- চাকরি জন্য প্রোফেশনাল সিভি কিভাবে তৈরি করবেন?
- ইমেইল মাধ্যমে সিভি কিভাবে পাঠাতে হয় ?
- সিভি লেখার সাধারণ নিয়ম ? সিভিতে কিভাবে ভালো করবেন ?
সিভি
(Curriculum Vitae) একজন ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা,
কাজের দক্ষতা ও অভিজ্ঞতা, প্রশিক্ষণ/সার্টিফিকেট
যদি থাকে, ক্যারিয়ার অবজেক্টিভ,
ব্যক্তিগত তথ্য,রেফারেন্স
যদি থাকে,ইত্যাদি সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো
সিভি ।
সিভি হলো এমন একটি কাগজ বা ডকুমেন্ট যা আপনার যেকোনো চাকরি জন্য আবেদন করার সময় নিযোগকর্তার কাছে আপনার যোগ্যতা তুলে ধরা হলো সিভি । এটি সাধারণত ২-৩ পাতার মধ্যে সীমাবদ্ধ থাকতে হয় । চাকরি জন্য সিভি সাধারণত ইংরেজিতেই লিখতে হয় । চাকরি প্রস্ততির একটি গুরুত্বরপূর্ণ্য ধাপ হলো ভালে সিভি তৈরি করা । এমন একটি সিভি তৈরি করুন যা নিয়োগদাতাদের নজর কাড়ে ।
সিভিতে
কি কি থাকা উচিত ?

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!