মাইক্রোসফট ওয়ার্ড Home tab এর কাজ কি ?

  1. Microsoft Word ”File Tab” প্রতিটি অপশনের কাজ জানুন 
  2. Microsoft Word ”Insert Tab” প্রতিটি অপশনের কাজ জানুন 
  3. Microsoft Word ”Page Layout Tab” প্রতিটি অপশনের কাজ জানুন 
  4. Microsoft Word ”Reference Tab” প্রতিটি অপশনের কাজ জানুন 
  5. Microsoft Word ”Mailings Tab” প্রতিটি অপশনের কাজ জানুন 
  6. Microsoft Word ”Review Tab” প্রতিটি অপশনের কাজ জানুন 
  7. Microsoft Word ”View Tab” প্রতিটি অপশনের কাজ জানুন 

# Microsoft Word "Home Tab" : টেক্সট ফরম্যাটিং ও সম্পাদনার সম্পূর্ণ গাইড বিস্তারিত ?

Microsoft Word -এর File, Home, Insert,Page Layout,Reference, Mailings, Review ও View Tab -এর সব অপশনের কাজ সহজ ভাষায় শিখুন ও প্রয়োগ করতে জানুন ।

Microsoft Word -এর File, Home, Insert,Page Layout,Reference, Mailings, Review ও View Tab -এর সব অপশনের কাজ সহজ ভাষায় শিখুন ও প্রয়োগ করতে জানুন ।

(ক). Clipboard Group

  • যেকোনো Copy/Cut/Paste করা শব্দ গুলো দেখার জন্য Clipboard Press করুন ।

1. Cut :

  • Cut এর Shortcut Key “Ctrl+X” কোনো একটি শব্দ/লাইন কেটে অন্য জায়গায় বসানোর জন্য এটি ব্যবহার করা হয় ।
  • প্রথমে শব্দটি সিলেক্ট করতে হবে তারপর Cut Click করুন তারপর যেখানে শব্দটি বসাতে চান সেখানে Pasts করুন ।  
2. Copy 

  • Copy এর Shortcut Key “Ctrl+C” একটি শব্দ/লাইনকে একাধিক শব্দ/লাইনে রূপান্তর করার জন্য এটি কাজ করে । 
  • যেকোনো শব্দ/লাইন সিলেক্ট করে কপি ক্লিক করুন এবং যেখানে শব্দটি রাখবেন সেখানে Pasts করুন ।   

3. Pasts 

  • Pasts এর Shortcut Key হলো “Ctrl+V” যেকোনো শব্দকে Cut/Copy করে অন্য জায়গায় সেই শব্দটি বসানোর জন্য Paste শব্দটি ব্যবহার হয় । 

4. Format Printer 

  • একটি লিখার স্টাইল অন্য লেখায় প্রয়োগ করার জন্য এটি ব্যবহার করা হয় । 
  • আপনি চাইলে যেকোনো ফন্ট এর সাইজ,কালার ইত্যাদি প্রয়োগ করতে পারবেন । 

(খ). Fonts Group

Microsoft Word -এর File, Home, Insert,Page Layout,Reference, Mailings, Review ও View Tab -এর সব অপশনের কাজ সহজ ভাষায় শিখুন ও প্রয়োগ করতে জানুন ।

1. Fonts Select & Fonts Size 

  • Fonts Select আপনি যেই ফন্টটি কাজ করবেন সেটি সিলেক্ট করুন ।
  • Fonts Size থেকে ফন্ট এর সাইট বড় ছোট করতে পারবেন ।

2. Grow Fonts 

  • লিখা/ফন্ট সাইজ বড় করার জন্য এটি ব্যবহার হয় । 
  • প্রথমে যে ফন্টটি বড় করবেন সেটি সিলেক্ট করুন এবং এই অপশনে ক্লিক করতে থাকুন ।

3. Shrink Font 

  • যেকোনো লিখাকে বড় থেকে ছোট করার জন্য এটিতে ক্লিক করুন । যতবার ক্লিক করবেন ততবার ফন্ট ছোট হতে থাকবে ।

4. Blod 

  • বোল্ড এর Shortcut Key হলো “Ctrl+B” যেকোনো লিখাকে গাড়ো বা মোটা করার জন্য এটি ব্যবহার করা হয় ।

5. Italic 

  • Italic এর Shortcut Key হলো “Ctrl+I” যেকোনো লিখাকে একটু বাকা করার জন্য এটি ব্যবহার হয় ।

6. Underline 

  • Underline এর Shortcut Key হলো “Ctrl+U” আবার ডাবাল Underline দিতে চাইলে “Ctrl+Shift+D Press করতে হবে ।

7. Strikethrough 

  • যেকোনো লিখাকে মাঝ খানে কাটার জন্য ব্যবহার হয় যেমন :  Strikethrough

8. Subscript 

  • স্বাভাবিক লিখা থেকে নিচের অক্ষর ছোট করার জন্য এটি ব্যবহার হয় যেমন : H2O

9. Superscript 

  • উপরের অক্ষর বড় করার জন্য এটি ব্যবহার হয় যেমন : (a2+b2)

10. Text Effects 

  • যেকোনো লিখাকে সুন্দর ভাবে ডিজাইন করার জন্য এটি খুবই গুরুত্বপণ্য । এটি Grapics এর মতো কাজ করে ।

11. Text Highlight Color 

  • যেকোনো টেক্স বা লিখাকে কালার Highlight দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।

12. Fonts Color 

  • যেকোনো লিখা বা ফন্টকে কালার করার জন্য এটি ব্যবহার হয় আপনি চাইলে এখান থেকে Gradient Color ও দিতে পারবেন ।

13. Sentence Case 

  • যেকোনো সিলেক্টকৃত লিখাকে ছোট হাতে ও বড় হাতে করা জন্য এটি ব্যবহার হয় যেমন :ছোট হাতে অক্ষরের জন্য Lowercase বড় হাতে অক্ষরের জন্য Uppercase ব্যবহার করতে হয় ।  

14. Clear Formatting 

  • ধরুন আপনি কোনো একটি লিখাকে Format করেছেন এখন আপনি চাচ্ছেন সেই লিখাটিকে পুনরাই ফরমেট ছাড়া আনার জন্য তাহলে সেই লিখাটি সিলেক্ট করে Clear Formatting এ ক্লিক করুন । 

(গ). Paragraph Group

Microsoft Word -এর File, Home, Insert,Page Layout,Reference, Mailings, Review ও View Tab -এর সব অপশনের কাজ সহজ ভাষায় শিখুন ও প্রয়োগ করতে জানুন ।

1. Bullets 

  • লিখার শুরুতে বিভিন্ন লাইনকে আকর্ষ্ণীয় করার জন্য বুলেট ব্যবহার করা হয় । 
  • এখানে বিভিন্ন ধরনের বুলেট রয়েছে আপনি চাইলে Define New Bullets থেকে বুলেট সংগ্রহ করতে পারবেন ।

2. Numbering 

  • এটি বুলেট এর মতো কাজ করে তবে আপনি এখানে নিজ থেকে বিভিন্ন ভাষা ব্যবহার করে নাম্বারিং সেট করতে পারবেন ।
  • Custom Format দেওয়া জন্য Define New Number Format গিয়ে কাজ করতে হবে ।

3. Multilevel List 

  • এটি নাম্বারিং এর মতো তবে প্রথমে বিভিন্ন পয়েন্ট গুলোকে নাম্বারিং করে সেগুলো পেজে সবার উপরে শিরোনাম আকাঁরে আনার জন্য Multilevel List ব্যবহার করা হয় ।

4. Decrease Indent 

  • সিলেক্টকৃত যেকোনো লিখাকে বামদিকে সরানোর জন্য এটি ব্যবহার করা হয় ।

5. Increase Indent 

  • সিলেক্টকৃত যেকোনো লিখাকে ডানদিকে সরানোর জন্য এটি ব্যবহার করা হয় ।

6. Sort 

  • যেকোনো নাম্বারিং অথবা আলফাবিট কী (A-Z),(1-100) Ascending, Descending করার জন্য Sort ব্যবহার করা হয় । 
  • কোনো নাম্বারিং এলোমেলো থাকলে সেটি সিরিয়ালভাবে আনার জন্য Ascending ব্যবহার হয় ।

7. Show/Hide 

  • লিখার মধ্যে যেকোনো ফরম্যাটিং চিহ্ন দেখানো বা লুকানোর জন্য এটি ব্যবহার হয় ।

8. Align Text Left 

  • “Shortcut Key/Ctrl+L” যেকোনো ডকুমেন্ট লিখার সময় লিখা বামদিক থেকে শুরু হওয়ার জন্য এটি ব্যবহার করতে হয় ।  

9. Align Center 

  • “Shortcut Key/Ctrl+C” লিখা মাঝখানে রাখার জন্য এটি ব্যবহার করা হয় ।

10. Align Text Right 

  • “Shortcut Key/Ctrl+R” লিখাকে ডানপাশে রাখার জন্য এটি ব্যবহার করা হয় ।

11. Justify 

  • “Shortcut Key/Ctrl+J” লিখাকে দুই পাশে সমানভাবে রাখার জন্য এটি ব্যবহার করা হয় ।

12. Line and Paragraph Spacing 

  • ধরুন একটি ডকুমেন্ট এ বিভিন্ন লাইন রয়েছে এখন আপনি চাচ্ছেন এই লাইন গুলোর মাঝখানে ফাঁকা রাখতে তাহলে আপনাকে এটি ব্যবহার করতে হবে ।

13. Shading 

  • লিখার পিছনে বিভিন্ন কালার সেট করার জন্য এটি ব্যবহার করা হয় । এটি আবার পেইজ ব্যাকগ্রাউন্ড কালারও বলা হয় ।

14. Borders 

  • লিখার চারপাশে বডার দেওয়া জন্য এটি ব্যবহার করা হয় । 

(ঘ). Styles Group

1. Styles 

  • এখান থেকে আপনি বিভিন্ন লেখাকে বিভিন্ন স্টাইলিং করতে পারবেন  
  • এছাড়াও আপনি চাইলে Headling 1, Heading 2,  Title, Subtile  ইত্যাদি সেট করতে পারবেন ।
  • আপনি চাইলে এখান থেকে Clear Formatting ও করতে পারবেন ।

2. Change Styles  

  • এখান থেকে আপনি বিভিন্ন লেখার Fonts, Styles, Spacing ইত্যাদি কাজ করতে পারবেন ।

(ঙ). Editing Group

1. Find

  • “Shortcut Key/Ctrl+F” এটির মাধ্যমে আপনি যেকোনো অনেক গুলো শব্দ বা বাক্য থেকে আপনার নিদির্ষ্ট শব্দ বা বাক্য খুঁজে বের করার জন্য এটি ব্যবহার করা হয় ।  
  • এখানে শুধুমাত্র আপনার শব্দ বা বাক্যটি লিখে সার্চ্ করুন ।

2. Replace

  • একটি ডকুমেন্ট এ লিখার মধ্যে কোনো শব্দ বা বাক্য খুঁজে সেই শব্দ গুলো কেটে অন্য শব্দ বসানোর জন্য এটি ব্যবহার করা হয় ।  

3. Select

  • একটি ডকুমেন্ট এ অনেক গুলো লিখা থাকতে পারে এবং সেখান থেকে কতটুকু টেক্স সিলেক্ট করবেন সেটি এখান থেকে করা যায় ।


Post a Comment

0 Comments