Facebook Page Settings প্রতিটি অপশনের কাজ || ফেসবুক মনিটাইজেশন পেতে ১০০% কার্যকারী ?
- ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করবেন 2025 ?
- ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ? ফেসবুক একাউন্ট খুলে কিভাবে টাকা আয় করবেন ?
- ফেসবুক পেজ কিভাবে খুলবেন এবং এর থেকে কিভাবে টাকা আয় করবেন ?
- Facebook Verification কিভাবে করবেন এবং Verification Form কিভাবে পূরণ করবেন ?
- ফেসবুক একাউন্ট ডিলিট কিভাবে করবেন এবং Password কিভাবে পরিবর্তন করবেন ?
- Facebook Live কিভাবে করবেন ? Facebook Live করে কিভাবে টাকা আয় করবেন ?
- ফেসবুক পেজ থেকে কিভাবে খুব সহজে ডলার /টাকা উত্তোলন করবেন ?
- মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে পেমেন্ট (Payment) সেটআপ করবেন ?
- ফেসবুক থেকে টাকা তোলার সহজ মাধ্যম Payoneer Account, এই একাউন্টটি কিভাবে খুলবেন ?
- ফেসবুক পেজে মনিটাইজেশন (Monetization) পাওয়ার উপায় ১০০% কার্যকারী ?
- Mobile & Computer দিয়ে মনিটাইজেশন পেয়েছেন কিনা চেক করুন খুব সহজেই ?
- এই ফর্মটি পূরণ করলে আপনি Facebook,YouTube,Freelancer,Upwork, Fiverr, TikTok থেকে মার্কিন (Tex) কমিয়ে বেশি টাকা আয় করতে পারবেন ।
- মার্কিন (Tex) কমানো জন্য W-8BEN ফর্মটি পূরণ করুন 100 % জরুরী ?
General Settings (সাধারণ সেটিংস)
1. Page Visibility :
আপনার পেজটি Published করেবেন নাকি হাইট বা Unpublished করবেন তা এখানে নির্ধারন করে দিবেন ।
2. Visitor Posts :
ফলোয়ার বা ভিজিটরর আপনার পেজে পোস্ট করতে পারবে কিনা তা এখান থেকে ঠিক করা যায় ।
3. Country Restrictions :
আপনার পেজটি কোন দেশে দেখা যাবে আর কোন দেশে দেখা যাবে না সেটি নির্ধারণ করা যায় ।
4. Age Restrictions :
নির্দিষ্ট বয়সের নিচে যে কেউ আপনার পেজটি দেখতে পারবে কিনা তা এখান থেকে নিয়ন্ত্রণ করা যায় ।
Page Info Settings (পৃষ্ঠা তথ্য সেটিংস)
1. Name : আপনি আপনার নাম যেকোনো সময় এখান থেকে পরিবর্ত্ন করে নিতে পারবেন ।
2. Username : কাউকে আপনার পেজটি শেয়ার করার জন্য একটি Username তৈরি করতে হবে ।
3. Description : আপনার পেজে কি বিষয়ে পোস্ট করবেন সেটার একটা সংক্ষিপ্ত বিবরণ তৈরি করবেন
4. Categories : আপনার পেজে কোন categories কাজ করবেন তা সিলেক্ট করে দিন ।
5. Contact Info : আপনার ওয়েবসাইট, ইমেইল, ফোন নাম্বার এবং ঠিকানা যোগ করে দিন ।
6. Location : আপনি কোন জায়গা থেকে এই পেজটি ব্যবহার করছেন তার একটি ঠিকানা এখানে নির্ধারণ করে দিন ।
7. Hours : আপনার কাজের সময়সূচি এখানে যোগ করতে পারেন ।
8. Price Range : আপনার মূল্য পরিসীমা এখানে সেট করতে পারবেন ।
Templates and Tabs (টেমপ্লেট এবং ট্যাব)
1. Template Selection: পেজের ধরন অনুযায়ী আপনি আলাদা আলাদা টেমপ্লেট নেওয়া যায়।
2. Tabs Management: আপনার পেজে কোন কোন ট্যাব বসবে সেগুলো অফ/অন করে এখান থেকে সাজানো যায় । যেমন : Home, Posts,Reviews, Services,Photo, Video, Events, ইত্যাদি ।
Messages (মেসেজিং সেটিংস)
1. Away Message : আপনার ফেসবুক ব্যবহারকারীদের মেসেজ পাঠানোর অপশন চালু/বন্ধ করতে পারেন ।
2. Automated Responses : যে কেউ আপনাকে মেসেজ দিলে ধন্যবাদ, Thanks অটো সিলেক্ট করে দিয়ে সেটি অটোমেটিক তাদের কাছে চলে যাবে ।
Notifications (বিজ্ঞপ্তি)
আপনার পেজে কোন ধরনের নোটিফিকেশন পেতে চান যেমন : মেসেজ, কমেন্ট, শেয়ার, ট্যাগ ইত্যাদি নোটিফিকেশন এর জন্য অন/অফ করে সেট করা যায় ।
Linked Accounts (লিঙ্ক করা অ্যাকাউন্ট)
আপনি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংঙ্ক এখানে যোগ করে দিতে পারেন যেমন : Whatsapp , Instagram, Facebook Group, ইত্যাদি ।
Privacy (গোপনীয়তা)
আপনার ফেসবুক পেজকে পাবলিক হিসাবে দেখাবেন নাকি প্রাইভেট হিসেবে দেখাবেন তা এখান থেকে ঠিক করে দিতে হবে । আপনি চাইলে পাবলিক সেট করে দিতে পারেন ।
Advanced Settings (অ্যাডভান্সড কন্ট্রোল)
1. Merge Pages : আপনার ফেসবুকে একাধিক পেজকে একটি পেইজে মার্জ্ করার জন্য আপনাকে ফেসবুকের অনুমোদন নিয়ে এই কাজটি করতে পারবেন ।
2. Delete Page : আপনার ফেসবুক পেজকে সম্পূর্ণ্ ভাবে ডিলিট করার জন্য এখানে কিলিক করুন
3. Download Page : আপনার পেজের সমস্ত পোস্ট , ছবি, মেসেজ ব্যাকআপ করে নেওয়া যায় ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!