ব্লগার একাউন্ট খোলার নিয়ম (Blogger Account Opening Rules)
- ব্লগিং কি ? কিভাবে ব্লগিং শুরু করবেন ?
- ব্লগ পোস্ট করার নিয়ম/কীভাবে ব্লগ পোস্ট করা হয় ?
- ব্লগ থেকে কীভাবে আয় করা যায় ?
- ব্লগার layout Settings(Page,Social Top,Logo,Google Ads,Main Menu,Main Slide,Footer Section)
- ব্লগার প্রোফাইল তৈরি করুন খুব সহজেই ?
- ব্লগারে Google Ads & SEO জন্য ১০০% গুরুত্বপর্ণ্য Blogger Settings সকল কাজ এক সাথে ?
- ফ্রী ব্লগার Theme Download & Install কিভাবে করবেন ?
- ব্লগারে ভিজিটর পাওয়ার সহজ উপায় / ব্লগে Ranking বাড়ানো উপায় / সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আনার উপায় ।
- 100% Google Adsense Approvel পাওয়ার সহজ উপায় ?
- পাবলিশ করা পোস্ট Google Search না আসার কারণ এবং এর সঠিক সমাধান কী ?
ব্লগার কী ?
ব্লগার (Blogger) হল একটি অনলাইন প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের নিজস্ব ব্লগ তৈরি ও পরিচালনা করতে দেয়। এটি একটি বিনামূল্যের পরিষেবা যা গুগল দ্বারা পরিচালিত হয়।
নতুন ব্লগ একাউন্ট খোলার জন্য প্রথমে একটি ব্লগিং প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে, যেমন Blogger বা WordPress। এরপর একটি একাউন্ট তৈরি করে ডোমেইন নাম নির্বাচন করতে হবে। এরপর ব্লগ সাইট ডিজাইন ও কাস্টমাইজ করে কন্টেন্ট লেখা শুরু করতে হবে।
ব্লগ একাউন্ট খোলার নিয়ম :
1. Gmail একাউন্ট তৈরি করো (Create a Gmail account)
Blogger ব্যবহার করতে হলে একটি Gmail একাউন্ট প্রয়োজন। যদি না থাকে, তাহলে প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে একটি Gmail Account খুলতে হবে ।
2. ব্লগিং প্ল্যাটফর্ম নির্বাচন করা (Choosing a Blogging Platform)
ব্লগার একাউন্ট প্ল্যাটফর্ম্ খোলার জন্য আপনাকে Blogger অথবা Wordpress যেকোনো একটি প্ল্যাটফর্ম্ বেছে নিতে হবে । Blogger এটি গুগল কর্তৃক পরিচালিত একটি বিনামূল্যে ব্লগিং প্ল্যাটফর্ম। ওয়ার্ডপ্রেস (WordPress) এটি একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম যা বিনামূল্যে এবং প্রিমিয়াম উভয় অপশন সরবরাহ করে। এখানে আরো আছে যেমন: Medium, Wix, and Squarespace. এখান থেকে যেকোনো একটি প্ল্যাটফর্ম্ নির্বাচন করে নিতে হবে ।
3. Gmail দিয়ে লগইন করা (Sign in with Gmail)
প্রথমে যেকোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করুণ www.blogger.com এখন এই প্ল্যাটফর্মে গিয়ে ”সাইন আপ” কিলিক করে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে । একাউন্ট তৈরি করার জন্য আপনাকে আপনার ইমেল আইডি ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড্ দিয়ে একটি একাউন্ট তৈরি করতে হবে ।
4. New Blog তৈরি (New Blog Create)
এখন Blogger Account খোলার জন্য আপনাকে Create New Blog কিলিক করতে হবে । এখানে কিলিক করার পর এখন এই রকম একটি interpress আসবে ।
এখানে আপনার মন মতো একটি Title দিতে হবে যেমন আমার টাইটেল হল Easy Computer BD আপনি আপনার পছন্দ মতো একটি টাইটেল দিবেন । তারপর Next Click করতে হবে । এখন আরেকটি ইন্টারপ্রেস আসবে সেখানে আপনার একটি (URL) বসাতে হবে ।
ব্লগে (URL) কীভাবে বসাতে হয় :
এখন টাইটেল দেওয়ার পর আরেকটি ইন্টারপ্রেস আসবে সেখানে আপনার একটি (URL) তৈরি করে নিতে হবে । (URL) তৈরি করার সময় আপনাকে অবশ্যই আপনি যে টাইটেলটি দিবেন এবং আপনি ব্লগে কি রকম কাজ করবেন সে অনুাযায়ী আপনি একটি (URL) তৈরি করবেন যেমন আমার (URL) হলো (easycomputerbd.blogspot.com )
এখন আপনি নিশ্চিন্তে কাজ কারতে পারবেন ।


0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!