ABOUT Me

  


ABOUT MOHAMMAD RIFAT

আমি একজন বহুমুখী ডিজিটাল পেশাদার যার অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং গ্রাফিক ডিজাইনে দক্ষতা রয়েছে, মাইক্রোসফ্ট অফিস (ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ারপয়েন্ট), মাইক্রোসফ্ট অনলাইন টুলস, গুগল ডক্স এবং কম্পিউটার বেসিকস সম্পর্কে উন্নত জ্ঞান রয়েছে। আমি ডেটা এন্ট্রি, এসইও, ক্যানভা ডিজাইন, ওয়েব রিসার্চ এবং অন্যান্য বিভিন্ন অনলাইন কাজেও বিশেষজ্ঞ।

এই ব্লগটি মূলত তাদের জন্য, যারা অনলাইন থেকে আয় করতে চান এবং ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে আগ্রহী। এখানে আপনি পাবেন:

💼 আমার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সেবাসমূহ  :

Microsoft Office : 2007 থেকে 2021 ভার্সনের উপর দীর্ঘ ৮ বছরের অভিজ্ঞতা । 

কম্পিউটার টাইপিং: ইংরেজিতে প্রতি মিনিটে ৫০ শব্দ এবং বাংলায় ৪০ শব্দ লেখার দক্ষতা । 

PowerPoint ও Google Slides : -এ প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরির অভিজ্ঞতা ।

✅ Database :  ডেটাবেস, টেবিল, ফর্ম, কুয়েরি, ম্যাক্রো ডিজাইন সহ অ্যাডভান্সড MS Access কাজ । 

File conversion :  ফাইল কনভার্সন, ইমেজ থেকে Word/Excel, PDF কনভার্সন, একাডেমিক প্রজেক্ট । 

Content Writing ও Typing Master : হিসেবে সৃজনশীলতা ও নিখুঁত টাইপিং দক্ষতা । 

Adobe Photoshop ও Illustrator : -এ লোগো ডিজাইন, ফটো এডিটিং, ৩D অ্যানিমেশন । 

Copywriting, Translation, Research, Article Writing ও Internet Browsing

Blogger Website  : Blogger Writing ও Blogger Website তৈরির অভিজ্ঞতা । 

Microsoft Office Online, Google Docs, Google Drive ও Canva :  ব্যবহারে দক্ষতা

Data Entry, Processing, Analytics, Visualization ও Extraction : -এ এক্সপার্ট

Upwork, Fiverr ও PeoplePerHour: -এ সফলভাবে ফ্রিল্যান্সিং করছি


আপনি যা শিখতে পারবেন এই ব্লগ থেকে:

  1. ফেসবুক, ব্লগার, ইউটিউব, ফাইভার, আপওয়ার্ক থেকে ডলার আয় করার পদ্ধতি
  2. গ্রাফিক্স ডিজাইন, Photoshop, Illustrator, Canva-এর ব্যবহার
  3. ডেটা এন্ট্রি, টাইপিং, কনটেন্ট রাইটিং-এর মাধ্যমে আয়
  4. ওয়েবসাইট তৈরি করে কীভাবে ইনকাম করবেন
  5. ভিডিওসহ কনটেন্ট তৈরি করে শেখানো হবে প্রতিটি ধাপ

     

 Education : 

1. Computer Science Engineering (Diploma)

2.  Bachelor of Business Studies ( National University)

3. MBA(Master of Business Administration)



Post a Comment

0 Comments