ব্লগারে Layout Settings কীভাবে ব্যবহার করতে হয়

 

ব্লগার লেআউট সেটিং(Blogger Layout Settings)

 




  1. ব্লগিং কি ? কিভাবে ব্লগিং শুরু করবেন ?
  2.  ব্লগে একাউন্ট খোলার নিয়ম/কীভাবে ব্লগ একাউন্ট খোলতে হয় ?
  3. ব্লগ পোস্ট করার নিয়ম/কীভাবে ব্লগ পোস্ট করা হয় ?
  4.  ব্লগ থেকে কীভাবে আয় করা যায় ? 
  5.  ব্লগার প্রোফাইল তৈরি করুন খুব সহজেই ?
  6.  ব্লগারে Google Ads & SEO জন্য ১০০% গুরুত্বপর্ণ্য  Blogger  Settings সকল কাজ এক সাথে ?
  7. ফ্রী ব্লগার Theme Download & Install কিভাবে করবেন ?
  8. ব্লগারে ভিজিটর পাওয়ার সহজ উপায় / ব্লগে Ranking বাড়ানো উপায় / সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আনার উপায় । 
  9. 100%  Google Adsense Approvel পাওয়ার  সহজ উপায় ?
  10. পাবলিশ করা পোস্ট Google Search  না আসার কারণ এবং এর সঠিক সমাধান কী ?



Blogger পেইজ কী ?

একটি ব্লগার পেইজ হল একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্লগার তার চিন্তা, ভাবনা ,অভিজ্ঞতা, এবং বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করেন । একটি ব্লগ পেজ তৈরি করার জন্যপ্রথমে একটি ব্লগিং প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবেযেমন Blogger বা WordPress এরপরএকটি অ্যাকাউন্ট তৈরি করে ব্লগ পেজ ডিজাইন করতে হবে এবং কন্টেন্ট যোগ করতে হবে। এখানে সাধারণত যে পেইজ গুলি উল্লেখ থাকে সেগুলো হল About Me, Contact Us, Privacy Policy, Disclaimer ইত্যাদি উল্লেখ থাকে ।


কীভাবে ব্লগে পেইজ তৈরি করবেন বিস্তারিত : 


 1. ব্লগারে অ্যাকাউন্ট তৈরি করুন : 

    প্রথমে www.blogger.com এ গিয়ে আপনার Gmail অ্যাকাউন্ট দিয়ে আপনি একটি ব্লগার অ্যাকাউন্ট তৈরি করুন। 

2. আপনার ব্লগটি সিলেক্ট করুন : 

আপনি যে ব্লগে পেইজ খুলতে চান সেই ব্লগ সাইটটি সিলেক্ট করুন।

3. DashBoard থেকে পেইজ নির্বাচন করা :

আপনি আপনার ড্যাশবোর্ড্ থেকে ঠিক বাম পাশের মেনুত Page নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন ।

 4. “New Page” বাটান সিলেক্ট করুন : 

Page থেকে New Page Button Click করুন ।

পেজের নাম বা পেজের Title লিখুন : যেমন: "About Us", "Contact", "Privacy Policy" ইত্যাদি। আপনি চাইলে HTML মোডে কোডও লিখতে পারেন।এগুলোর বিস্তারিত নিচে দেওয়া হলো ।

5. About Us :

এখানে আপনি আপনার ব্লগারে যে কাজ গুলো করতে চান বা যে বিষয়ে কন্টেন্ট তৈরি করতে চান সে বিষয় গুলো এখানে তুলে ধরুন যেমন : Blogger,Adobe Photoshop, Adobe Illustator,Grapic Design ইত্যাদি সবগুলো তুলে ধরুন যেটিতে আপনার ভালো দক্ষতা রয়েছে । About Page এ কি উল্লেখ করতে হয় তা নিচে আমার পেইজ থেকে দেখে নিন। 




6. Contact Us :

ব্লগ "যোগাযোগ করুন" (Contact us) পৃষ্ঠায় সাধারণত ব্যবহারকারীদের আপনার সাথে যোগাযোগ করার জন্য প্রয়োজনীয় তথ্য ও একটি ফর্ম যুক্ত করা হয়। এতে আপনার নাইমেল ঠিকানাবিষয়ের একটি তালিকাএবং একটি মেসেজ বক্স থাকে। এছাড়াআপনার ব্লগের একটি সংক্ষিপ্ত বিবরণ এবং "যোগাযোগ করুন" বোতাম অন্তর্ভুক্ত করা যেতে পারে। 

নিচে  আমার তৈরি করা একটি Contact Us দেওয়া হল আপনি চাইলে এই ভাবে একটি  Contact Us তৈরি করতে পারেন । 



7. Privacy Policy :

ব্লগারে প্রাইভেসি পলিসি (Privacy Policy) তে সাধারণত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহব্যবহারসুরক্ষা এবং অন্যান্য প্রাসঙ্গিক নীতিগুলি উল্লেখ করা হয় একটি আদর্শ প্রাইভেসি পলিসিতে যা যা উল্লেখ করা উচিত তা নিচে দেওয়া হলো: তথ্য সংগ্রহ, তথ্য ব্যবহার, তথ্য সুরক্ষা, তৃতীয় পক্ষের সাথে শেয়ারিং, শিশুদের গোপনীয়তা, যোগাযোগের তথ্য, নীতিমালা পরিবর্ত্ন ইত্যাদি যোগ করা হয় ।

কীভাবে একটি professional Privacy Policy তৈরি করবেন তা নিচে দেওয়া হল আপনি চাইলে এখান থেকে কাজ করতে পারেন । 

এখানে শুধু আপনার কোম্পানি নাম ,ইমেইল ,ফোন নাম্বার, আপনার ওয়েবসাইটটি উল্লেখ করতে হবে । 


Privacy Policy for Easy Computer BD


Effective Date: August 6, 2025

Welcome to Easy Computer BD! Your privacy is important to us. The privacy of our visitors is one of our top priorities. The Privacy Policy document outlines the types of information that is collected and recorded by Easy Computer BD and how we use it. 

1. Information We Collect

We may collect the following types of information:

Personal Information:

My Name : Mohammad Rifat Uddin 
Email Address : mdrifatuddin518@gmail.com
Phone Number : 01632358728
when you contact us or subscribe to updates.

Usage Data: We may collect information about your browser, IP address, pages visited, time spent on pages, and other similar data for analytics purposes.


2. How We Use Your Information

We use your information to:

  • Provide and improve our content and services
  • Respond to your questions or feedback
  • Send occasional updates or blog newsletters
  • Ensure the security of our website


3. Cookies

Our blog may use cookies to improve your browsing experience. You can choose to disable cookies through your browser settings if you prefer.

4. Sharing Your Information

We do not sell, trade, or rent your personal information to third parties. However, we may share information with:

Trusted service providers who help operate the blog

Law enforcement if required by law


5. Data Security

We take reasonable steps to protect your personal data, but no online method of transmission or storage is 100% secure.

6. External Links

Our blog may contain links to other websites. We are not responsible for the privacy practices of those sites.

7. Children's Privacy

Our content is not directed at children under 13. We do not knowingly collect personal information from children.

8. Your Consent

By using our site, you consent to our privacy policy.

9. Changes to This Privacy Policy

We may update this policy from time to time. Changes will be posted on this page with an updated effective date.

10. Contact Us

If you have any questions about this privacy policy, please contact:

Easy Computer BD
Email: mdrifatuddin518@gmail.com
Phone: 01632358728
Website:easycomputerbd.blogspot.com


8. পেইজ ডিজাইন করুন : 

আপনি চাইলে আপনার পেইজকে ফন্ট পরিবর্ত্ন,ছবি যোগ করা, লিংক যুক্ত করা ইত্যাদি ডিজাইন করতে পারবেন ।

9. Page Publish & Page Save করুন : 

এখন সবকিছু ঠিক আছে কিনা দেখে পেইজটাকে আপনি Publish & Save করে নিতে পারেন ।

10. পেইজ সেটিংস কনফিগার করুন  : 

ডান পাশে "পেইজ সেটিংস" (Page Settings) থেকে "কমেন্টস অন/অফ" করতে পারেন।আবার "টেমপ্লেট" পরিবর্তন করতে পারেন (যদি কাস্টম টেমপ্লেট থাকে)।



Social Top এর প্রতিটি অপশনের কাজ বিস্তারিত : 

 

Blogger Social Top হলো একটি প্ল্যাটফর্ম বা টুল যা ব্লগারদের জন্য সামাজিক মিডিয়া এক্টিভিটি এবং এনগেজমেন্ট ট্র্যাক করতে সাহায্য করে। এটি সাধারণত ব্লগারদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স মনিটর করতে, তাদের পোস্টের পারফরম্যান্স বিশ্লেষণ করতে এবং অডিয়েন্সের সাথে ভালোভাবে সংযুক্ত হতে সহায়তা করে যেখানে আপনার ব্লগের উপরের অংশে হেডারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইকন যেমন :(Facebook, Youtube, Instagram, LinkedIn, Twitter, Pinterest, TikTok, WhatsApp, Telegram, Snapchat, Reddit, Tumblr, Behance, Dribble) ইত্যাদি রাখা হয়


Facebook ( ফেসবুক ) 


আপনি আপনার ব্লগার ওয়েবসাইট জনপ্রিয় করার জন্য এবং সোশ্যাল মিডিয়া জনপ্রিয় করার জন্য Facebook এটি খুবই গুরুত্বপণ্য Facebook হলো এমন একটি প্ল্যাটফর্ম্ যেখানে আপনি আপনার ব্লগার কনটেন্ট শেয়ার করে ট্রাফিক, Engagement, Visibility বাড়াতে পারেন Blogger এ লেখা পোস্ট Facebook পেইজ বা প্র্রোফাইলে শেয়ার করে পাঠকের কাছে পৌঁছানো যায় Blogger ব্লগে ফেসবুক পেইজের Like Box & Feed দেখানোর জন্য প্লাগইন ব্যবহার করা হয় Facebook এ পোস্টে কমেন্ট, শেয়ার, রিয়্যাকশন পেয়ে ব্লগের রিচ বাড়ে

 

Instagram (ইনস্টাগ্রাম )


ব্লগাররা ইনস্টাগ্রাম ব্যবহার করে তাদের ব্লগিং কার্যক্রমকে প্রচার করতে, নতুন দর্শক তৈরি করতে এবং তাদের ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পারেন। আবার Instagram হলো মূলত একটি Microblogging প্ল্যাটফর্ম্ যেখানে আপনি ছবি, ভিডিও, রিলস ও স্টোরির মাধ্যমে আপনার Blogger কনটেন্টকে প্রচার করতে পারেন Instagram ব্যবহার করে আপনি আপনার ব্লগের কন্টেন্টকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন

 

YouTube ( ইউটিউব )

 

Blogger হলো Google-এর একটি ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম, আর YouTube হলো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এই দুইটিকে একত্রে ব্যবহার করে আপনি ভিডিও ব্লগিং (vlogging), টিউটোরিয়াল শেয়ারিং, এবং আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। ব্লগার হল টেক্সট-ভিত্তিক কন্টেন্ট তৈরির জন্য এবং ইউটিউব হল ভিডিও কন্টেন্ট তৈরির জন্য একটি প্ল্যাটফর্ম। উভয় প্ল্যাটফর্মেই ব্যবহারকারীরা তাদের কন্টেন্ট তৈরি করে অন্যদের সাথে শেয়ার করতে পারেন এবং অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে

 

 

Blogger Logo কীভাবে তৈরি করবেন ?

 

Blogger Logo হলো  এমন একটি চিহ্ন বা প্রতীক যা আপনার ব্লগকে অন্য  ব্লগের থেকে আলাদা পরিচয় দেয় এটি সাধারণত আপনার ব্লগের নাম, থিম ও ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে যেমন একটি ব্লগ যদি প্রযুক্তি নিয়ে হয় হবে তার লোগোতে টেকনোলজি সম্পর্কিত আইকন, রং বা স্টাইল থাকতে পারে ব্লগার লোগো সাধারনত আপনার ব্লগে Header, Favicon, Social Profile & Thumbnail এ ব্যবহার হয় আপনার ব্লগারে লোগো তৈরি করতে চাইলে আপনি Canva, Adobe Express, Logomarkr, Pixellab এখানে বিভিন্ন ডিজাইন লোগো থাকে যা এখান থেকে আপনি আপনার পছন্দ মতো খুব সহজেই আপনি একটি তৈরি করতে পারেন । 

 

 

Google Ads  কীভাবে দিতে হয় ?

 

ব্লগার ads (Blogger ads) হল এমন একটি প্রক্রিয়া, যেখানে ব্লগাররা তাদের ব্লগে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করতে পারেন। গুগল অ্যাডসেন্স (Google AdSense) সাধারণত এই কাজে ব্যবহৃত হয়। গুগল অ্যাডসেন্স হল একটি প্রোগ্রাম যা ব্লগারদের তাদের সাইটে বিজ্ঞাপন দেখানোর সুযোগ দেয় এবং যখন ব্যবহারকারীরা সেই বিজ্ঞাপনগুলিতে ক্লিক করে বা দেখে, তখন ব্লগাররা অর্থ উপার্জন করে। 

l   প্রথমে আপনাকে Google AdSense থেকে আপনি সাইন আপ করে নিতে হবে ।

l   সাইন আপ করার পর আপনাকে Google AdSense Approval পাওয়ার জন্য আপনাকে Google AdSense গিয়ে অ্যাড পাওয়ার জন্য আবেদন করতে হবে ।

l   আবেদন করার পর Google AdSense Approval পাওয়ার জন্য আপনাকে ৭ দিন অথবা এর কমও লাগতে পারে ।

l   গুগল আপনার সাইটের বিভিন্ন কন্টেন্ট, ভিজিটর, নীতি অনুসরণ ইত্যাদি যাচাই বাচাই করে আপনার সব কিছু ঠিক থাকলে তখন তারা আপনাকে এটিতে অনুমোদন দিবে ।

l   Google AdSense Approval এ অনুমাদন পাওয়া জন্য আপনাকে নিজে নিজে কন্টেন্ট তৈরি করতে হবে তবে আপনি যদি অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন কন্টেন্ট কপি পেস্ট করেন তাহলে এতে আপনা Google AdSense Approval পওয়া সম্ভবনা খুবই কম । তাই নিজে নিজে লিখার চেষ্টা করুন ।

l   Google AdSense Approval পাওয়ার পর Blogger Dashboard গিয়ে Earnings থেকে AdSense অ্যাকাউন্ট  কানেক্ট করে নিতে হবে ।

l   এখন layout থেকে ব্লগের বিভিন্ন অংশে Ad Widget যুক্ত করা যায় Header, Sidebar, Post এর নিচে ।

l   গুগল সবসময় আপনার স্বয়ংক্রিয়ভাবে আপনার কনটেন্ট ও ভিজিটরদের আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখায় ।

l   ব্লগে আপনার আয় যখন $100 ডলার পূর্ণ্ হবে তখন Google আপনাকে ব্যাংক বা বিকাশে পেমেন্ট করবে ।

 

 Google AdSense থেকে কীভাবে  টাকা আয় করবেন বিস্তারিত এই লিংঙ্কে দেওয়া আছে । 


 Blogger Main Menu কী ?

 

Blogger এর Main Menu বলতে সাধারণত ব্লগের উপরের অংশে থাকা Navigation Menu/Top Menu Bar কে বোঝায়, আবার এটি হলো এমন একটি মেনু সেকশন যেখানে আপনি বিভিন্ন Page/Category/External link যুক্ত করে বিভিন্ন কাজ  করতে পারবেন । এখানে আপনি নিজ থেকে বিভিন্ন নাম ব্যবহার করে আপনি মেনু বার তৈরি  করতে পারেন । 


Blogger Main Slide কীভাবে তৈরি করবেন ?

 

 Blogger-এর Main Slide বা Featured Slider মূলত একটি ভিজ্যুয়াল উপাদান যা আপনার ব্লগের হোমপেজে গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় পোস্টগুলোকে আকর্ষণীয়ভাবে প্রদর্শন করে। ব্লগার মেইন স্লাইড হল ব্লগার প্ল্যাটফর্মে একটি ওয়েবসাইটের প্রথম বা প্রধান স্লাইড, যা দর্শকদের জন্য একটি আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ অভিজ্ঞতা তৈরি করে।

Blogger Main Slide এর কাজ গুলো নিচে উল্লেখ করা হল :

l   Blogger Main Slide এ সর্ব্প্রথম কাজ হলো আপনার ব্লগে মূল বিষয় বা থিমকে উপস্থাপন করা এবং সংক্ষিপ্ত বিবরণ দেওয়া ।

l   এখন আপনার ব্লগের উপরের অংশে চলমান আকষণীয় ডিজাইনে ছবি বা পোস্ট দেখিয়ে আপনার ব্লগকে সুন্দর ও প্রফেশনাল করে তুলুন ।

l   এখন Layout গিয়ে Add a Gadget বাটনে ক্লিক করুন এবং স্লাইডশো বা ইমেজ ক্যারousel উইজেট খুঁজে এড করুন

l   এখন স্লাইজে ছবি যোগ করুন এবং ক্যাপশন এ লিংক যুক্ত করুন, ট্রানজিশন স্পিড, অটোপ্লে ইত্যাদি সেট করুন ।

l   আপনি যেসব পোস্ট বেশি ভিজিট চান তাহলে সেগুলোকে স্লাইডে যুক্ত করে প্রধানভাবে প্রদর্শ্ন করতে পারেন ।

l   Blogger Main Slide এ দর্শ্কদের মনোযোগ আকর্ষ্ণ করার জন্য সুন্দর ভাবে ছবি বা ভিডিও ব্যবহার করা ।

l   Blogger Main Slide এ গ্রাহকরা এক ক্লিকেই অনেক গুলো পোস্ট দেখা যায় ফলে পাঠকেরা সহজেই কনটেন্ট ব্রাউজ করতে পারে ।

l   এখানে আপনি যে পোস্ট গুলো এই নাম দিয়ে সাজাতে পারেন যেমন : Popular Posts, Recent Posts and Label অনুযায়ী স্লাইড তৈরি করতে পারেন ।


Blogger Sidebar Right এর কোন কোন কাজ গুলো করে থাকে  ?

 

 

ব্লগার ওয়েবসাইটের Sidebar right হল একটি ওয়েব পেজ বা অ্যাপ্লিকেশনের ডান দিকে অবস্থিত একটি প্যানেল, যা সাধারণত নেভিগেশন, টুলস, বা অতিরিক্ত তথ্য প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় যেখানে বিভিন্ন উইজেট, তথ্য লিংক, বিজ্ঞাপন ইত্যাদি দেখানো হয় ।

 

ডানপাশে সাইডবার এর কাজ গুলো হলো :

l   আপনার ব্লগ ওয়েবসাইডে ডান পাশে সাইডবারে বিভিন্ন পেজ বা বিভাগের লিক্ন থাকতে পারে যা ভিজিটররা সহজেই এক পেইজ থেকে অন্য পেইজে যেতে সাহায্য করে ।

l   সাইউবারে যে অপশন গুলো থাকে যেমন : Search Box, Recent Posts, Popular Posts, Labels, Contact Form, Profile, Social Icons, About Me, Ad Banner, Email Subscribe Box ইত্যাদি গুলো থাকে ।

l   Google AdSense, Amazon Associates বা অন্য ব্যানার বিজ্ঞাপন যুক্ত করে আয় করা যায় ।

l   ইমেইল সাবস্ক্রাইব ফর্ম্ যুক্ত করে ফলোয়ার বাড়ানো যায় ।

l   আপনি চাইলে বিশেষ কনটেন্ট হাইলাইট লিংক দেওয়া যায় যেমন : Featured Post, Important Links, Download Links Facebook, Twitter, Instagram, YouTube Link ইত্যাদি ।

l   মিডিয়া কুয়েরি ব্যবহার করে Sidebar মোবাইল বা ছোট স্ত্রিনে হাইড বা নিচে সরিয়ে দেওয়া যায় ।

l   Sidebar এ ইন্টার অ্যাকটিভ ফিচার যেমন ট্যাব, ড্রপডাউন, বা ক্লিক করলে কন্টেন্ট লোড করার ব্যবস্থা করা যায় ।


Blogger Main Slider কী এবং কীভাবে এটি  কাজ করে ?


Blogger Main Slider হল একটি জনপ্রিয় ফিচার যা ব্লগার টেমপ্লেটে ব্যবহৃত হয় এটি একটি ছবিভিত্তিক স্লাইড শো যা ব্লগের গোমপেজের উপরের দিকে থাকে এবং সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ্ পোস্টের ছবি ও টাইটেল অটো বা ম্যানুয়ালি ব্লাইড শো হয় । এটি ব্লগকে আরও প্রফেশনাল ও আরো সুন্দর করে তোলে ।


Main Slider এর বিভিন্ন কাজ গুলো নিচে উল্লেখ করা হল :

l   আপনার ব্লগে ৫টি টপ পোস্ট আছে, আপনি চান সেগুলো ঘুরে ঘুরে স্লাইড হোক তাহলে এখানেই আপনি Main Slider ব্যবহার করবেন ।

l   আবার আপনি নিজ থেকে HTML/JavaScript কোড ব্যবহার করে একটি নির্দিষ্ট কিছু পোস্টর লিক্ন, ইমেজ, শিরোনাম যুক্ত করেন ।

l   Main Slider ভিজিটরদের মনোযোগ আকষর্ণ্ করে এবং গুরুত্বপূর্ণ্ ও জনপ্রয় পোস্টগুলো হাইলাইট করা যায় ।

l   Main Slider এটি আপনার ব্লগের ডিজেইনকে আরও প্রফেশনাল ও আকষর্ণীয়  করে তোলে ।

l   Blogger এ Theme Editor এ কোড যুক্ত করে স্লাইডার ইনস্টল করা যায় আবার আপনি কোনো নির্দিষ্ট লেবেল বা পোস্ট Id ব্যবহার করে পোস্টগুলো স্লাইডারে দেখাবেন বা নির্ধা্রণ করতে পারেন ।


 

 

Blogger Main Posts কীভাবে এবং কেন ব্যবহার      করা হয় ?

 

 

Main Posts বলতে মূলত ব্লগারে হোমপেজে প্রথম পাতায় যেসব ব্লগ পোস্টগুলো দেখা যায় সেগুলোকেই বোঝায় । আবার এখানে আপনার টেক্সট, ছবি ভিডিও লিক্ন বা এইগুলির সংমিশ্রণ হতে পারে । যখন একজন ভিজিটর একটি পোস্ট তৈরি করেন, তখন সেটি প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী অন্যান্য ভিজিটরদের কাছে দৃশ্যমান হয় । এই পোস্টগুলি ভিজিটরকারীর প্রোফাইল বা টাইমলাইনে প্রদর্শিত হতে পারে এবং অন্যান্য ভিজিটররাও এতে লাইক, কমেন্ট বা শেয়ারিং করতে পারেন ।

 

l   ভিজিটররা বা ব্যবহারকারীরা একটি পোস্ট তৈরি করেন যেখানে তিনি টেক্সট, ছবি, ভিডিও বা অন্যান্য মিডিয়া যোগ করতে পারেন ।

l   আপনি যখন কোনো নতুন পোস্ট করবেন সেটা স্বয়ংক্রিয়ভাবে Main Posts সেকশনে যুক্ত হবে ।

l   Layout Settings থেকে Theme Settings গিয়ে আপনি নির্ধারণ করতে পারেন প্রতি পৃষ্ঠায় কয়টি পোস্ট দেখানো হবে ।

l   আপনি চাইলে Custom Theme ব্যবহার করে আরও সুন্দর Main Post ডিজাইন করতে পারেন ।

l   Main Posts এর সুবিধা হলো ভিজিটররা সহজে নতুন পোস্ট করা কনটেন্ট গুলো দেখতে পায় , সার্চ্ ইঞ্জিনও সহজে কনটেন্ট খুঁজে পায় ।

l   আপনি আপনার ব্লগারে নির্দিষ্ট লেবেল বা ট্যাগ যেমন : Featured, ব্যবহার করে Main Posts এ নির্ধারণ করতে পারেন । 


Blogger Footer Section (Left,Right, Center) কীভাবে তৈরি করবেন ?

 

 

Footer Section (ফুটার সেকশন) হল একটি ব্লগ বা ওয়েবসাইটের নিচের অংশ, যেখানে সাধারণত অতিরিক্ত লিংক, কপিরাইট নোট, সোশ্যাল মিডিয়া আইকন, ডিসক্লেইমার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শিত হয়। এটি প্রতিটি পৃষ্ঠার নিচে পুনরাবৃত্তি হয় এবং ইউজারদের জন্য গুরুত্বপূর্ণ নেভিগেশন ও তথ্য সরবরাহ করে।

 

l   Footer Section  এখানে আপনার ব্লগের মালিকানা এবং কপিরাইট সম্পর্কিত তথ্য গুলো এখানে উল্লেখ করে থাকে ।

l   Footer Section এ যে সকল লিংক ‍গুলো দরকার হয় যেমন : (About, Contact, Privacy Policy) ইত্যাদি লিংক গুলো দিতে পারেন ।

l   আবার Footer Section এ Social Icons যেগুলো থাকে যেমন: (Facebook, YouTube, Instagram, WhatsApp)

l   Footer Section এ সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দিতে হবে যাতে ভিজিটররা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম্ গুলো খুব সহজেই প্রবেশ করতে পারে ।

l   আপনার Footer Section এ সাইটের বিভিন্ন অংশ গুলো খুঁজে পেতে সাহায্য করার জন্য আপনি একটি সাইটম্যাপ লিঙ্ক যুক্ত করতে পারেন ।

l   Footer Section আপনার কপিরাইট তথ্য দিতে পারেন যেমন: © 2025 YourBlogName



Post a Comment

0 Comments