ব্লগে প্রোফাইল কীভাবে সাজাবো

 ব্লগার প্রোফাইল তৈরি করুন খুব সহজেই ? 





  1. ব্লগিং কি ? কিভাবে ব্লগিং শুরু করবেন ?
  2.  ব্লগে একাউন্ট খোলার নিয়ম/কীভাবে ব্লগ একাউন্ট খোলতে হয় ?
  3. ব্লগ পোস্ট করার নিয়ম/কীভাবে ব্লগ পোস্ট করা হয় ?
  4.  ব্লগ থেকে কীভাবে আয় করা যায় ? 
  5.  ব্লগার layout Settings(Page,Social Top,Logo,Google Ads,Main Menu,Main Slide,Footer Section)
  6.  ব্লগারে Google Ads & SEO জন্য ১০০% গুরুত্বপর্ণ্য  Blogger  Settings সকল কাজ এক সাথে ?
  7. ফ্রী ব্লগার Theme Download & Install কিভাবে করবেন ?
  8. ব্লগারে ভিজিটর পাওয়ার সহজ উপায় / ব্লগে Ranking বাড়ানো উপায় / সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আনার উপায় । 
  9. 100%  Google Adsense Approvel পাওয়ার  সহজ উপায় ?
  10. পাবলিশ করা পোস্ট Google Search  না আসার কারণ এবং এর সঠিক সমাধান কী ?


ব্লগার (Blogger) প্ল্যাটফর্মে একটি প্রোফাইল তৈরি করা খুব সহজ। ব্লগার প্রোফাইল আপনার ব্লগের পরিচয় বহন করে এবং পাঠকদের সাথে যোগাযোগ স্থাপনে সাহায্য করে। ব্লগার প্রোফাইল তৈরি করা মানে হলো আপনার Google Blogger অ্যাকাউন্টে একটি পরিচিতি তৈরি করা, যেখানে আপনার নিজের নাম, ছবি, বায়ো, এবং অন্যান্য তথ্য দিয়ে পাঠকদের জানাতে পারেন আপনি কে এবং কী বিষয়ে লেখেন। নিচে ধাপে ধাপে ব্লগার প্রোফাইল তৈরির নিয়ম এবং প্রতিটি অপশনের কাজ বিস্তারিতভাবে তুলে ধরা হলো:


1.  Blogger ওয়েবসাইট ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে একটি Google Account তৈরি করে নিতে হবে । 

2.  www.blogger.com গিয়ে আপনার Gmail Google একাউন্ট দিয়ে আপনার ব্লগার একাউন্টটি লগইন করুন 

3.  এখন ব্লগার প্ল্যাটর্ফ্ম গিয়ে বাম পাশে ড্যাশবোর্ড্ থেকে Settings অপশনে কিলিক করুন । এখন সেটিং অপশনে যাওয়ার পর একদম সবার নিচে Edit Profile নামে একটি অপশন আছে এটিতে কিলিক করুন । এখন আপনার প্রোফাইলটি সামনে চলে আসেবে । 


Blogger Profile Setup প্রতিটি অপশনের কাজ : 


1. Show my Profile page : 

আপনার প্রোফাইল পৃষ্ঠায় সর্বজনীন অ্যাক্সেসের অনুমতি দেবেন কিনা এটিতে আপনার ঠিক চিহ্ন দিতে হবে । 

2. Username : 

এটিতে আপনি আপনার Email Address টি ব্যবহার করতে পারবেন । 

3. Display Name :

 এখানে আপনার পছন্দের একটি ডিসপ্লে নাম লিখুন ।যেটা পাঠকরা খুব সহজেই দেখতে পারে যেমন আমি আমার ডিসপ্রে নাম দিয়েছি যেমন : (Easy Computer BD)। 

4. Show my contact email address :

 আপনার প্রোফাইল পৃষ্ঠায় আপনার যোগাযোগের ইমেল ঠিকানা দেখাবেন কিনা যদি দেখাতে চান তাহলে ঠিক চিহ্ন দিতে হবে । 

5. Contact email Address : 

এখানে আপনি আপনার Email Address টি যুক্ত করুন । 

6. Select blogs to display on the profile page : 

প্রোফাইল পৃষ্ঠায় প্রদর্শনের জন্য ব্লগ নির্বাচন করুন যেমন প্রোফাইল নামটি হলো Easy Computer BD আপনি আপনার প্রোফাইল নামটি এখানে কিলিক করে সিলেক্ট করে দিবেন । 

7. Show sites I follow : 

আপনার প্রোফাইল পৃষ্ঠায় আপনার অনুসরণ করা সাইটগুলি দেখাবেন কিনা এটাতে আপনি দেখতে চাইলে ঠিক চিহ্ন দিতে হবে । 

8. Profile Photo : 

এখানে আপনি একটি আপনার সুন্দর একটি প্রোফাইল ছবি দিবেন । এখানে ছবি দেওয়ার নিয়ম হচ্ছে আপনি আপনার কম্পিউটার ডিভাইস থেকে ছবি  দিতে পারেন আবার আপনি চাইলে URL থেকে ছবি এনে এখানে দিতে পারেন । 

9. Audio Clip : 

Blogger এ Audio Clip এর কাজ হলো আপনার ব্লগে শ্রোতা বা ভিজিটরদের জন্য অডিও কন্টেন্ট যুক্ত করা । আপনি লেখার পাশাপাশি নিজের কন্ঠে একটি অডিও ক্লিপ দিতে পারেন যাতে পাঠক সেই পোস্ট শুনতে পারেন যেমন : কবিতা আবৃত্তি, টিউটোরিয়াল, গান, বক্তৃতা, কোরআয় তিলাওয়াত ইত্যাদি দিতে পারেন । 

10. General : 

Gender : আপনি আপনার gender টি সিলেক্ট করে দিবেন । 

Homepage URL : আপনার ব্যক্তিগত ওয়েবসাইট বা অন্য সোশ্যাল লিংক এখানে যুক্ত করতে পারেন । 


Location : আপনি আপনার Location City/Town, Region/State, Country করে দিবেন । 


11. Work : 

Blogger Profile এর দুইটি অপশন রয়েছে Occupation মানে আপনার পেশা কী Industry আপনি কোথায় এবং কোন সেকটোরে কাজ করেন তা এখানে উল্লেখ করে দিতে হবে । এটি আপনার ব্লগ প্রোফাইলকে আরও পেশাদার ও বিশ্বাসযোগ্য করে তোলে । যেমন আপনি এগুলো লিখতে পারেন । 

Industry : 

(Education, Media and communication, Freelancing, Information, Online Services,E-commerce,Design and Creativity)

Occupation :

 (Microsoft Office , Adobe Photoshop, Adobe Illustrator, SEO, Google Docs,Microsoft Office Online, Web Research, Data Entry, Canva, Content Creator,Blogger, E-book,Graphic Designer, Freelancer,Social )

12. Additional Information :

এখানে বিভিন্ন অপশন রয়েছে আপনি আপনার পছন্দ মতো এগুলো পূরণ করে নিবেন 


Post a Comment

0 Comments