ফেসবুক একাউন্ট কিভাবে খুলবেন (How to open Facebook account)
- ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করবেন 2025 ?
- ফেসবুক পেজ কিভাবে খুলবেন এবং এর থেকে কিভাবে টাকা আয় করবেন ?
- Facebook Verification কিভাবে করবেন এবং Verification Form কিভাবে পূরণ করবেন ?
- Facebook Page Settings এবং ফেসবুক মনিটাইজেশনের জন্য ১০০% কার্যকরী ?
- ফেসবুক একাউন্ট ডিলিট কিভাবে করবেন এবং Password কিভাবে পরিবর্তন করবেন ?
- Facebook Live কিভাবে করবেন ? Facebook Live করে কিভাবে টাকা আয় করবেন ?
- ফেসবুক পেজ থেকে কিভাবে খুব সহজে ডলার /টাকা উত্তোলন করবেন ?
- মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে পেমেন্ট (Payment) সেটআপ করবেন ?
- ফেসবুক থেকে টাকা তোলার সহজ মাধ্যম Payoneer Account, এই একাউন্টটি কিভাবে খুলবেন ?
- ফেসবুক পেজে মনিটাইজেশন (Monetization) পাওয়ার উপায় ১০০% কার্যকারী ?
- Mobile & Computer দিয়ে মনিটাইজেশন পেয়েছেন কিনা চেক করুন খুব সহজেই ?
- এই ফর্মটি পূরণ করলে আপনি Facebook,YouTube,Freelancer,Upwork, Fiverr, TikTok থেকে মার্কিন (Tex) কমিয়ে বেশি টাকা আয় করতে পারবেন ।
- মার্কিন (Tex) কমানো জন্য W-8BEN ফর্মটি পূরণ করুন 100 % জরুরী ?
কম্পিউটার থেকে Facebook
Account খুলতে
হলে আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজারে গিয়ে এই লিংঙ্কটি টাইপ করে ফেসবুক ওয়েবসাইটে
যেতে হবে www.facebook.com ।
মোবাইল থেকে ফেসবুক একাউন্ট তৈরি নিয়ম :
Mobile থেকে ফেসবুক একাউন্ট খুলতে হলে আপনাকে Play store গিয়ে Facebook App Download করে Install করতে হবে তারপর Facebook Account টি খুলতে হবে ।
Create
New Account Click :
নতুন
একাউন্ট খুলতে হলে আপনাকে Create New Account এ কিলিক করতে হবে ।
Full Name :
আপনি
আপনার আসল পুরো নামটি ব্যবহার করুন । আপনার এই নামটি পরবর্তীতে আপনার ভেরিফেকেশন
জন্য কাজে লাগবে ।
Password :
আপনার
ফেসবুকে একটি শক্তিশাল পাসওয়ার্ড্ ব্যবহার করুন এবং এটি যাতে হারিয়ে না যায় সেজন্য
কোথাও লিখে রাখুন ।
৮
ডিজিটের একটি পাসওয়ার্ড্ ব্যবহার করুন যেমন : Rifat@21
Data & Birth/Gender :
আপনি আপনার জম্ম তারিখ যেমন : দিন-মাস-বছর সিলেক্ট করে দিন তারপর আপনার লিঙ্গটি সিলেক্ট করে দিন ।
Verification Code Use :
আপনার
ফেসবুকে ভেরিফেকেশন সম্পন্ন করা জন্য আপনার মোবাইল নাম্বার অথবা আপনার সচল ইমেইল ঠিকানাটি
এখানে বসাতে হবে আপনার একটি OTP Code আসবে সেটি এখানে বসাতে
হবে ।
Verification সম্পূর্ন্য
হওয়ার পর আপনার একাউন্টটি খোলা সম্পূর্ন্য হয়ে যাবে ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!