Adobe Photoshop CS6 Edit Menu বাংলা টিউটোরিয়াল | Edit Menu এর সম্পূর্ণ গাইড


Adobe Photoshop CS6 Edit Menu এর সকল অপশন বাংলা ভাষায় সহজ ব্যাখ্যা

# Adobe Photoshop CS6-Edit Menu এর কাজ ও ব্যবহার কী কী?

Adobe Photoshop CS6-Edit Menu এটির মূল কাজ হলো যেকোনো ছবি এডিট,সংশোধন এবং Photoshop Software -কে নিজের প্রয়োজন অনুযায়ী Setup করা যায় । 

এছাড়াও Cut, Copy, Paste, Delete করা লিখা ফিরিয়ে আনার,বিভিন্ন অবজেক্টে কালার,প্যাটার্ন দেওয়া, নিজ থেকে যেকোনো ছবি বা শেপ দিয়ে Pattern & Brush তৈরি করা, নিজের মতো করে Photoshop Tools & Menu Bar -এর প্রতিটি অপশনের জন্য Shortcut Key তৈরি করা , Free Transform টুলসটি ব্যবহার করে যেকোনো ছবিকে আকার পরিবর্তন ও ঘোরানো, Preferences এই অপশনটি ব্যবহার করে Photoshop Software টি সেটিংস কাস্টমাইজ করা িইত্যিাদি কাজ করা হয় । 

Adobe Photoshop এর Edit মেনুতে Undo, Cut, Copy, Paste, Transform ও Preferences অপশন দেখানো হয়েছে

1. Undo /Redo

যেকোনো টেক্স/শেপ বা অবজেক্টকে ডিলিট বা বাতিন করার পর সেটি পুনরায় ফিরিয়ে আনার জন্য Redo ব্যবহার করা হয় । 

উদাহরণ : ধরুন আপনার পেজে কিছু টেক্স লিখলেন এখন কিছু টেক্স ডিলিট করে দিলেন এখন সেই টেক্স আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য এটি ব্যবহার করা হয় । 

Shortcut Key : Ctrl+Z

2. Step Forward 

যেকোনো টেক্স/শেপ/অবজেক্টকে Undo করার পর সেটি আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য Step Forward ব্যবহার করা হয় । 

Shortcut Key : Shift+Ctrl+Z

3. Step Backward 

এটির কাজ হলো ধরুন আমি একjটি শেপ তৈরি করলাম এখন শেপ এর ভিতর Pattern Color সেট করলাম এখন আবার চাচ্ছি ভিন্ন কোনো এক কালার সেট করলাম । এখন পিছনে Back দিয়ে Pattern Color টি আনার জন্য Step Backward ক্লিক করতে হবে । 

Shortcut Key : Alt+Ctrl+Z

4. Fade

 এটির মূল কাজ হলো যেকোনো কালার এর Opacity বেশি হলে তা কমানোর জন্য এটি ব্যবহার করা হয় । 


উদাহরণ : ধরুন যেকোনো একটি শেপ এ Brush Tools ব্যবহার করে যেকোনো কালার দিলাম এখন আমি চাচ্ছি কালারটি একটু গাঢো থেকে হালকা করতে এর জন্য Fade Option -এ ক্লিক করুন । এখন Mode অপশন সিলেক্ট করে Opacity কমানো বা বাড়ানো যায় । 

Shortcut Key : Shift+Ctrl+F

5. Cut 

সিলেক্ট করা যেকোনো অংশ যেমন টেক্স/শেপ বা অবজেক্ট Cut করে অন্য জায়গায় সরানোর জন্য বা বসানোর জন্য এটি ব্যবহার হয় । 

Shortcut Key : Ctrl+X 

6. Copy 

যেকোনো টেক্স বা শেপ কপি করে অন্য জায়গায় বসানোর জন্য এটি ব্যবহার করা হয় । কপি করা যেকোনো টেক্স বা শেপ অন্য জায়গায় বসাতে হলে Paste Option -এ ক্লিক করতে হবে । 

Shortcut Key : Ctrl+C

7. Copy Merged 

একাধিক লেয়ারকে একসাথে কপি করার জন্য এটি খুবই ‍উপকারী । 

Shortcut Key : Shift+Ctrl+C

8. Clear 

সিলেক্টকৃত যেকোনো টেক্স/শেপ বা অবজেক্টকে ডিলিট বা মুছে ফেলার জন্য এটি ব্যবহার করা হয় । 

9. Check Spelling 

টেক্স এর Spelling বা ভুল বানান চেক করার জন্য এটি ব্যবহার করা হয় ।  

10. Find and Replace Text 

যেকোনো টেক্স বা লিখা খুঁজে সেটি পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করা হয় । 

11. Fill 

যেকোনো শেপ বা ব্যাকগ্রাউন্ডে Color, Gradient ও Pattern দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 


Contents Use 

এখান থেকে আপন কালার হিসেবে Foreground Color/Background/Color/Pattern/History/Black/White ইত্যাদি কালার সেট করে যেকোনো ব্রেকগ্রাউন্ড বা শেপ এ কালার দিতে পারবেন । 

Mode & Opacity 

আপনি কোন Mode -এ কালার রাখতে চান সেটি সিলেক্ট করুন এবং Opacity কমিয়ে বা বাড়িয়ে কালার Normal & Hard করতে পারবেন । সবকিছু সেট করে Ok -তে ক্লিক করুন । 

12. Stroke 

কোনো শেপ বা অবজেক্ট এর চারপাশে বর্ডার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় ।Inside/Center/Outside বর্ডার ব্যবহার করা জন্য এটি সেট করতে পারবেন । 

13. Content Aware Scale

যেকোনো ছবি বা অবজেক্ট এর গুরুত্বপূর্ণ অংশকে ঠিক রেখে ছবি বড় বা ছোট করে রাখার জন্য এটি ব্যবহার করা হয় । 

14. Puppet Warp 

যেকোনো ছবির একটি নির্দিষ্ট অংশ নড়াচড়া করা বা বাকাঁঁনোর জন্য এটি ব্যবহৃত হয় । 

15. Free Transform 

যেকোনো ছবি/শেপ বা অবজেক্টকে খুব কম সময়ে Resize/Rotate/Distort করার জন্য Free Transform ব্যবহার করা হয় । 

16. Transform 



Scale 
Scale এটির মাধ্যমে আপনি যেকোনো শেপ বা অবজেক্ট এর আকার বড় বা ছোট করার জন্য এটি ব্যবহার করা হয় ।
Rotate 
Rotate এর অর্থ হলো ঘোরানো । যেকোনো ছবি/শেপ বা অবজেক্টকে বামে, ডানে, বা নির্দিষ্ট ডিগ্রি সেট করে ঘোরনোর জন্য এই Rotate অপশনটি ব্যবহার করা হয় । 
Skew
এটি ব্যবহার করে যেকোনো ছবি বা অবজেক্টকে যেকোনো একপাশে হেলানোর জন্য এটি ব্যবহৃত হয় । 
Distort 
এটির মাধ্যমে যেকোনো ছবি/শেপ বা অবজেক্টকে যেভাবে ইচ্ছা সেই ভাবে বাঁকানো যায় । 
Perspective 
এটির মাধ্যমে যেকোনো শেপ বা অবজেক্ট এর দূরত্ব মাপা যায় । 
Warp 
Adobe Photoshop এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনটি হলো Warp এটি ব্যবহার করে যেকোনো ছবি/শেপ/অবজেক্ট বা টেক্সকে Warp এর মাধ্যমে সুন্দর ভাবে ডিজাইন করতে পারবেন । এটি বিশেষ করে Text & Banner ডিজাইন করার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় । 

Flip Horizontal 
এটির মাধ্যমে সিলেক্টকৃত যেকোনো টেক্স/ছবি/শেপ বা অবজেক্টকে ডান দিক থেকে বাম দিকে উল্টানোর জন্য এটি ব্যবহার করা হয় । 
Flip Vertical 
এটির মাধ্যমে সিলেক্টকৃত যেকোনো টেক্স/ছবি/শেপ বা অবজেক্টকে উপরে বা নিচে দিকে উল্টানোর জন্য এটি ব্যবহার করা হয় । 
17. Auto-Align Layers 

এটির মাধ্যমে একাধিক লেয়ারকে সোজা ও মিলিয়ে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । 

18. Auto Blend Layers 

একাধিক লেয়ারকে Auto Blend করে রাখার জন্য িএটি ব্যবহৃত হয় । 

 19. Define Brush Preset 

Adobe Photoshop -এ এটি খুবই গরুত্বপূর্ণ একটি কাজ । এটির মাধ্যমে আপনি যেকোনো ছবি/শেপ বা অবজেক্ট থেকে খুব সহজেই Brush তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় । 

ধরুন প্রথমে আমি একটি ছবি থেকে ব্রাশ তৈরি করতে চাই তাহলে ছবিটি আগে Selection Tool দিয়ে ছবিটি সিলেক্ট করে নিন । তারপর Define Brush Preset -এ ক্লিক করুন । এখন ব্রাশ এর একটি নাম দিন তারপর OK ক্লিক করুন । 

20. Define Pattern 

যেকোনো ছবি থেকে Pattern তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয় । ধরুন প্রথমে একটি ছবি ওপেন করলাম এখন Define Pattern -এ ক্লিক করার সাথে সাথে একটি নতুন Pattern তৈরি হয়ে যাবে । 

আবার যেকোনো সিলেক্টকৃত শেপ বা অবজেক্টকে সিলেক্ট করে Pattern তৈরি করা যায় । 

21. Define Custom Shape

নিজ থেকে তৈরি করার শেপ Custom Shape Tool -এ যুক্ত করে রাখার জন্য এটি ব্যবহার করা হয় । ধরুন আপনি এমন একটি শেপ তৈরি করলেন যেটা আপনি বার বার ব্যবহার করবেন সেই জন্যে এটি Custom Shape -এ যুক্ত করে রাখার জন্য এটি ব্যবহার করা হয় । যা পরবর্তীতে এটি ব্যবহার করতে পারবেন । 

22. Purge 

আপনার Photoshop ধীর গতিতে কাজ করলে History, Clipboard, Cache মুছে RAM ফাঁকা করতে হবে ।

23. Adobe PDF Presets 

Adobe Photoshop PDF প্রিন্ট বা শেয়ারিং করার জন্য এটি ব্যবহার করা হয় । 

24. Presets 

Brushes/Pattern/Gradient/Styles/Tools/Custom Shape/Swatches ইত্যাদি Presets লোড করা বা সেভ করার জন্য এটি ব্যবহার করা হয় । 

25. Remote Connections 

মোবাইল ও ট্যাবলেট ব্যবহার করে Photoshop Remote Connections করার জন্য এটি ব্যবহার করা হয় । 

26. Color Settings 

Color Mode সেটিংস করার জন্য এটি খুবই গরুত্বপূর্ণ । 

27. Assign Profile 

যেকোনো ছবিতে নতুন কালার যুক্ত করার জন্য এটি ব্যবহার করা হয় । 

28. Convert to Profile 

যেকোনো ইমেইজ বা প্রোফাইল এক কালার থেকে অন্য কালারে Convert করার জন্য এটি ব্যবহার করা হয় । 

29. Keyboard Shortcuts 

Adobe Photoshop -এ যত গুলো Keyboard Shortcut আছে সবগুলো দেখা এবং Shortcut Key পরিবর্তন করার জন্য এটি ব্যবহার করা হয় । এখান থেকে File Menu,Edit Menu,Image Menu এর ভিতরে প্রতিটি অপশন এ কালার দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় । নিচের ছবিটি ফলো করুন । 


30. Menus 

এটির মাধ্যমে আপনি Adobe Photoshop এর Application Menus & Panel Menus এর ভিতরে প্রতিটি অপশন গুলো লুকানো বা অপশন বারে কালার সেট করার জন্য এটি ব্যবহার করা হয় । 


উদাহরণ : ধরুন File Menu থেকে New/Open/Open As ইত্যাদি লুকাতে চাই এখানে ক্লিক করে আপনি খুব সহজেই যেকোনো অপশন লুকাতে পারবেন । 

31. Preferences 

Preferences এটি Adobe Photoshop -এর এক প্রকার সেটিংস এর মতো কাজ করে যেমন :Photoshop সহজ ও দ্রুততারv সাথে কাজ করা জন্য,Adobe Photoshop Slowly ভাবে কাজ করলে সেটি Fast করার জন্য সেটিংস করা হয় , Adobe Photoshop -এ নতুুন ফিচার যোগ করার জন্য এবং সুন্দর ভাবে গ্রাফিক ডিজাইন তৈরি করার কাজে ইত্যাদি এটির মাধ্যমে কাজ গুলো করা হয় । নিচে প্রতিটি অপশন গুলো দেখে নিন । 

General 

এটির মাধ্যমে আপনি Undo/History/Zoom With Scroll Wheel/Clipboard/Export সেটিংস বা নিয়ন্ত্রণ করতে করার জন্য এটি ব্যবহৃত হয় । 

Interface

Adobe Photoshop এর Window কালার/ফন্ট সাইজ পরিবর্তন করার জন্য এটি ব্যবহৃত হয় যেমন : Dark Light/Font Size/Background Color ইত্যাদি সেটিংস করা হয় । 

File Handling 

এটির মাধ্যমে বিভিন্ন ফাইল সেভ বা ওপেন সেটিংস এর কাজ গুলো করা হয় যেমন : Recent Files/File Extension Handling/Auto Save Recovery ইত্যাদি নিয়ন্ত্রণ করে । 

Performance 

এটির কাজ হলো Photoshop PC Slow হলে সেটি Fast করার জন্য এখান থেকে সেটিংস করা হয় যেমন : RAM Control/Cache Levels/History & Image Cache ইত্যাদি সেটিংস করা হয় । 

Cursors 

এটির মাধ্যমে Photoshop -এ Cursors টি কেমন দেখাবে তা সেটিংস এর মাধ্যমে নির্ধারণ করা হয় । 

Transparency & Gamut 

Background -এর Color এর অংশ গুলো সীমা দেখতে সাহায্য করে । 

Units & Rulers 

ডিজাইনের বিভিন্ন ইউনিট বা রোলস গুলো নিয়ন্ত্রণ করার জন্য এটি ব্যবহৃত হয় । এটি ওয়েব ডিজাইনের জন্য খুব গুরুত্বপূর্ণ । 

Plug Ins 

নতুন ফিচার যোগ করার জন্য এটি ব্যবহার করা হয় । 

Type

এটির মাধ্যমে Adobe Photoshop -এ লিখা সুন্দর ভাবে ডিজাইন ও পরিষ্কার ভাবে লিখা লেখা জন্য এটির মাধ্যমে নিয়ন্ত্রন করে থাকে । 

 3D 

Adobe Photoshop 3D এর কাজের সেটিংস করার জন্য এটি ব্যবহার করা হয় । 

 


Post a Comment

0 Comments