ব্লগ থেকে কীভাবে আয় করা যায়

   

ব্লগ থেকে কীভাবে আয় করা যায় (How to earn from blog)



  1. ব্লগিং কি ? কিভাবে ব্লগিং শুরু করবেন ?
  2. ব্লগে একাউন্ট খোলার নিয়ম/কীভাবে ব্লগ একাউন্ট খোলতে হয় ?
  3. ব্লগ পোস্ট করার নিয়ম/কীভাবে ব্লগ পোস্ট করা হয় ?
  4.  ব্লগার layout Settings(Page,Social Top,Logo,Google Ads,Main Menu,Main Slide,Footer Section)
  5.  ব্লগার প্রোফাইল তৈরি করুন খুব সহজেই ?
  6.  ব্লগারে Google Ads & SEO জন্য ১০০% গুরুত্বপর্ণ্য  Blogger  Settings সকল কাজ এক সাথে ?
  7. ফ্রী ব্লগার Theme Download & Install কিভাবে করবেন ?
  8. ব্লগারে ভিজিটর পাওয়ার সহজ উপায় / ব্লগে Ranking বাড়ানো উপায় / সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আনার উপায় । 
  9. 100%  Google Adsense Approvel পাওয়ার  সহজ উপায় ?
  10. পাবলিশ করা পোস্ট Google Search  না আসার কারণ এবং এর সঠিক সমাধান কী ?



ব্লগ থেকে আয় করার কয়েকটি জনপ্রিয় উপায় হলো গুগল অ্যাডসেন্স,অ্যাফিলিয়েট মার্কেটিং,স্পন্সরড পোস্ট, ইউটিউব মনিটাইজেশন, নিজের পণ্য বিক্রি করা ইত্যাদি । এই প্রতিটি পদ্ধতির নিজস্ব বৈশিষ্ট্য্ এবং সুবিধা রয়েছে । এই উপায়গুলোর মাধ্যমে  ব্লগিং করে অর্থ উপার্জন করা সম্ভব। 


ব্লগ থেকে আয় করার জন্য যে প্ল্যাটফর্ম্ গুলো খুবই জনপ্রিয় বিস্তারিত : 

 

1. Google AdSense (গুগল অ্যাডসেন্স)

গুগল অ্যাডসেন্স ব্যবহার করার জন্য, প্রথমে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর, আপনার ওয়েবসাইটে প্রদর্শনের জন্য বিজ্ঞাপন ইউনিট তৈরি করতে হবে এবং সেই ইউনিটগুলির কোড আপনার ওয়েবসাইটের কোডে যোগ করতে হবে। গুগল আপনার সাইট পর্যালোচনা করবে এবং অনুমোদন করলে, আপনার সাইটে বিজ্ঞাপন প্রদর্শিত হওয়া শুরু হবে। 

কীভাবে Google AdSense (গুগল অ্যাডসেন্স) আবেদন করবেন এবং আয় করবেন  :

 

l   Google AdSense (গুগল অ্যাডসেন্স) ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে আপনার ওয়েবসাইটে নির্দিষ্ট পরিমাণ কনটেন্ট আপলোড করতে হবে ।

l   কনটেন্ট আপলোড করার পর আপনি গুগল অ্যাডসেন্স আবেদন করবেন ।

l   Google AdSense (গুগল অ্যাডসেন্স) পাওয়া জন্য আপনাকে প্রথমে গুগল অ্যাডসেন্স একটি আবেদন করতে হবে আবদেন সফল হলে তারপর আপনি অ্যাড বসাতে পারবেন ।

l   আবেদন সফল হলে এখন আপনার অ্যাকাউন্টে সেই ওযেবসাইট যোগ করুন যেখানে আপনি বিজ্ঞাপন দেখাতে চান ।

l   গুগল আপনার সাইট পর্যালোচনা করবে এবং পর্যালোচনা করার পর আপনাকে  অনুমোদন করলে আপনি আপনার সাইটে বিজ্ঞাপন প্রদর্শ্ন  শুরু করতে পারবেন  

l   আপনাকে অবশ্যয় গুগল অ্যাডসেন্স পেমেন্ট সেটিংস পূরণ করতে হবে এবং যখন আপনার আয়ের একটি নির্দিষ্ট সমিা অতিক্রম করবে, তখন গুগর আপনাকে অর্থ্ প্রদান করবে ।

 

2. Affiliate Marketing  (অ্যাফিলিয়েট মার্কেটিং) 

অ্যাফিলিয়েট মার্কেটিং হলে একটি অনলাইন আয়ের পদ্ধতি যেখানে আপনি কোনো কোম্পানি বা ব্যক্তির পণ্য বা সেবা প্রচার করেন বা পণ্যের রিভিউ লেখেন তাহলে সেই পণ্যের ক্রয় লিংক যুক্ত করে কমিশন পেতে পারেন এবং আয় করতে পারেন ।

অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই আপনার একটি ওয়েবসইট/ ইউটিউব/ ফেসবুক পেজ খুলতে হবে, আপনাকে অবশ্যই ভালো কনটেন্ট তৈরি করার দক্ষতা থাকতে হবে ,বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ভালো জ্ঞান ও ধৈর্য্ থাকতে হবে ।

 

নিচে বিভিন্ন মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করা যায় যেমন :

l   প্রথমে আপনি একটি কোম্পনির অ্যাফিলিয়েট প্রোগ্রাম যুক্ত করুন যেমন: Amazon,Daraz,ClickBank Bluehost/ Hostinger ইত্যাদি ।

l   অ্যাফিলিয়েট প্রোগ্রাম যুক্ত করার পর তারা আপনাকে একটি ইউনিক অ্যাফিলিয়েট লিংক দেবেন । সেই লিংক আপনি আপনার ওয়েবসাইটে শেয়ার করেন ।

l   এখন কেউ যদি আপনার ওয়েবসাইট থেকে আপনার লিংক ব্যবহার করে সেই পণ্যটি কিনে ফেলে তাহলে এখান থেকে আপনি একটি কমিশন পাবেন ।

l   আপনি আপনার ব্লগে বিভিন্ন পণ্যের লিংক বা ব্যানানে যুক্ত করুণ ।


3. Sponsored Posts (স্পনসরড পোস্ট)

 

স্পনসরড পোস্ট হলো একটি পেইড কনটেন্ট যেখানে কোনো ব্যক্তি বা কোম্পানি আপনার ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো প্ল্যাটফর্মে তাদের পণ্য বা সেবা প্রচার করার জন্য আপনাকে অর্থ্ প্রদান করে থাকে । আবার যখন কোনো কোম্পানি তাদের পণ্য বা সেবার প্রচারের জন্য আপনার ব্লগে একটি পোস্ট লিখতে অনুরোধ করে, তখন আপনি তাদের কাছ থেকে একটি নির্দিষ্ট ফি পান।

 কিভাবে আপনি স্পনসরড পোস্ট পাবেন এবং ব্যবহার করবেন :

  • স্পনসরড পোস্ট পাওয়া জন্য আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউবে ভালো ফলোয়ার থাকতে হবে ।
  • আপনাকে অবশ্যই ভালো কনটেন্ট তৈরি করতে জানতে হবে ।
  • আপনি আপনার ফেসবুকে কোম্পানির দেওয়া বিভিন্ন প্রোডাক্ট এর ছবি বা ক্যাপশন রিভিউ দিয়ে স্পনসরড পোস্ট করা যায় ।
  • আপনি আপনার ইউটিউবে ভিডিও মাধ্যমে আপনি প্রোডাক্ট এর রিভিউ বা প্রোমোশন করতে পারেন ।
  • আপনার ইনস্টাগ্রামে বিভিন্ন প্রোডাক্ট এর ফটো বা হ্যাশট্যাগ এর মাধ্যমে স্পনসরড পোস্ট করতে পারেন ।
  •  আপনি আপনার ব্লগে বা ওয়েবসাইটে বিভিনন আর্টিকেল বা রিভিউ লেখার মাধ্যমে আপনি বিভিন্ন প্রোডাক্ট এর স্পনসরড পোস্ট করতে পারেন ।
  • আবার অনেক কোম্পানিগুলো আপনাকে টাকা/পণ্য দিয়ে তাদের প্রোডাক্ট রিভিউ বা প্রোমোট করতে বলে।


4. Selling online courses (অনলাইন কোর্স বিক্রি)

অনলাইন কোর্স বিক্রি করে আয় করার জন্য, প্রথমে একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, তারপর সেই দক্ষতা ও জ্ঞানকে অনলাইন কোর্সে রূপান্তর করে বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি করে আয় করতে পারেন ।  

 

l   আপনি আপনার নিজের স্কিল বা জ্ঞানকে বিভিন্ন ভিডিও, পিডিএফ,লাইভ ক্লাস, বা টেক্সট আকারে ডিজিটাল কোর্স্ বানিয়ে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বিক্রি করতে পারেন ।

l   অনলাইনে কোর্স্ বিক্রি করার জন্য যে বিষয় গুলো নির্বাচন করতে পারেন যেমন : Adobe Photoshop, Adobe Illustator,Grapic Design,Freelancing,Web Design,Spoken English ইত্যাদি এই গুলো উপর ভিডিও,পিডিএফ ফাইল,লাইভ ক্লাস ই-বুক তৈরি করে টাকা আয় করতে পারেন ।

l   আপনি আপনার কোর্স্ গুলো হোস্ট করার জন্য এই প্ল্যাটফর্ম্ গুলো বেছে  নিতে পারেন যেমন: Udemy, Skilshare, Google Classroom, Teachable, Website, Facebook Page ইত্যাদি এই গুলো ব্যবহার করে আয় করতে পারেন ।

আপনি যদি কোনো বিষয়ে বিশেষজ্ঞ হন, তবে অনলাইনে কোর্স তৈরি করে আপনার ব্লগের মাধ্যমে বিক্রি করতে পারেন।কোর্সের মূল্য নির্ধারণ করার সময়, আপনার কোর্স তৈরি করতে যে পরিমাণ সময় ও অর্থ ব্যয় হয়েছে, তা বিবেচনা করুন। 


 l


 

5. YouTube Monetization (ইউটিউব মনিটাইজেশন)

 

YouTube থেকে আয় করার জন্য, আপনাকে অবশ্যই তাদের পার্টনার প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে এবং তাতে নির্বাচিত হতে হবে। এরপর, আপনার চ্যানেলে বিজ্ঞাপন দেখিয়ে এবং অন্যান্য সুযোগ (যেমন, স্পনসরশিপ, পণ্য বিক্রি, ইত্যাদি) ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারবেন। 

 ফ্রিল্যান্সিং:

আপনি যদি কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন বা অন্য কোনো ফ্রিল্যান্সিং পরিষেবা দিতে পারেন, তবে আপনার ব্লগের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন। 

 

6. Blog Earnings Dashboard (ব্লগ আয় ড্যাশবোর্ড)

আপনি আপনার ব্লগ বা আপনার ওয়েবসাইটে Blog Earnings DashBoard নামে একটি অপশন আছে সেখানে গিয়ে AdSense নামে একটি অপশন আছে সেখানে আপনি আপনার ব্লগে মনিটাইজ করে টাকা আয় করতে পারেন ।

l   প্রথমে আপনার ব্লগে বা ওয়েবসাইটে AdSense অ্যাকাউান্ট খুলতে হবে ।

l   কাজ: Blogger-এর Earnings ট্যাবে গিয়ে AdSense সংযুক্ত করা, আয় ট্র্যাক করা।

l   ভিজিটররা যখন আপনার ব্লগে বা আপনার ওয়েবসাইট দেখবে তখন সেখানে অ্যাড শো করবে এবং ভিজিটরার এই অ্যাড এ কিলিক করলে আপনি টাকা পাবেন ।  

l   আপনি আপনার ব্লগে প্রতি ১০০০ ভিউ বা প্রতি ক্লিক অনুযায়ী আপনি টাকা পাবেন ।

 

Post a Comment

0 Comments