সিভি লেখার নিয়ম ?

সিভি কি || সিভি লেখার নিয়ম || চাকরি জন্য সিভি কীভাবে তৈরি করবেন || ইমেইলে মাধ্যমে সিভি পাঠানোর নিয়ম || চাকরি জন্য কিভাবে সিভি পাঠাতে হয় ||
  1. চাকরি জন্য প্রোফেশনাল সিভি কিভাবে তৈরি করবেন?
  2. ইমেইল মাধ্যমে সিভি কিভাবে পাঠাতে হয় ?
  3. সিভি লেখার সাধারণ নিয়ম ? সিভিতে কিভাবে ভালো করবেন ? 

সিভি কী ?

সিভি (Curriculum Vitae) একজন ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতা ও অভিজ্ঞতা, প্রশিক্ষণ/সার্টিফিকেট যদি থাকে, ক্যারিয়ার অবজেক্টিভ, ব্যক্তিগত তথ্য,রেফারেন্স যদি থাকে,ইত্যাদি সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো সিভি

সিভি হলো এমন একটি কাগজ বা ডকুমেন্ট যা  আপনার যেকোনো চাকরি জন্য আবেদন করার সময় নিযোগকর্তার কাছে আপনার যোগ্যতা তুলে ধরা হলো সিভি এটি সাধারণত ২-৩ পাতার মধ্যে সীমাবদ্ধ থাকতে হয় চাকরি জন্য সিভি সাধারণত ইংরেজিতেই লিখতে হয় । চাকরি প্রস্ততির একটি গুরুত্বরপূর্ণ্য ধাপ হলো ভালে সিভি তৈরি করা । এমন একটি সিভি তৈরি করুন যা নিয়োগদাতাদের নজর কাড়ে । 

সিভিতে কি কি থাকা উচিত ?

  • উপরে একটি শিরোনাম লিখুন (Enter a title Above)
  • ব্যক্তিগত প্রোফাইল(Personal profile)
  • ক্যারিয়ারের উদ্দেশ্য (eareer objective)
  • শিক্ষাগত যোগ্যতা (Educational qualification)
  • ব্যক্তিগত তথ্য (Personal information)
  • দক্ষতা(Skills)
  • কাজের অভিজ্ঞতা(Work Experience)
  • সার্টিফিকেট ও প্রশিক্ষণ (Certifications & Training)
  • রেফারেন্স (Reference)
  • তারিখ ও স্বাক্ষর (Date and signature)

Post a Comment

0 Comments