বিকাশ পিন ভুলে গেলে কি করব ?

বিকাশ থেকে আয়  || NID ছাড়া বিকাশ খুলুন || Send Money,Cash Out করার নিয়ম ||লোন কিভাবে নিবেন || Bank to bKash/bKash to bank টাকা পাঠান || PIN রিসেট করুন

  1. বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
  2. NID Card ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
  3. বিকাশ থেকে টাকা পাঠানোর নিয়ম ?
  4. বিকাশ থেকে Send Money করার নিয়ম ?
  5. বিকাশ থেকে Cash Out করার নিয়ম ?
  6. বিকাশ ATM থেকে টাকা তুলার নিয়ম ?
  7. বিকাশ থেকে ৫০০০০ হাজার টাকা লোন কীভাবে নিবেন ?
  8. বিকাশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম কিভাবে করবেন ?
  9. বিকাশ থেকে বিল পরিশোধ করার নিয়ম ?
  10. বিকাশ থেকে যেকোনো ব্যাংকে টাকা পাঠানো নিয়ম ?
  11. যেকোনো ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো নিয়ম ?
  12. ভুল নাম্বারে টাকা পাঠালে কিভাবে টাকা ফেরত আনবেন ?

বিকাশ (PIN) ভুলে গেলে কিভাবে রিসেট করবো  বা ফিরিয়ে আনবো ?  

বিকাশ পিন ভুলে গেলে আপনার ভয় পাবার কোনো কারণ নেই । আপনি নিজেই খুব সহজেই  বিকাশ PIN রিসেট করতে পারবেন । আপনি যদি বিকাশ পিন ভুলে যান তাহলে আপনি অনুমান করে বারবার পিন দেওয়ার চেষ্টা করবেন না । বারবার চেষ্টা করার ফলে আপনার অ্যাকাউন্টটি ব্লগ হয়ে যেতে পারে । যেটা আপনার জন্য বড় সমস্যা সৃষ্টি করবে । 

বিকাশ PIN রিসেট সাধারণত দুই ভাবে করা যায় । ১। বিকাশ অ্যাপ ব্যবহার করে  এবং ২। কোর্ড্ ব্যবহার করে । বিকাশ পিন রিসেট এই দুইটি পদ্ধতি বিস্তারিত ভাবে নিচে দেওয়া হলো : 

বিকাশ অ্যাপ ব্যবহার করে পিন রিসেট কিভাবে করবেন ? 

1. বিকাশ অ্যাপ যান :

প্রথমে আপনার বিকাশ অ্যাপ যান । 

2. Forgot PIN (পিন ভুলে গেছেন) ক্লিক করুন:

Forgot PIN বা পিন ভুলে গিয়েছেন এই অপশনে ক্লিক করুন । 

3. পিন রিসেট করুন:

”পিন রিসেট করুন” এই বাটনে ক্লিক করুন । এখানে একটু সময় নিবে । 

4. OTP কোর্ড :

আপনার মোবাইলে একটি OTP কোড আসবে ।Allow তে ক্লিক করুন । কোডটি অটমেটিক বসে যাবে । তারপর নিশ্চিত বাটনে ক্লিক করুন । 

5. চেহারা স্ক্যান করুন :

”চেহারা স্ক্যান করুন” এই বাটনে ক্লিক করুন । 

আপনার চেহারা বামে , ডানে , চেহারা সামনে আনে স্ক্যান করে নিন । 

6. অস্থায়ী পিন SMS :

আপনার মোবাইলে ৫ ডিজিটের একটি কোর্ড্ SMS আসবে সেটি হলো আপনার অস্থায়ী পিন ।

7. অস্থায়ী পিন দিন :

”অস্থায়ী পিন দিন” এই বাটনে ক্লিক করুন ।

আপনার SMS এ আসা কোডটি বসান । 

”নিশ্চিত করুন” বাটনে ক্লিক করুন । 

8. নতুন বিকাশ পিন লিখুন :

আপনি ৫ ডিজিটের একটি নতুন পিন নাম্বার দিন । পিন নাম্বারটি দুই বার বসাতে হবে । 

”নিশ্চিত করুন” বাটনে ক্লিক করুন । 

এখন আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুলে যাবে । আপনি এখন বিকাশে কাজ করতে পারবেন ।  

(*247#) কোর্ড্ ব্যবহার করে পিন কিভাবে রিসেট করবেন ?

1. কোর্ড ডায়াল :

প্রথমে আপনার মোবাইলে (*247#)  কোডটি  ডায়াল করুন ।

2. Reset PIN :

Reset PIN যাওয়ার জন্য নিচে 10 লিখে Send বাটনে ক্লিক করুন । 

3. bKash Registered Number :

NID/Passport/Driving License আপনি যেটি দিয়ে বিকাশ Registered করেছেন সেটি  এখানে বসান । আপনি যদি NID দিয়ে Registered করে থাকেন তাহলে সেই নাম্বারটি এখানে বসান এবং Send বাটনে ক্লিক করুন । 

4. Birth Year(YYYY) :

আপনি কত সালে জম্মগ্রহণ করেছেন সেই সালটি লিখুন NID কার্ড্ অনুযায়ী তারপর Send বাটনে ক্লিক করুন । 

5. Select a service from last 10 transactions in 90 days : 

আপনি ৯০ দিনে লাস্ট কোন লেনদেন টি করেছেন সেটি লিখতে হবে ।ধরুন আমি Mobile Recharge সিলেক্ট করলাম সেন্ড বাটনে ক্লিক করলাম । 

6. Enter Amount :

আপনি কত টাকা Mobile Recharge করেছেন সেটি বসান তারপর সেন্ড বাটনে ক্লিক করুন । 

7. New PIN SMS  :

আপনার মোবাইলে একটি পিন SMS আসবে । সেখান থেকে পিনটি সংগ্রহ করুন । 

8. MY bKash :

এখন *247# ডায়াল করুন । My bKash এর জন্য 1 লিখে সেন্ড করুন । Change PIN জন্য 1 লিখে সেন্ড বাটনে ক্লি করুন 

9. Enter Old PIN :

আপনার মোবাইলে SMS যে পিনটি এসেছিন সেটি এখানে বসান । 

10. Enter a 5 digit New PIN :

এখানে আপনি নিজের মতো করে একটি ৫ ডিজিটের একটি পিন বসান  তারপর সেন্ড ক্লিক করুন ।Confirm PIN একই PIN টি বসান ।  


Post a Comment

0 Comments