- নগদ থেকে টাকা কিভাবে পাঠাবেন ?
- নগদ থেকে Send Money করার নিয়ম ?
- নগদ থেকে Cash Out করার নিয়ম ?
- নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানো নিয়ম ?
- ব্যাংক থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম ?
- নগদ থেকে যেকোনো বিল পরিশোধ করুন ?
- ভুল নাম্বারে টাকা পাঠালে ফেরত আনবেন কিভাবে ?
- নগদে PIN(পিন)ভুলে গেলে কীভাবে ফেরত আনবেন ?
সঠিক নিয়মে নগদ অ্যাকাউন্ট খুলুন ?
নগদ অ্যাকাউন্ট খোলা এখন খুবই সহজ । নগদ অ্যাকাউন্ট সাধারণত দুই ভাবে খোলা যায় যেমন:
১। অ্যাপ এর মাধ্যমে নগদ অ্যাকউন্ট খুলুন ।
২। USSD কোর্ড ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলুন ।
এই দুইটি মাধ্যমে আপনি কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন তা নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো :
১। নগদ অ্যাপ ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার নিয়ম ?
Nagad অ্যাপ ডাউনলোড করুন :
- আপনার মোবাইলে Paly store ওপেন করে Nagad লিখে সার্চ করুন এবং নগদ অ্যাপটি ডাউনলোড করুন ।
মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন:
- প্রথমে উপর থেকে ভাষা হিসেবে বাংলা ভার্স্ন ক্লিক করুন ।
- রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন ।
- আপনার মোবাইল নাম্বারটি বসান ।
- পরবর্তী ধাপে বাটনে ক্লিক করুন ।
- আপনি কোন সিম দিয়ে নগদ খুলছেন সেটি সিলেক্ট করুন ।
জাতীয় পরিচয়পত্র স্ক্যান করুন :
- আপনার NID কাডটি ছবি তুলে স্ক্যান করতে হবে ।
- প্রথম ক্যামেরা আইকনে ক্লিক করুন এবং আপনার NID কাড এর প্রথম পৃষ্টাটি ছবি তুলুন
- তারপর পরবর্তী পৃষ্টার ছবি তুলুন।
- ”পরবর্তী” বাটনটি দু্ই বার ক্লিক করুন ।
অন্যান্য তথ্য গুলো দিন :
- আপনার লিঙ্গ কি, লেনদেনের উদ্দেশ্য , পেশা কি লিখুন । মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট এই অপশনে না চাপুন । পরবর্তী বাটনে ক্লিক করুন ।
ছবি তুলুন :
- আপনার মুখের ফেসটি ছবি তুলুন তবে চশমা ব্যবহার করবে না । তারপর পরবর্তীতে ক্লিক করুণ
- ট্রেড লাইসেন্স দেওয়ার দরকার নাই । স্কিপ বাটনে ক্লি করুন ।
স্বাক্ষর লিখুন :
- স্কিনে আপনার স্বাক্ষরটি লিখুন ।
- আমি নগদ এর শর্তাবলীর সাথে একমত এখানে ঠিক চিহ্ন দিন । পরবর্তী বাটনে ক্লিক করুন ।
- আরো দুই বার পরবর্তী বাটনে ক্লিক করুন ।
OTP কোর্ড SMS :
আপনার ভেরিফিকেশন সফল হলে আপনার মোবাইলে একটি OTP কোড SMS আসবে এবং সেটি সংরক্ষণ করে রাখুন ।
PIN নাম্বার সেট করুন :
- ৪ ডিজিটের একটি শক্ত পিন সেট করুন । পিনটি আবার পুনরায় বসান । তারপর সাবমিট ক্লিক করুন ।
- এখন আপনার নগদ অ্যাকাউন্টটি সম্পূর্ণ্য রুপে খুলে যাবে ।
২। USSD কোর্ড ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলুন ?
- প্রথমে আপনার মোবাইলে (*167#) ডায়াল করুন ।
- Account Opening অপশন সিলেক্ট করুন ।
- NID নাম্বার ও জম্মতারিখ দিয়ে ভেরিফিকেশন করুন ।
- আপনার মোবাইলে OTP কনফার্মেশন একটি SMS পাবেন ।
- এরপর আপনার PIN সেট করার একটি অপশন আসবে । এখন আপনি সেখানে ৪ ডিজিটের একটি পিন সেট দিন ।
- এখন আপনা নগদ অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে ।
- আপনি চাইলে এখন ব্যালান্স চেক, সেন্ড মানি, বিল পে ইত্যাদি করতে পারবেন ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!