কপিরাইটিং মাসিক আয় কত ?
কপিরাইট থেকে আয় করা নির্ভর করে আপনার কাজের দক্ষতা ও কাজের ধরণএর উপর ভিত্তি করে ।আপনার লেখার মান ও পণ্য প্রচারের উপর ভিত্তি করেও আপনি আয় বাড়াতে পারবেন । সাধারণত একজন প্রোফেশনাল কপিরাইটিং ফ্রিল্যান্সিং ও বিভিন্ন কোম্পানি বা এজেন্ট এর কাজ করে প্রতি মাসে ৫০০০০-১০০০০০ লক্ষ টাকা এর উপরে আয় করতে পারেন ।
নতুন/এন্ট্রি
লেভেল
:
- নতুন একজন কপিরাইটার সাধারণত প্রতি মাসে ২০০০০-৩০০০০ টাকা ইনকাম করতে পারেন ।
- আবার আপনি যদি আন্তজার্তিক ভাবে বিভিন্ন ফ্রিল্যান্সিং
কাজ করেন তাহলে আপানি এর থেকেও ভালো টাকা আয় করতে পারবেন ।
মধ্যম/মিড
লেভেল
:
- যারা মধ্যম লেভেলে কাজ তারা প্রতি মাসে ৩০০০০-৫০০০০ টাকা আয় করতে পারবেন । নিজের কাজের
ধরন ও দক্ষতার উপর আপনার আয় আরো বৃদ্ধি হতে পারে ।
এক্সপার্ট্/প্রফেশনাল :
- ফ্রিল্যান্সিং থেকে শুরু করে যারা আন্তর্জাতিক
মার্কেটপ্লেসে বা সোশ্যাল মিডিয়া জনপ্রিয় হয়ে থাকেন তারা প্রতি মাসে ৫০০০০-১০০০০০ টাকা এর উপরেও আয় করতে পারেন ।
GKRb KwcivBUv‡ii K¨vwiqvi †Kgb n‡Z cv‡i ?
একজন কপিরাইট ক্যারিয়ার গড়ার মূল লক্ষ্য হলো বিভিন্ন পণ্য বা সেবা বিক্রি
বাড়ানো, গ্রাহকের সমস্যার সমাধান করা, এমন ভাবে লিখার বা কপিরাইট তৈরি করুন যেটা দেখে
পাঠকরা দেখে প্রভাবিত হয় এবং আপনার পণ্য বা সেবাটি কিনতে আ্গ্রহী হয় বা অ্যাকশন নিতে
বাধ্য হয় ।
বিভিন্ন ওয়েবসাইট কন্টেন্ট, ই-কমার্স্, সোশ্যাল মিডিয়া,বিভিন্ন বিজ্ঞাপন
প্রচার, এজেন্সি, ইমেইল মার্কেটিং ইত্যাদি মাধ্যমে আপনি আপনার কপিরাইট ক্যারিয়ার গড়ে তুলতে পারেন
।
একজন কপিরাইটিং চাহিদা কেমন হতে পারে তা বিস্তারিত ভাবে দেওয়া হলো :
কপিরাইট চাহিদা বৃদ্ধি :
- বিভিন্ন ওয়েবসাইট কন্টেন্ট, ই-কমার্স্, সোশ্যাল মিডিয়া,বিভিন্ন বিজ্ঞাপন প্রচার,
এজেন্সি, ইমেইল মার্কেটিং ।
- এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট/সার্ভিস বিক্রয় বৃদ্ধি করার জন্য
কপিরাইট করতে চায় । এতে করে কপিরাইটের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কপিরাইট
:
- আপনি ঘবে বসেই বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে আয় করতে পারেন যেমন:
(Freelancer,Fiverr,Upwork,PeoplePerhour, Gure)
- এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অনেক গুলো রয়েছে । আপনি চাইলে ক্লায়েন্টদের সাথে
যোগাযোগ করেও ভালো আয় করতে পারেন ।
বিভিন্ন এজেন্সিতে চাকরি :

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!