ব্লগারে পেইজ কীভাবে তৈরি করতে হয় (How to Create a Blog Page)
- ব্লগিং কি ? কিভাবে ব্লগিং শুরু করবেন ?
- ব্লগ পোস্ট করার নিয়ম/কীভাবে ব্লগ পোস্ট করা হয় ?
- ব্লগ থেকে কীভাবে আয় করা যায় ?
- ব্লগার layout Settings(Page,Social Top,Logo,Google Ads,Main Menu,Main Slide,Footer Section)
- ব্লগার প্রোফাইল তৈরি করুন খুব সহজেই ?
- ব্লগারে Google Ads & SEO জন্য ১০০% গুরুত্বপর্ণ্য Blogger Settings সকল কাজ এক সাথে ?
- ফ্রী ব্লগার Theme Download & Install কিভাবে করবেন ?
- ব্লগারে ভিজিটর পাওয়ার সহজ উপায় / ব্লগে Ranking বাড়ানো উপায় / সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আনার উপায় ।
- 100% Google Adsense Approvel পাওয়ার সহজ উপায় ?
- পাবলিশ করা পোস্ট Google Search না আসার কারণ এবং এর সঠিক সমাধান কী ?
একটি ব্লগ পেজ তৈরি করার জন্য, প্রথমে একটি ব্লগিং
প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে,
যেমন Blogger
বা WordPress। এরপর,
একটি অ্যাকাউন্ট তৈরি করে ব্লগ পেজ ডিজাইন করতে হবে এবং
কন্টেন্ট যোগ করতে হবে।
এখানে সাধারণত যে পেইজ গুলি উল্লেখ
থাকে সেগুলো হল About Ms, Contact Us, Privacy Policy, Disclaimer ইত্যাদি উল্লেখ
থাকে ।
কীভাবে ব্লগে পেইজ তৈরি করবেন বিস্তারিত :
ব্লগারে অ্যাকাউন্ট তৈরি করুন :
প্রথমে
www.blogger.com এ গিয়ে আপনার Gmail অ্যাকাউন্ট
দিয়ে আপনি একটি ব্লগার অ্যাকাউন্ট তৈরি করুন ।
আপনার ব্লগটি সিলেক্ট করুন :
আপনি যে ব্লগে পেইজ
খুলতে চান সেই ব্লগ সাইটটি সিলেক্ট করুন।
ড্যাশবোর্ড্ থেকে পেইজ নির্বাচন করা :
আপনি আপনার
ড্যাশবোর্ড্ থেকে ঠিক বাম পাশের মেনুত Page নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন
।
“New Page” বাটান সিলেক্ট করুন :
Page থেকে New Page Button Click করুন ।
পেজের নাম বা পেজের Title লিখুন : যেমন: "About Us",
"Contact", "Privacy Policy" ইত্যাদি।
আপনি চাইলে HTML মোডে কোডও
লিখতে পারেন।এগুলোর বিস্তারিত নিচে দেওয়া হলো ।
About Me :
এখানে আপনি আপনার ব্লগারে যে কাজ গুলো
করতে চান বা যে বিষয়ে কন্টেন্ট তৈরি করতে চান সে বিষয় গুলো এখানে তুলে ধরুন যেমন :
Adobe Photoshop, Adobe Illustator,Grapic Design ইত্যাদি সবগুলো তুলে ধরুন যেটিতে
আপনার ভালো দক্ষতা রয়েছে ।
Contact Us :
ব্লগ
"যোগাযোগ করুন" (Contact us) পৃষ্ঠায় সাধারণত ব্যবহারকারীদের আপনার সাথে যোগাযোগ করার জন্য
প্রয়োজনীয় তথ্য ও একটি ফর্ম যুক্ত করা হয়। এতে আপনার নাম, ইমেল ঠিকানা, বিষয়ের একটি তালিকা, এবং একটি মেসেজ বক্স থাকে। এছাড়া, আপনার ব্লগের একটি
সংক্ষিপ্ত বিবরণ এবং "যোগাযোগ করুন" বোতাম অন্তর্ভুক্ত করা যেতে পারে।
Privacy Policy :
ব্লগারে প্রাইভেসি পলিসি (Privacy Policy) তে সাধারণত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার, সুরক্ষা এবং অন্যান্য প্রাসঙ্গিক নীতিগুলি উল্লেখ
করা হয়। একটি আদর্শ প্রাইভেসি পলিসিতে যা যা উল্লেখ করা উচিত তা নিচে দেওয়া হলো: তথ্য
সংগ্রহ, তথ্য ব্যবহার, তথ্য সুরক্ষা, তৃতীয় পক্ষের সাথে শেয়ারিং, শিশুদের গোপনীয়তা,
যোগাযোগের তথ্য, নীতিমালা পরিবর্ত্ন ইত্যাদি যোগ করা হয় ।
পেইজ ডিজাইন করুন :
আপনি চাইলে আপনার পেইজকে ফন্ট
পরিবর্ত্ন,ছবি যোগ করা, লিংক যুক্ত করা ইত্যাদি ডিজাইন করতে পারবেন ।
Page Publish & Page Save করুন :
এখন সবকিছু
ঠিক আছে কিনা দেখে পেইজটাকে আপনি Publish & Save করে নিতে পারেন ।
পেইজ সেটিংস কনফিগার করুন :
ডান পাশে "পেইজ
সেটিংস" (Page Settings) থেকে "কমেন্টস অন/অফ" করতে পারেন।আবার "টেমপ্লেট" পরিবর্তন করতে পারেন
(যদি কাস্টম টেমপ্লেট থাকে)।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!