English to Bangla অনুবাদ কিভাবে করব ?

Ban-Eng/Eng-Ban অনুবাদ || মোবাইল দিয়ে Bangla to English অনুবাদ করার নিয়ম || Google Translate করার নিয়ম || কম্পিউটার দিয়ে যেকোনো ভাষা অনুবাদ করার নিয়ম

  1. মোবাইলে দিয়ে Bangla to English অনুবাদ করার নিয়ম ?
  2. মোবাইল দিয়ে English to Bangla Translate করার নিয়ম ?

কম্পিউটার দিয়ে (Ban to Eng/Eng to Ban)অনুবাদ করার নিয়ম ? 

কম্পিউটার দিয়ে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি এছাড়াও আপনার নিজের ভাষা দিয়ে বিভিন্ন ভাষায় রূপান্তর করে নিতে পারেন খুব সহজেই । 

  • প্রথমে আপনার কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন  যেমন :(Chrome/Edge/Firefox/OperaMini) 
  • ব্রাউজার সার্চ্ বারে লিখুন (Google Translate/translate.google.com) এখন আপনি সরাসরি অনলাইনে মাধ্যমে Translate করার জন্য একটি পেইজ ওপেন হবে । 
  • আপনি যদি ইংরেজি থেকে বাংলা translate করতে চান তাহলে বাম পাশে English ভাষা সিলেক্ট করুন । 
  • আপনি যে ভাষায় Convert করবেন সেটি ডানপাশে লিখুন যেমন : বাংলা, আরবি,হিন্দি এবং আরো অন্যান্য ভাষা সিলেক্ট করুন । 
  • আপনি ইংরেজি টাইপ করার সাথে সাথে পাশে বাংলায় অটমেটিক কনভার্ট্ হয়ে আসবে । 
  • আপনি চাইলে এখান থেকে কপি-পোস্ট করতে পারবেন । 
আপনি সরাসরি ছবিতে ক্লিক করলে Google Translate চলে আসতে পারেন । নিচে Translate করার দুইটি টুলস দেওয়া হলো : 




Google Translate করার জন্য কোন টুলস গুলো ব্যবহার করবেন ? 

আপনি এক ভাষা থেকে অন্য ভাষায় (Translate/Convert) করার জন্য এই টুলস গুলো ব্যবহার করতে পারেন । 

নিচে টুলস গুলো লিংঙ্ক দেওয়া হলো : 

Google Translate: https://translate.google.com

Microsoft Translator : Microsoft Bing 


Google Translate প্রতিটি অপশনের কাজ গুলো কি ?

Text : 

  • এটি আপনার কিবোর্ড্ এর মাধ্যমে টাইপ করে লিখতে হবে । 
  • আপনি এখান থেকে বাংলা, ইংরেজি, আরবি যেকোনো ভাষায় টাইপ করে লিখতে পারেন । 

Images :

  • যেকোনো ইমেইজ বা ছবি থেকে Translate করার জন্য এটি ব্যবহার করা হয় ।
  • আপনার ইমেইজ বা ছবি আনার জন্য Image আইকনে ক্লিক করুন । 
  • Browse your file ক্লিক করুন এখন যে ছবিটি আপনি Translate করবেন সেটি সিলেক্ট করুন । 
  • Paste from Clipboard আপনি যেকোনো জায়গা থেকে ছবি কপি করে এখানে পেস্ট করেও আনতে পারেন । 

Document :

  • আপনি এখান থেকে একাধিক যেকোনো ডকুমেন্ট এনে translate করে নিতে পারেন । 

Websites : 

  • আপনার যেকোনো ওয়েবসাইটে ঠিকানাটি এখানে লিখে আপনি যেকোনো ভাষায় Convert করে নিতে পারেন । 
  • ধরুন আমার বাংলা একটি ওয়েবসাইট আছে (easycomputerbd.blogspot.com) আমার এই বাংলা ওয়েবসাইটটি যদি আরবি/ইংরেজিতে Convert করতে চাই তাহলে এখানে আপনার ওয়েবসাইটটি লিখে Enter করুন সাথে সাথে আপনার ওয়েবসাইটটি Convert হয়ে যাবে । 


Post a Comment

0 Comments