যবহার হয় । 
  • প্রথমে যে ফন্টটি বড় করবেন সেটি সিলেক্ট করুন এবং এই অপশনে ক্লিক করতে থাকুন ।

3. Shrink Font 

  • যেকোনো লিখাকে বড় থেকে ছোট করার জন্য এটিতে ক্লিক করুন । যতবার ক্লিক করবেন ততবার ফন্ট ছোট হতে থাকবে ।

4. Blod 

  • বোল্ড এর Shortcut Key হলো “Ctrl+B” যেকোনো লিখাকে গাড়ো বা মোটা করার জন্য এটি ব্যবহার করা হয় ।

5. Italic 

  • Italic এর Shortcut Key হলো “Ctrl+I” যেকোনো লিখাকে একটু বাকা করার জন্য এটি ব্যবহার হয় ।

6. Underline 

  • Underline এর Shortcut Key হলো “Ctrl+U” আবার ডাবাল Underline দিতে চাইলে “Ctrl+Shift+D Press করতে হবে ।

7. Strikethrough 

  • যেকোনো লিখাকে মাঝ খানে কাটার জন্য ব্যবহার হয় যেমন :  Strikethrough

8. Subscript 

  • স্বাভাবিক লিখা থেকে নিচের অক্ষর ছোট করার জন্য এটি ব্যবহার হয় যেমন : H2O

9. Superscript 

  • উপরের অক্ষর বড় করার জন্য এটি ব্যবহার হয় যেমন : (a2+b2)

10. Text Effects 

  • যেকোনো লিখাকে সুন্দর ভাবে ডিজাইন করার জন্য এটি খুবই গুরুত্বপণ্য । এটি Grapics এর মতো কাজ করে ।

11. Text Highlight Color 

  • যেকোনো টেক্স বা লিখাকে কালার Highlight দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।

12. Fonts Color 

  • যেকোনো লিখা বা ফন্টকে কালার করার জন্য এটি ব্যবহার হয় আপনি চাইলে এখান থেকে Gradient Color ও দিতে পারবেন ।

13. Sentence Case 

  • যেকোনো সিলেক্টকৃত লিখাকে ছোট হাতে ও বড় হাতে করা জন্য এটি ব্যবহার হয় যেমন :ছোট হাতে অক্ষরের জন্য Lowercase বড় হাতে অক্ষরের জন্য Uppercase ব্যবহার করতে হয় ।  

14. Clear Formatting 

  • ধরুন আপনি কোনো একটি লিখাকে Format করেছেন এখন আপনি চাচ্ছেন সেই লিখাটিকে পুনরাই ফরমেট ছাড়া আনার জন্য তাহলে সেই লিখাটি সিলেক্ট করে Clear Formatting এ ক্লিক করুন । 

(গ). Paragraph Group

1. Bullets 

  • লিখার শুরুতে বিভিন্ন লাইনকে আকর্ষ্ণীয় করার জন্য বুলেট ব্যবহার করা হয় । 
  • এখানে বিভিন্ন ধরনের বুলেট রয়েছে আপনি চাইলে Define New Bullets থেকে বুলেট সংগ্রহ করতে পারবেন ।

2. Numbering 

  • এটি বুলেট এর মতো কাজ করে তবে আপনি এখানে নিজ থেকে বিভিন্ন ভাষা ব্যবহার করে নাম্বারিং সেট করতে পারবেন ।
  • Custom Format দেওয়া জন্য Define New Number Format গিয়ে কাজ করতে হবে ।

3. Multilevel List 

  • এটি নাম্বারিং এর মতো তবে প্রথমে বিভিন্ন পয়েন্ট গুলোকে নাম্বারিং করে সেগুলো পেজে সবার উপরে শিরোনাম আকাঁরে আনার জন্য Multilevel List ব্যবহার করা হয় ।

4. Decrease Indent 

  • সিলেক্টকৃত যেকোনো লিখাকে বামদিকে সরানোর জন্য এটি ব্যবহার করা হয় ।

5. Increase Indent 

  • সিলেক্টকৃত যেকোনো লিখাকে ডানদিকে সরানোর জন্য এটি ব্যবহার করা হয় ।

6. Sort 

  • যেকোনো নাম্বারিং অথবা আলফাবিট কী (A-Z),(1-100) Ascending, Descending করার জন্য Sort ব্যবহার করা হয় । 
  • কোনো নাম্বারিং এলোমেলো থাকলে সেটি সিরিয়ালভাবে আনার জন্য Ascending ব্যবহার হয় ।

7. Show/Hide 

  • লিখার মধ্যে যেকোনো ফরম্যাটিং চিহ্ন দেখানো বা লুকানোর জন্য এটি ব্যবহার হয় ।

8. Align Text Left 

  • “Shortcut Key/Ctrl+L” যেকোনো ডকুমেন্ট লিখার সময় লিখা বামদিক থেকে শুরু হওয়ার জন্য এটি ব্যবহার করতে হয় ।  

9. Align Center 

  • “Shortcut Key/Ctrl+C” লিখা মাঝখানে রাখার জন্য এটি ব্যবহার করা হয় ।

10. Align Text Right 

  • “Shortcut Key/Ctrl+R” লিখাকে ডানপাশে রাখার জন্য এটি ব্যবহার করা হয় ।

11. Justify 

  • “Shortcut Key/Ctrl+J” লিখাকে দুই পাশে সমানভাবে রাখার জন্য এটি ব্যবহার করা হয় ।

12. Line and Paragraph Spacing 

  • ধরুন একটি ডকুমেন্ট এ বিভিন্ন লাইন রয়েছে এখন আপনি চাচ্ছেন এই লাইন গুলোর মাঝখানে ফাঁকা রাখতে তাহলে আপনাকে এটি ব্যবহার করতে হবে ।

13. Shading 

  • লিখার পিছনে বিভিন্ন কালার সেট করার জন্য এটি ব্যবহার করা হয় । এটি আবার পেইজ ব্যাকগ্রাউন্ড কালারও বলা হয় ।

14. Borders 

  • লিখার চারপাশে বডার দেওয়া জন্য এটি ব্যবহার করা হয় । 

(ঘ). Styles Group

1. Styles 

  • এখান থেকে আপনি বিভিন্ন লেখাকে বিভিন্ন স্টাইলিং করতে পারবেন  
  • এছাড়াও আপনি চাইলে Headling 1, Heading 2,  Title, Subtile  ইত্যাদি সেট করতে পারবেন ।
  • আপনি চাইলে এখান থেকে Clear Formatting ও করতে পারবেন ।

2. Change Styles  

  • এখান থেকে আপনি বিভিন্ন লেখার Fonts, Styles, Spacing ইত্যাদি কাজ করতে পারবেন ।

(ঙ). Editing Group

1. Find

  • “Shortcut Key/Ctrl+F” এটির মাধ্যমে আপনি যেকোনো অনেক গুলো শব্দ বা বাক্য থেকে আপনার নিদির্ষ্ট শব্দ বা বাক্য খুঁজে বের করার জন্য এটি ব্যবহার করা হয় ।  
  • এখানে শুধুমাত্র আপনার শব্দ বা বাক্যটি লিখে সার্চ্ করুন ।

2. Replace

  • একটি ডকুমেন্ট এ লিখার মধ্যে কোনো শব্দ বা বাক্য খুঁজে সেই শব্দ গুলো কেটে অন্য শব্দ বসানোর জন্য এটি ব্যবহার করা হয় ।  

3. Select

  • একটি ডকুমেন্ট এ অনেক গুলো লিখা থাকতে পারে এবং সেখান থেকে কতটুকু টেক্স সিলেক্ট করবেন সেটি এখান থেকে করা যায় ।


Post a Comment

0 Comments