- কপিরাইটিং কি ? কপিরাইটিং কাকে বলে ?
- কপিরাইটিং কাজ কী ?একজন কপিরাইটার কি ধরনের কাজ করে থাকেন ?
- একজন কপিরাইটিং কি ধরনের জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ?
- একজন কপিরাইটিং মাসিক আয় কত ?কোথায় শিখবেন কপিরাইটিং?কপিরাইটিং ক্যারিয়ার কেমন ?
কোথায় শিখবেন কপিরাইটিং ?
আপনি অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম্ যেমন Udemy বা Coursera, ইউটিউবে মাধ্যমে আপনি কপিরাইটিং শিখতে পারবেন ।এছাড়াও আপনি চাইলে বিনামূল্যে অনলাইনে বিভিন্ন ফ্রি কোর্স্, ফেসবুক গ্রুপে, আন্তজার্তিক বিভিন্ন প্ল্যাটফর্ম্, ফ্রিল্যান্সিং, বিভিন্ন কপিরাইটিং বই পড়া বা ই-বুক ব্যবহার করে ইত্যাদি থেকে আপনি খুব সহজেই কপিরাইটিং এর কাজ শিখে নিতে পারেন ।
ফ্রি অনলাইন কোর্স :
- অনলাইনে ফ্রি বিভিন্ন কপিরাইটিং কোর্স রয়েছে আপনি চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন । Udemy বা Coursera আপনি চাইলে এগুলো থেকে কপিরাইট কোর্সটি করে নিতে পারেন ।
ইউটিউব বা সোশ্যাল মিডিয়া :
- বাংলাদেশে বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে বাংলায় কপিরাইট কিভাবে শিখবেন সেই সম্পর্কে বিভিন্ন ভিডিও রয়েছে আপনি সেখান থেকে কপিরাইট এর কাজ শিখতে পারবেন ।
ব্লগ ও ওয়েবসাইট :

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!