Google Ads & SEO জন্য ১০০% কার্য্করী (Blogger All Settings )
- ব্লগিং কি ? কিভাবে ব্লগিং শুরু করবেন ?
- ব্লগে একাউন্ট খোলার নিয়ম/কীভাবে ব্লগ একাউন্ট খোলতে হয় ?
- ব্লগ পোস্ট করার নিয়ম/কীভাবে ব্লগ পোস্ট করা হয় ?
- ব্লগ থেকে কীভাবে আয় করা যায় ?
- ব্লগার layout Settings(Page,Social Top,Logo,Google Ads,Main Menu,Main Slide,Footer Section)
- ব্লগার প্রোফাইল তৈরি করুন খুব সহজেই ?
- ফ্রী ব্লগার Theme Download & Install কিভাবে করবেন ?
- ব্লগারে ভিজিটর পাওয়ার সহজ উপায় / ব্লগে Ranking বাড়ানো উপায় / সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আনার উপায় ।
- 100% Google Adsense Approvel পাওয়ার সহজ উপায় ?
- পাবলিশ করা পোস্ট Google Search না আসার কারণ এবং এর সঠিক সমাধান কী ?
সঠিক ভাবে ব্লগার Settings করতে পারলে আপনার Google Ads Approved পাওয়া সম্ভবনা অনেক বেশি থাকে আবার এই সেটিং এর মাধ্যমে আপনার ব্লগের কার্য্কারিতা, নিরাপত্তা, SEO এবং ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করে । এখানে প্রতিটি অপশন খুবই গুরুত্বপর্ণ্য । এখানে প্রতিটি অপশন বিস্তারিত নিচে দেওয়া হল ।
1. Title
আপনার ব্লগে একটি নাম বা শিরোনাম লিখুন যেমন আমার ব্লগে নাম দিলাম Easy Computer BD এভাবে আপনি একটি ব্লগে নাম দেন । এটি আপনার ব্লগে সার্চ্ ইঞ্জিনে এবং ব্লগের হেডারে দেখাবে ।
2. Description
এখানে আপনার ব্লগের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ যোগ করতে হবে । এখানে আপনি কী শিখাতে চান বা কি লিখতে চান বা কোন বিষয়ে লিখতে চান তা বিস্তারিত এখানে তুলে ধরতে হবে যেমন আমি আমার নিজের ব্লগের একটি Description নিচে তুলে ধরলাম ।
About Me:
Hello! I'm Mohammad Rifat Uddin, known online as Easy Computer BD. With over 8 years of professional experience in computer applications and digital services, I offer comprehensive solutions for all your office productivity, design, and content needs
Core Competencies:
🖥️ Office & Productivity Expertise:
1.Microsoft Office 2007-2021
2. Adobe Photoshop and Adobe Illustrator
3. Microsoft Office Online, Canva,Google Docs,
4. Online Income Platform
5.Blogger website,Data entry
3. Blog language and Adult Content
ব্লগের ভাষা নির্ধারণ করুন যেমন : বাংলা, ইংরেজী । Adult Content হলো আপনি যদি প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু পোস্ট করেন তাহলে Enable করেন ।
4. Google analytics Measurement Id
Google Analytics Measurement ID হলো একটি বিশেষ কোড যা আপনার ওয়েবসাইটকে Google Analytics-এর সাথে সংযুক্ত করে, যাতে আপনি ভিজিটরদের আচরণ, কার্যকলাপ এবং ওয়েবসাইটের পারফরম্যান্স বিশ্লেষণ করতে পারেন। এটি আপনি না দিলেই চলবে ।
5. Favicon
এটির কাজ হলো আপনি আপনার ব্রাউজারে ব্লগের আইকন দেখানোর জন্য এটি ব্যবহার করা হয় এখানে আপনি যে ছবিটি দিবেন সেটির নির্দিষ্ট সাইজ হচ্ছে (512*512 Px) এই সাইজ নিয়ে আপনি আপলোড করতে পারেন ।
6. Privacy
Visible to search engines এটি খুবই গুরুত্বপর্ণ্য আপনার ব্লগে সার্চ্ করার জন্য এটি ব্যবহার করা হয় এটি অবশ্যই On থাকতে হবে ।
7. Publishing
Blog Address : এখানে আপনার ব্লগের যে URL টি আছে সেটি এখানে দিতে হবে যেমন আমার URL (easycomputerbd.blogspot.com)
8. Custom Domain
নিজের কিনে নেওয়া ডোমেইন এখানে যুক্ত করা যায় এটি অবশ্যই ফ্রীতে থাকে না এটি আপনাকে Google থেকে কিনে নিতে হবে এই ডোমেইনটি কিনতে হলে আপনাকে 1000-1500 টাকা খরচ করতে হবে যেমন আমার ডোমেইনটি হলো (www.easycomputerbd.com) আপনি এটি কিনার পর Custom Domain গিয়ে save করে দিতে হবে ।
9. HTTPS/HTTPS redirect
এটি কাজ হলো আপনার ব্লগকে নিরাপদ সংযোগের জন্য HTTPS এই অপশনটি অবশ্যই চালু রাখতে হবে ।
10. Permissions
Blog admins and authors : এখানে আপনি আপনার ব্লগে অন্য লেখকদের এখানে যুক্ত করতে পারবেন ।
Invite More Authors : অন্যদের Author হিসেবে আমন্ত্রণ জানানো য়ায় ।
Blog Readers : আপনার ব্লগটি Public থাকবে না Private থাকবে তা নির্ধারণ করতে পারবেন । আপনি অবশ্যই Public রাখবেন ।
11. Posts
Max Posts Shown on Main Page : আপনার ব্লগের হোম পেইজে কতটি পোস্ট শো করাতে চান আপনি নিজের মতো এখানে সংখা্ দিতে পারেন ।
Image Lightbox : এটির কাজ হলো আপনার পোস্ট করা ছবিতে ক্লিক করলে আপনার ব্লগ সাইটটি বড় করে দেখানো হয় এটি অবশ্যই On করে রাখতে হবে ।
Showcase Images with Lightbox : লাইটবক্স স্টাইলের গ্যালারি অপশন এটি On করে রাখবেন ।
12. Comments
- Comment Location : Blogger Comment Location হচ্ছে ব্লগের পোস্টে Comment করার জায়গাটি কোথায় এবং কীভাবে প্রদর্শিত হবে তা নির্ধারণ করার একটি সেটিংস অপশন নিচে প্রতিটি অপশনে কাজ বিস্তারিত দেওয়া হল :
- Embedded : মন্তব্য বক্সটি পোস্টের নিচে সরাসরি দেখাবে এটি সবচেয়ে জনপ্রিয় এবং ইউজার ফ্রেন্ডলি অপশন
- Full Page : মন্তব্য করার জন্য একটি নতুন পূর্ণ্ পৃষ্ঠা খুলবে । পোস্ট থেকে আলাদা পেইজে গিয়ে কমেন্ট করতে হয় ।
- Popup Window : একটি পপআপ ছোট উইন্ডোতে মন্তব্য বক্স খুলবে । পোস্ট পেইজ খোলা থাকবে ।
- Hide ; মন্তব্য বক্স সম্পূর্ণ্ বন্ধ থাকবে কেউ মন্তব্য করতে পারবে না ।
Who can Comment :
এটির কাজ হলো কে মন্তব্য করতে পারবে আর কে মন্তব্য করতে পারবে না তা নির্ধারণ করে দিতে হবে যেমন :
- Anyone(including anonymous) : এটির কাজ হলো এখানে সবাই মন্তব্য করতে পারবে । এতে সহজেই কমেন্ট পাওয়া যায় । তবে এখানে স্প্যাম মন্তব্য হওয়ার ঝুঁকি বেশি থাকে ।
- Users With Google Accounts : এখানে শুধুমাত্র তারাই Comment করতে পারবে যাদের Google Account রয়েছে । এখানে অ্যনোনিমাস কমেন্ট বন্ধ থাকবে ।
- Only members of this blog : যারা আপনার ব্লগের লেখক বা সদস্য শুধুমাত্র তারাই এখানে Comment করতে পারবে । এটি খুব সীমাবদ্ধ এবং সাধারণ পাঠকরা মন্তব্য করতে পারবে না ।
- Comment Moderation : মন্তব্য প্রকাশের আগে অনুমোদন লাগবে কিনা ।
- Email Moderation Requests to : কোন ইমেইলে নোটিফিকেশন যাবে নতুন মন্বব্য আসলে ।
- Show word Verification : মন্বব্য করার সময়ে ভেরিফিকেশন ক্যাপচা দিতে হবে কিনা ।
13. Email
- Post using Email : নির্দিষ্ট ইমেইল ঠিকানা থেকে পোস্ট করতে পারবেন ।
- Comment notification Email : মন্তব্য এলে ইমেইল নোটিফিকেশন পাবেন ।
14. Formatting
- Time Zone : আপনার দেশ অনুযায়ী সময় নির্ধারণ করুন বাংলাদেশ টাইম GMT+6
- Date Heaer Format : আপনার পোস্টের তারিখ কোন ফরম্যাটে দেখাবে তা এখানে নির্ধারণ করে দিতে পারেন ।
- Timestamp Format : এখানে আপনার সময়ের ধরন নির্ধারণ করে দিতে পারেন ।
- Comment Timestamp Format : কমেন্ট করার সময় টাইম কোন ভাবে দেখাবে তা এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন ।
15. Meta Description
- Meta Description হলো একটি সংক্ষিপ্ত বিবরণ যা আপনার ওয়েবসাইট বা ব্লগ পোস্টের মূল বিষয়টি সার্চ্ ইঞ্জিন ও ভিজিটরদের বুঝিয়ে দেয় ।
- সাধারণত এটি 150 অক্ষরের মধ্যে লিখতে হয় ।
- Google বা অন্য সার্চ্ ইঞ্জিনে যখন কেউ আপনার বিষয় বা কীওয়ার্ড্ সার্চ্ করে তখন আপনার পেজের নিচে এই Meta Description দেখা যায় । এটা ভিজিটরদের আপনার পেজ সম্পর্কে ধারণা দেয় ।
- আকষণীয় ও প্রাসঙ্গিক Meta Description হলে ব্যবহারকারীরা সহজে ক্লিক করতে উৎসাহিত হয় , ফলে আপনর সাইটে ভিজিট বেড়ে যায় ।
- ফেসবুক, টুইটার লিঙ্কডইন ইত্যাদি প্ল্যাটফর্মে লিংক শেয়ার করার সময় Meta Description প্রিভিউ হিসেবে প্রদর্শিত হয় ।
16. Crawlers and indexing :
Enable custom robots. txt : এটি খুবই গুরুত্বপর্ণ্য একটি কাজ । এটি আপনার সার্চ্ ইঞ্জিন নিয়্ন্ত্রণ করে , SEO উন্নয়ন করে আপনার পোস্ট গুলোকে ভালো Ranking আনার জন্য এটি কাজ করে থাকে ।
খুব সহজেই আপনি আপনার ব্লগে Custom robots txt দিবেন :
প্রথমে যেকোনো একটি ব্রাউজারে গিয়ে লিখতে হবে Enable custom robots txt এটি সার্চ্ করার পর Free custom robots txt নামে একটি ওয়েবসাইট আসবে সেখানে কিলিক করুন এখন Enter website Link এই ঘরে আপনার ব্লগে URL টি দেন যেমন আবার URL হচ্ছে (easycomputer.blogstop.com) আপনার টা আপনি এখানে বসাবেন । এখন Generate Click করুন এখন নিচে এই রকম একটি কোড আসবে সেটি কপি করে আপনার robots txt বসাতে হবে ।
User-agent: *
Disallow: /search
Disallow: /category/
Disallow: /tag/
Allow: /
Sitemap: https://easycomputerbd.blogspot.com/sitemap.xml
Sitemap: https://easycomputerbd.blogspot.com/sitemap-pages.xml
Enable custom robots header tags : এখানে আপনাকে অন করে দিতে হবে ।
Home page tags : এখানে গিয়ে Noindex,Noodp অন করে দিয়ে সেভ করে দিবেন
Archive and search page tags : এখানেও গিয়ে একই কাজ টি করবেন Noindex,Noodp অন করে সেভ করে দিবেন ।
Post and page tags : এটিতে ও আপনি একই কাজটি করে দিবেন ।
17. Google Search console
Google Search Console হলো Google-এর একটি ফ্রি টুল, যা ওয়েবসাইট মালিকদের তাদের সাইটের সার্চ পারফরম্যান্স, ইনডেক্সিং, এবং SEO উন্নত করতে সাহায্য করে ।
1. Google Search Console এটি আপনার ওয়েবসাইটে কোন কীওয়ার্ডে গুগলে Ranking করছে কতবার দেখা যাচ্ছে, কতজন ক্লিক করছে সব বিশ্লেষণ করা যায় খুব সহজেই ।
2. আপনার নির্দিষ্ট পেজ গুগলে ইনডেক্স হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা তা চেক করা যায়।
3. আবার আপনার ওয়েবসাইটে কোন পেজ ইনডেক্স হয়েছে, কোন পেজে সমস্যা আছে—এসব রিপোর্ট পাওয়া যায়।
4. আপনার ওয়েবসাইটটি মোবাইলে ঠিকভাবে কাজ করছে কিনা তা বিশ্লেষণ করা যায়।
কীভাবে আপনি একটি প্রফেশনাল ডোমেইন কিনবেন :
বাংলাদেশের জনপ্রিয় ডোমেইন রেজিষ্ট্রার গুলো হল : IT Nut Hosting , XeonBD,Alpha Net এগুলো থেকে আপনি কম দামে ডোমেইন কিনে নিতে পারেন ।
আবার আন্তর্জাতিকভাবে জনপ্রিয় ডোমেইন নাম গুলো হল : Namecheap, GoDaddy,এগুলো থেকে আপনি ডলার এর মাধ্যমে কিনে নিতে পারেন ।
18. Monetization
মানিটাইজেশন বলতে আপনি আপনার ওয়েবসাইট থেকে কিভাবে টাকা আয় করবেন এর সকল প্রক্রিয়াকে বোঝায় । আরো ভালো ভাবে বলতে গেলে আপনার ওয়েবসাইট,ব্লগ, ইউটিউব চ্যানেল, অ্যাপ, বা অন্য ডিজিটাল প্ল্যাটফর্ম্ থেকে টাকা উপার্জ্ন করা উপায় । আপনার অর্থ্ উপার্জ্ন জন্য বিভিন্ন প্রক্রিয়া গুলো হলো : Google AdSense, অ্যাফিলিয়েট মার্কেটিং, ,অ্যাপ, কোনো ডিজিটাল কনটেন্ট, স্পন্সরশিপ ও ব্র্যান্ড ডিল, প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি, সাবসিক্রপশন থেকে টাকা আয় করার পদ্ধতি ।
19. Manage Blog
Manage Blog বলতে Blogger বা অন্য ব্লগিং প্ল্যাটফর্মে ব্লগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পরিচালনার প্রক্রিয়া বোঝায়। এটি এমন একটি ফিচার বা অপশন যেখানে আপনি আপনার ব্লগের বিভিন্ন দিক—যেমন পোস্ট, পেজ, থিম, সেটিংস, কমেন্ট, SEO, এবং পারমিশন—পরিচালনা করতে পারেন।
20. General
আপনার ব্লগ সাইটে কীভাবে আপনার কীভাবে আপনার প্রাফাইল তৈরি করবেন এবং কীভাবে সেটি দেখাবে তা এখান থেকে করা যায় । কীভাবে একটি প্রফেশনাল ব্লগ প্রাফাইল তৈরি করবেন তা নিচে লিংকে কিলিক করুন
Profile তৈরি করার নিয়ম: https://easycomputerbd.blogspot.com/2025/08/blog-post_6.html

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!