মোবাইল দিয়ে বাংলা থেকে ইংরেজি Translate করার নিয়ম ?
মোবাইল দিয়ে বাংলা থেকে ইংরেজি Translate করার সহজ ও জনপ্রিয় মাধ্যমটি হলো Google Translate এটির মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো ভাষার Translate করতে পারবেন ।
কিভাবে মোবাইল দিয়ে বাংলা থেকে ইংরেজি Translate করবেন ?
মোবাইল দিয়ে বাংলা থেকে ইংরেজি Translate করার দুইটি সহজ পদ্ধতি রয়েছে যেমন :
1. মোবাইলে Google Translate App download করে ।
2. যেকোনো ব্রাউজারে গিয়ে Google Translate লিখে সরাসরি অনলাইনের মাধ্যমে
Translate করে নিতে পারেন ।
নিচে ছবিতে লিংঙ্ক দেওয়া আছে । আপনি ছবিতে ক্লিক করলে সাথে সাথে আপনাক (Online Google Translate/Microsoft Bing) এ নিয়ে যাবে ।

মোবাইলে Google Translate App download
করে Translate করার নিয়ম ?
1. Play Store Open :
- প্রথমে (Android/iOS) মোবাইল থেকে আপনার
Play Store ওপেন করুন ।
2. Google Translate App Download :
- এখন Play Store থেকে Google Translate
লিখে সার্চ্ করুন । এখন Google Translate নামে যে অ্যাপটি আসবে সেটি ডাউনলোড করে নিন
।
3. Source Language :
- আপনি যদি বাংলা থেকে ইংরেজি Translate
করতে চান তাহলে প্রথমে “Bengla” সিলেক্ট করুন তারপর “English” সিলেক্ট করে দিন ।
লিখা টাইপ করার বিভিন্ন পদ্ধতি গুলো কি কি ?
1. টাইপ করা :
- আপনি বাংলা সফটওয়্যার ব্যবহার মাধ্যমে
হাতে টাইপ করে লিখুন ।আপনি বাংলা লেখার সাথে সাথে নিচে ইংরেজি Translate হয়ে চলে আসেবে
।
2. সাউন্ড/মুখে বলার মাধ্যমে :
- পাশে থাকা মাইক/স্পিকার চাপ দিন এখন আপনি
বাংলায় বলতে থাকুন এবং এটি আপনাকে ইংরেজিতে Translate করে দেওয়া হবে ।
3. ক্যামেরা দিয়ে :
- ক্যামেরা আইকনে মাধ্যমে যেকোনো স্কিন,
পর্দা অথবা যেকোনো বই বা কাগজ থেকে ক্যামেরা আইকন দিয়ে ছবি তুলে আপনি সেটি
Translate করে নিতে পারেন ।
- আপনার হাতের আঙ্গুল ব্যবহার করে আর্ট্
এর মতো লিখুন এটি উপরে দেখা যাবে হুবুহু লেখার আকারে চলে আসবে ।
- এভাবে আপনি যেকোনো ভাষা লিখে
Translate করে নিতে পারবেন ।
5. File Translaor(ডকুমেন্ট বা ফাইল ট্রান্সলেইট):
- PDF/DOC/XLS/PPT বিভিন্ন Format ফাইল বা
ডকুমেন্ট এখানে Select File ক্লিক করে আপনি যেকোনো ফাইল বা ডকুমেন্ট এখান থেকে
Translate করে নিতে পারবেন ।
অনলাইনে বিভিন্ন ব্রাউজারে মাধ্যমে Translate করার নিয়ম ?
- অনলাইনে বিভিন্ন ব্রাউজারে মাধ্যমে আপনি
খুব সহজেই Translate করে নিতে পারেন ।
- যেকোনো ব্রাউজারে গিয়ে
translate.google.com লিখে সার্চ্ করুন ।
উপরে দেখানো Google Translate এর মতো
হুবুহু সবকিছু শো করবে ।


0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!