- MS Powerpoint"File Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Home Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Insert Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Design & Transitions Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Animations Tab" এর সম্পূর্ণ গাইড ?
- MS Powerpoint"Review & View Tab" এর সম্পূর্ণ গাইড ?
# MS Powerpoint Slide Show Tab এর কাজ কী ?
Ms Powerpoint "Slide Show Tab" এর মূল কাজ হলো কিভাবে প্রেজেন্টেশন চালু করবেন কিভাবে প্রেজেন্টেশনটি চালু করলে কি রকম দেখাবে এবং Slide Show Set UP করা হয় । এছাড়াও Slide Hide করা,স্লাইডে Timing Record সেট করা,Slide Resolution সেট করার জন্য এই ট্যাবটি ব্যবহার করা হয় ।
Slide Show Tab এর প্রতিটি অপশনের কাজ বিস্তারিত ব্যাখ্যা করা হলো :
(ক). Start Slide Show Group
1. From Beginning
আপনার স্লাইড গুলো শো করার জন্য করার এটি কাজ করে । স্লাইডের শুরু থেকে বা প্রথম থেকে চালু হওয়ার জন্য এটিতে ক্লিক করুন । অথবা keyboard Shortcut F5 Press করে
2. From Current Slide
আপনি যে স্লাইডে আছেন সেই স্লাইড থেকে শো করার জন্য এটি ব্যবহার করা হয় । Form Current Slide Show Shortcut key -Shift+F5 আপনি যেখান থেকে স্লাইড শো করাতে চান সেখান থেকে স্লাইড শো হবে ।
3. Broadcast Slide Show
ইন্টারনেট বা অনলাইন এর মাধ্যমে আপনার প্রেজেন্টেশনটি লাইভ দেখানোর জন্য এটি ব্যবহার করা হয় । এর জন্য আপনাকে Online Microsoft Account থাকতে হবে ।
4. Custom Slide Show
এটির কাজ হলো ধরুন আপনার একটি প্রেজেন্টেশনে ১০টি স্লাইড আছে এখন আপনি চাচ্ছে এখান থেকে যেকোনো ৫টি স্লাইড শো করতে তাহলে এখান থেকে সেট করতে পারবেন ।
প্রথমে Custom Slide Show click>Custom Show Click>New Click> এখন আপনার যে স্লাইডটি প্রয়োজন সেটি সিলেক্ট করুন । এখানে আবার Edit, Remove, Copy করতে পারবেন । আপনি এখান থেকে সরাসরি Show অপশনে ক্লিক করলে আপনার স্লাইড গুলো শো করবে ।
(খ). Set Up Group
1. Set Up Slide Show
Show Type
Presented by a Speaker (Full Screen)
প্রেজেন্টেশন করার সময় আপনার স্লাইড গুলো পুরো স্ক্রিসে দেখানোর জন্য এটি ব্যবহার করা হয় । এটি বিশেষ করে বিভিন্ন সেমিনার , মিটিংয়ে বেশি ব্যবহৃত হয় ।
Browsed by an individual(Window)
এটি আপনার পুরো স্ক্রিনে স্লাইড শো হয় না । এটি শুধুমাত্র আপনার Window এর মধ্যে চলে ।
Browsed at a kiosk (Full Screen)
এটির মাধ্যমে আপনার স্লাইড পুরো স্ক্রিনে চলে তবে এখানে Esc ছাড়া বের হওয়া যায় না ।
Show Slides
All
এটি সিলেক্ট করলে আপনার প্রেজেন্টেশনে যতগুলো স্লাইড আছে সবগুলো শো করবে ।
From/To
ধরুন আপনার প্রেজেন্টেশনে ১০ টি স্লাইড আছে এখন আপনি চাচ্ছে ৫-৮ পযর্ন্ত স্লাইড গুলো দেখাতে তাহলে প্রথমে From এর জায়গায় ৫ লিখুন তারপর To এর ঘরে ৮ লিখুন । এখন স্লাইড শো করলে ৫ নাম্বার স্লাইড থেকে স্লাইড শো হবে ।
Custom Show
উপরে Custom Slide Show এর মধ্যে Custom Show এর কাজ করা হয়েছে সেটিই এখানে দেখাবে । এটি বড় কোনো প্রেজেন্টেশন থেকে নির্দিষ্ট কিছু স্লাইড Custom Slide -এ অ্যাড করে দেখানো জন্য এটি ব্যবহার করা হয় ।
Show Options
Loop Continuously Until "Esc"
আপনি যদি এটি সিলেক্ট করেন তাহলে Keyboard এর (Esc) না চাপা পযর্ন্ত স্লাইড গুলো বারবার চলতে থাকবে ।
Show Without narration
এটি যদি সিলেক্ট করেন তাহলে ধরুন আপনার স্লাইডে কিছু ভয়েস রেকর্ড অথবা অডিও দেওয়া যদি এটি সিলেক্ট করেন তাহলে আপনার ভয়েস/অডিও চলবে না ।
Show Without animation
যদি এটি সিলেক্ট করে তাহলে আপনার স্লাইডে যতগুলো Animation দেওয়া আছে সবগুলো বন্ধ হয়ে শুধু স্লাইডটি দেখাবে । এখানে Animation গুলো কাজ করবে না ।
Advance Slides
Manually
আপনি কিবোর্ড ও মাউস ব্যবহার করে স্লাইড পরিবর্তন করতে চাইলে এটি সিলেক্ট করুন ।
Using Timings,If Present
আপনি এটি যদি সিলেক্ট করেন তাহলে আপনার দেওয়া অটো টাইম এ স্লাইড শো হবে ।
2. Hide Slide
যেকোনো স্লাইড লুকানোর জন্য এটি ব্যবহার করা হয় । ধরুন আপনার একটি প্রেজেন্টেশনে অনেক গুলো স্লাইড রয়েছে এবং এখান থেকে আপনার যে স্লাইডটি প্রয়োজন নয় সেটি হাইট করার জন্য বা স্লাইড শোতে না আনার জন্য স্লাইড হাইট করার জন্য এটি কাজ করে ।
3. Rehearse Timings
আপনার প্রেজেন্টেশনে প্রতিটি স্লাইড কত সময় ধরে থাকবে সেটি এখান থেকে রেকর্ড এর মাধ্যমে সেট করে দিতে পারবেন ।
4. Record Slide Show
Start Recording Beginning
আপনার স্লাইডে ভয়েস টাইমিং Recording সেট করার জন্য এটি ব্যবহার করা হয় । আপনি এখানে Voice/Timing/Animation Record সেট করতে পারবেন । প্র্রথম স্লাইড থেকে রেকর্ড শুরু হওয়ার জন্য এটি কাজ করে ।
Start Recording Current Slide
আপনার চলতি যেকোনো স্লাইড ভয়েস রেকর্ড দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
কাজ :
প্রথমে এই অপশনে ক্লিক করুন তারপর Slide and animation timings & Narrations and laser pointer এই অপশনে ঠিক চিহ্ন দিন তারপর Start Recording ক্লিক করুন । এখন আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন ।
5. Play Narrations
আপনার স্লাইডে ভয়েস রেকর্ড করা সেটি চালু বা বন্ধ করার জন্য এটি ব্যবহার করা হয় । স্লাইডে ভয়েস রেকর্ড চালু রাখার জন্য ঠিক চিহ্ন দিন আর না চাইলে অফ রাখুন ।
6. Use Timings
রেকর্ড করা সময় অটোমেটিক স্লাইডে শো হওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।
7. Show Media Controls
যেকোনো স্লাইড প্রেজেন্টেশন করার সময় Pause/Play/Volume নিয়ন্ত্রণ করার জন্য েএটি ব্যবহার করা হয় ।
(গ). Monitors Group
1. Resolution
যেকোনো স্লাইড প্রেজেন্টেশন করার আগে আপনার স্লাইড শো স্ক্রিন Resolution ঠিক করুন ।
2. Show on
আপনার যদি একাধিক মনিটর থাকে তাহলে আপনি কোন মনিটরে স্লাইড শো করাতে চান সেটি নির্বাচন করার জন্য এটি ব্যবহার করা হয় ।
3. Use Presenter View
প্রেজেন্টোরদের জন্য আলাদা ভিউ দেখানোর জন্য এটি ব্যবহার করা হয়


0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!