ইউটিউব Shorts Video কিভাবে বানাবো

YouTube থেকে আয় করার ৫টি উপায়|মাত্র ২ মিনিটে YouTube Channel খুলুন|YouTube থেকে টাকা কিভাবে তুলবেন|YouTube বিজ্ঞাপন কিভাবে বসাবেন|Shorts Video বানান।

  1. ইউটিউব থেকে আয় করার সহজ উপায় ?
  2. সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ?
  3. YouTube Channel ভেরিফাই করার নিয়ম ?
  4. ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার সহজ উপায় জেনে নিন ?
  5. ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন কিভাবে অ্যাড করবেন ?
  6. ইউটিউব থেকে আয় করার সেরা ৫টি উপায়  
  7. ইউটিউব Affiliate Marketing থেকে আয় করার উপায় ? 
  8. Payoneer Account খোলা এবং টাকা তোলার উপায় ? 

 # ইউটিউব ভিডিওতে সাবটাইটেল কিভাবে যুক্ত করবেন ইউটিউব "Shorts Video" তৈরি করার নিয়ম ?

ইউটিউবে বিভিন্ন ভিডিও এর নিচে সাবটাইটেল কিভাবে যুক্ত করবেন অটো সাবটাইটেল এবং ম্যানুয়্যাল সাবটাইটেল কিভাবে কাজ করবেন, মেবাইল এবং কম্পিউটার ব্যবহার করে শর্ট ভিডিও কিভাবে তৈরি করবেন জানার জন্য নিচে ক্লিক করুন । 

 # ইউটিউব ভিডিওতে সাবটাইটেল যুক্ত করার নিয়ম ?

ইউটিউবে প্রতিটি ভিডিওতে সাবটাইটেল যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ্ । যারা শুনতে পাই না অথবা কম শুনতে পারে তাদের জন্য সাবটাইটেল খুবই গুরত্বপূণ্য । আপনার ভিডিও করা কথা গুলি অক্ষরে ভিডিও নিচে সাবটাইটেল হিসেবে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় আপনার ভিডিওতে রিচ এবং এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করে আপনি যদি প্রতিটি ভিডিও সাবটাইটেল যুক্ত করেন তাহলে আপনার চ্যানেলে ভিজিটর সংখ্যা বৃদ্ধি পাবে   

ইউটিউব ভিডিও সাবটাইটেল দুই ভাবে যুক্ত করতে পারবেন :

Auto-Generated Subtitles (অটো জেনারেট সাবটাইটেল)

Manual Subtitles (ম্যানুয়াল সাবটাইটেল)

নিচে Auto Subtitles and Manual Subtitles কিভাবে যুক্ত করবেন প্রতিটি সেটিংস নিচে বিস্তারিত ভাবে উল্লেখ করা হলো । 

# Auto Subtitles যুক্ত করার নিয়ম ?

আপনার ভিডিও করা কথা গুলো অটোমেটিক সাবটাইটেল হিসেবে ভিডিও নিচে দেখার জন্য অটো সেটআপ করে দিতে পারবেন এতে করে YouTube নিজেই বানিয়ে দিবে । বাংলায় অটো সাবটাইটেল করলে অনেক সময় ভুল হতে পারে । তবে ইংরেজি বা ইউরোপে কোনো ভাষা অটো সাবটাইটেল করলে ভূল হয় না । তাই বাংলার জন্য ম্যানুয়াল সাবটাইটেল দেওয়ার ভালো । 

1. YouTube Studio তে যান :

  • YouTube Studio তে যান অথবা নিচের লিংঙ্কে ক্লিক করুন ।
  • Link : https://studio.youtube.com

2. Content থেকে ভিডিও সিলেক্ট করুন :

  • Content অপশনটি খুজে ক্লিক করুন ।
  • এখন আপনি যে ভিডিওটি সাবটাইটেল হিসেবে দিতে চান সেই ভিডিওটি ক্লিক করুন ।
  • বাম পাশে মেনু থেকে “Subtitles” ক্লিক করুন ।

3. ভাষা সেট করুন :

  • Auto Subtitles সেট করার জন্য আপনাকে ভাষা নির্ধারণ  করতে হবে ।
  • প্রথমে YouTube Studio>Setting>Channel>Advanced Settings ক্লিক করুন ।
  • “Video Language” থেকে আপনার ভিডিও ভাষা সিলেক্ট করুন । এতে করে ইউটিউব সেই ভাষায় ভয়েস চিনে সাবটাইটেল তৈরি করে দিবে ।

4. অটো সাবটাইটেল এডিট করুন :

  • ভিডিও অটো সাবটাইটেল করার সময় ভূল হতে পারে এবং একই লিখা বারবার Duplicate হতে পারে । তাই এটি কিভাবে এডিট করবেন ।
  • YouTube Studio>Subtitles>Automatic language>Duplicate and Edit>Publish ক্লিক করুন ।
  • এতে করে আপনার Subtitles নতুন ভাবে প্রকাশিত হবে ।  

 # Manual Subtitles কিভাবে করবেন ?

Manual Subtitles মানে হলো আপনি নিজে টাইপ করে ভিডিও ভাষা সাবটাইটেল যুক্ত করা । Manual Subtitles ব্যবহার করে আপনি নির্ভুল ভাবে সাবটাইটেল দিতে পারবেন ।আপনার ভিডিও অটো সাবটাইটেল করলে এখানে অনেক ভূল হতে পারে । তাই Manual Subtitles গুরুত্ব অপরিসীম । 

1. YouTube Studio তে যান :

  • ভিডিও সাবটাইটেল করার জন্য প্রথমে YouTube Studio তে যান । অথবা নিচে থাকা লিংঙ্কে ক্লিক করুন ।
  • Link : https://studio.youtube.com

2. ভিডিও সিলেক্ট করুন :

  • আপনি যে ভিডিওটি সাবটাইটেল করবেন সেই ভিডিওটি নির্বাচন করুন । ভিডিও সিলেক্ট করার জন্য “Content” ট্যাবে ক্লিক করুন ।

3. Subtitles ক্লিক করুন :

  • ভিডিও সিলেক্ট করার পর ভিডিওর পাশে থাকা “Subtitles” অপশনে ক্লিক করুন ।

4. ভাষা সিলেক্ট করুন :

  • “Add Language”-এ ক্লিক করে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন যেমন : (বাংলা, ইংরেজি) অথবা যেকোনো ভাষা নির্বাচন করুন ।

5. Add Subtitles ক্লিক করুন :

  • এখানে আপনি কয়েকটি অপশন পাবেন এখান থেকে “Type Manually” সিলেক্ট করুন ।

6. ভিডিও প্লে করে Subtitles লিখুন :

  • প্রথমে ভিডিও চালু করুন । (+) বাটনে ক্লিক করে নতুন লাইন লিখুন ।
  • আপনি প্রতিটি বাক্য লিখার সময় Start-End time ঠিক করুন ।

7. Preview and Publish ক্লিক করুন :

  • সাবটাইটেল দেওয়া শেষ হলে আপনি Preview করে দেখতে পারবেন ।
  • সব কিছু ঠিক থাকলে “Publish”বাটনে ক্লিক করুন ।

# ইউটিউব শটর্স ভিডিও কিভাবে বানাবো ?

৬০ সেকেন্ড বা ১ মিনিটের কম ভিডিওকে Short Video বলা হয় ।YouTube Shorts ভিডিও বানানো এখন খুবই সহজ । YouTube Shorts ভিডিও যত বেশি পাবলিশ করবেন তত বেশি ভিজিটর আসবে এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ও বাড়তে থাকবে । এই Short Video গুলো সাধারণত ইউটিউব অ্যাপে “Shorts”সেকশনে দেখা যায় ।আপনি মোবাইল ও কম্পিউটার উভয় ব্যবহার করে আপনি খুব সহজেই ইউটিউব Shorts Video বানাতে পারবেন । 

নিচে কম্পিউটার ও মোবাইল দিয়ে কিভাবে Shorts Video বানাবেন তার বিস্তারিত নিচে দেওয়া হলো : 

# কম্পিউটার দিয়ে "Shorts Video" আপলোড করার নিয়ম ?

1. ভিডিও তৈরি করুন :

  • আপনি কয়েকভাবে কম্পিউটারে ভিডিও তৈরি করতে পারবেন যেমন : ক্যামেরা দিয়ে রেকর্ড করে,কম্পিউটার স্ত্রিন রেকর্ড করে অথবা মোবাইলে রেকর্ড করার পর কম্পিউটারে ট্রান্সফার করা যায় ।

2. সময় ও রেজোলিউশন সেট করুন :

  • ”Shorts Video” ৬০ সেকেন্ড এর কম তৈরি করতে হবে ।
  • আপনার ভিডিও রেজোলিউশন 1080x1920 px রাখার চেষ্টা করবেন ।

3. ভার্টিকাল ফরম্যাট করুন :

  • আপনি ভিডিও রেকর্ড্ করার সময় দেখুন ভিডিওটি ভার্টিকাল (9:16) ফরম্যাটে হচ্ছে কিনা ।

4. Shorts Video আপলোড করুন :

  • YouTube Studio তে যান ।
  • উপরে ডানদিক থেকে “Create” গিয়ে “Upload Video” ক্লিক করুন ।
  • আপনার “Shorts Video” টি সিলেক্ট করুন ।
  • আপনার Shorts Video জন্য Title ও Description লিখুন ।
5. Audience and Visibility নির্বাচন করুন :

  • “Audience” এই অপশনে “Yes” ক্লিক করুন ।
  • “Visibility” এর ঘরে Public নির্বাচন করুন ।

6. “Publish” করুন :

  • সব কিছু ঠিক থাকলে Publish বাটনে ক্লিক করুন ।
  • আপনার ভিডিওটি যদি ভার্টিকাল(9:16) হয় এবং ৬০ সেকেন্ড এর নিচে হয় তাহলে YouTube এটি গ্রহণ করে নেয় ।

# মোবাইল দিয়ে Shorts Video আপলোড করার নিয়ম

আপনার স্মাটফোন ব্যবহার করে আপনি খুব সহজেই YouTube Shorts Video তৈরি করে আপলোড করতে পারেন । প্রথমে আপনার Google Account দিয়ে আপনার YouTube App টি লগইন করে নিন ।

1. Shorts Video তৈরি করুন :

  • YouTube পেজ ওপেন করুন ।
  • নিচের দিকে মাঝখানে থাকা (+) আইকনে ক্লিক করুন ।
  • এখানে আপনি চারটি অপশন দেখতে পারবেন (Short/Video/Live/Post) প্রতিটি অপশনের কাজ নিচে বিস্তারিত ভাবে দেওয়া হলো । 
Short/Video/Live/Post কিভাবে কাজ করবেন :

1. Short ভিডিও তৈরি করুন :

  • Short Video বানানোর জন্য Short –এ ক্লিক করুন । আপনি এখান থেকে অনেক গুলো সেটিংস পাবেন যেমন সেগুলো সেট করুন ।

2. Add Music ক্লিক করুন :

  • উপরে Add Music –এ ক্লিক করুন ।এখানে অনেক গুলো গান বা সাউন্ড দেওয়া আছে আপনি এখান থেকে যেকোনো একটি যোগ করতে পারবেন 
  • Trim : আপনি চাইলে এখান থেকে ভিডিও কাটতে পারবেন ।
  • Text : আপনার ভিডিও মধ্যে যদি কোনো টেক্স লিখতে চান তাহলে লিখতে পারবেন ।
  • Duration : আপনি কত সেকেন্ডে Short Video বানাতে চান সেটি দিতে পারেন ।
  • এখানে আরো কিছু অপশন পাবেন যেমন : (Flip,Timer,Green Screen,Retouch, Filters,LIghting, Flash)

3. Upload a Video :

  • আপনার মোবাইলে ফাইল থেকে ভিডিও আপলোড করতে চাইলে “Video” অপশনে ক্লিক করুন ।
  • আগে তৈরি করা যেকোনো Shorts Video আপনি এই অপশনের মাধ্যমে আপলোড করতে পারবেন ।

4. Go Live :

  • আপনি যদি সরাসরি লাইভ করতে চান তাহলে Go live –এ ক্লিক করে আপনি Shorts Video বানাতে পারবেন ।
  • Live করতে চাইলে আপনার চ্যানেলে ৫০ জন সাবস্ক্রাইবার থাকতে হবে । তারপর আপনি লাইভ করার অনুমতি পাবেন ।

5. Title/Description/Audience যুক্ত করুন :

  • Title : আপনার ভিডিও ৬০ ক্যারেক্টারের মধ্যে একটি টাইটেল যুক্ত করুন ।
  • Description : আপনার ভিডিও উপর ভিত্তি করে একটি Description লিখুন ।
  • Audience :  এখান থেকে আপনি “Yes” সিলেক্ট করে দিন । আপনি যদি চান বাচ্চারা না দেখুক তাহলে “No” ক্লিক করুন ।

6. Visibility সেট করুন :

  • আপনার ভিডিওটি কে দেখতে পারবে আর কারা দেখতে পারবে সেটি নির্ধারণ করুন ।
  • Public :  Public নির্বাচন করলে সবাই দেখতে পারবে ।
  • Unlisted : আপনি যাদেরকে লিংক দিবেন শুধুমাত্র তারাই দেখতে পারবেন ।
  • Private :  Private নির্বাচন করলে শুধুমাত্র আপনিই দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবে না ।  
  • Upload করুন :  সব কিছু ঠিক আছে কিনা দেখে নিন তারপর Upload অপশনে ক্লিক করুন ।  

 

 

 

 

Post a Comment

0 Comments