পাবলিশ করা পোস্ট গুগলে সঠিকভাবে না আসার কারণ কী ?
- ব্লগিং কি ? কিভাবে ব্লগিং শুরু করবেন ?
- ব্লগে একাউন্ট খোলার নিয়ম/কীভাবে ব্লগ একাউন্ট খোলতে হয় ?
- ব্লগ পোস্ট করার নিয়ম/কীভাবে ব্লগ পোস্ট করা হয় ?
- ব্লগ থেকে কীভাবে আয় করা যায় ?
- ব্লগার layout Settings(Page,Social Top,Logo,Google Ads,Main Menu,Main Slide,Footer Section)
- ব্লগার প্রোফাইল তৈরি করুন খুব সহজেই ?
- ব্লগারে Google Ads & SEO জন্য ১০০% গুরুত্বপর্ণ্য Blogger Settings সকল কাজ এক সাথে ?
- ফ্রী ব্লগার Theme Download & Install কিভাবে করবেন ?
- ব্লগারে ভিজিটর পাওয়ার সহজ উপায় / ব্লগে Ranking বাড়ানো উপায় / সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আনার উপায় ।
- 100% Google Adsense Approvel পাওয়ার সহজ উপায় ?
আপনি যদি সঠিক ভাবে পোস্ট না করেন তাহলে
আপনার সকল পারিশ্রমিক কাজ গুলো ব্যর্থ্ যাবে । কীভাবে আপনি আপনার কন্টেন্ট গুলো সঠিকভাবে
পোস্ট করবেন তা সকল সমস্যা সমাধান নিচে দেওয়া হলো :
ইনডেক্সিং সমস্যা সমাধান (Indexing Problem Solving)
1. প্রথমে
Google বট আপনার পোস্টগুলো এখনও Crawl বা ইনডেক্স করেনি মানে হল Google ক্রল করে ডাটবেজে
রাখেনি ।
2. আপনার
ব্লগ ওয়েবসাইটটি যদি নতুন হয় তাহলে এই ধরনের সমস্যা গুলো বেশিই হয়ে থাকে । তাই ধর্য্য্
ধরতে হবে Google আপনার পোস্ট গুলো খুঁজে পেতে সময় নিতে পারে ।
সমাধান :
1. Blogger
Settings থেকে Google Search Console গিয়ে আপনার URL Inspection দিয়ে পোস্টের URL সাবমিট
করুন যেমন : (easycomputerbd.com)
2. আপনার
ব্লগে নিয়মিত পোস্ট করুন এবং Google Search Console এ Sitemap সাবমিট করে রাখুন ।
ডুপ্লিকেট
কনটেন্ট সমস্যা সমাধান :
1.
আপনার
পোস্টে যদি কোন কপি করা কনটেন্ট থাকে তাহলে Google তা সাপোর্ট্ করে না ।
2.
কপি
করা কনটেন্ট আপনার ইনডেক্স থেকে বাদ দিয়ে দেয় ।
সমাধান
:
1.
কোনো
কাছ থেকে কনটেন্ট কপি না করে নিজের ভাষায় লিখার চেষ্টা করুন এতে ধীরে ধীরে আপনি কনটেন্ট
লেখা অনেক দক্ষ হয়ে উঠবেন ।
2.
ChartGPT,
DeepShark, এগুলোর মধ্যে থেকে আপনি আপনার কনটেন্ট এর জন্য ধারণা নিয়ে নিজেই লেখার চেষ্টা
করুন ।
3. গুগল
সার্চ কনসোলে (search.google.com/search-console) গিয়ে URL ইনস্পেক্ট টুল ব্যবহার করে
ম্যানুয়ালি ইনডেক্সিং রিকোয়েস্ট করুন।
Robots.txt, সমস্যা সমাধান :
1.
Robots.txt এ আপনার লেবেল
ক্যাটেগরি বা পোস্ট URL ভুল করে ব্লক করে থাকলে গুগল ইডেক্স করতে পারবে না ।
Robots.txt সঠিক ভাবে কনফিগার করার চেষ্টা করুন আপনার গুরুত্বপূর্ণ্ পেজ গুলো ব্লক
করবেন না ।
সমাধান
:
1.
সঠিক
ভাবে দিতে নিচে এগুলো কপি করে আপনার Robots.txt পেস্ট করুন ।
User-agent:
*
Disallow:
/search
Allow:
/
Sitemap:
https://yourblog.blogspot.com/sitemap.xml
1. আপনি
যদি আপনার ব্লগে Noindex ট্যাগটি ব্যবহার করেন বা Robots.txt ফাইলে গুগলবটকে ব্লক করেন,
তাহলে আপনার পেইজটি ইনডেক্স হবে না ।
2. Google
আপনার পেইজকে ক্রল করে কিন্তু ইনডেক্স না করে তাহলে সেটি সার্চএ আসবে না ।
সমাধান
:
1. আপনার
ব্লগ সাইটে XML Sitemap তৈরি করুন যাতে Google জানতে পারে আপনার কোন কোন পেজ ইডেক্স
করতে হবে এবং আপনার Search Console এ গিয়ে Sitemap এ সাবমিট করুন ।
Low
Quality Context সমস্যা সমাধান :
1. আপনার
ব্লগে একই কনটেন্ট টাইটেল বা হেডিং বারবার ব্যবহার করা, এক লিখা বারবার কপি পেস্ট করে
পুনরাবৃত্তিমুলক কনটেন্ট লিকা এবং আপনার সঠিক Meta Description না থাকা ।
2. যদি
আপনার ব্লগের কনটেন্ট ইউনিক না হয় বা খুব কম তথ্য থাকে তাহলে গুগল সেটিকে ইনডেক্স করতে
চায় না ।
সমাধান
:
1. আপনার
প্রতিটি পোস্টে নতুন তথ্যগুলো আপনার হেডিং এবং সাবহেডিং এ ব্যবহার করুন ।
2. আপনার
কনটেন্টকে আকর্ষ্ণীয় করে তোলার জন্য বিভিন্ন চিত্র, ভিডিও, মিডিয়া যুক্ত করুন ।
লোডিং স্পিড ও টেকনিক্যাল সমস্যা সমাধান :
1. আপনার
ব্লগ সাইটটি যদি ধীর গতির সম্পর্ণ্য এবং লোডিং এরর সমস্যা থাকলে গুগল আপনার সাইটটি
সঠিকভাবে ক্রল করতে পারে না ।
2. আপনার
সাইটে লোডিং স্পিড কম হওয়ার কারণ হচ্ছে বড় সাইজের ছবি ব্যবহার, বেশি উইজেট ও বিজ্ঞাপন,
কেস সিস্টেম না থাকা ।
সমাধান
:
1. আপনার
Google Pagespeed insights দিয়ে টেস্ট করুন এবং স্পিড অপটিমাইজ করুন ।
2. আপনার সাইটে অবশ্যই যেকোনো ছবি দিতে চাইলে ছোট আকাঁরে দিতে হবে এবং ছবিটি JPEG ফরম্যাট করে দিতে হবে ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!