কন্টেন্ট রাইটিং থেকে কিভাবে আয় করা হয় ?


কন্টেন্ট রাইটিং কি || কন্টেন্ট লিখে কিভাবে আয় করবেন || কন্টেন্ট রাইটার এর কাজ কি ||কন্টেন্ট রাইটার জ্ঞান ও দক্ষতা গুলো কি ||মোবাইল দিয়ে কন্টেন্ট লিখুন
 

  1.  কন্টেন্ট রাইটিং কি ? কন্টেন্ট রাইটিং প্রকারভেদ গুলো কী কী ?
  2. কন্টেন্ট রাইটার এর কাজ কি ? কিভাবে একজন প্রোফেশনাল কন্টেন্ট রাইটার হওয়া যায়?
  3. কন্টেন্ট রাইটার হওয়া জন্য কী ধরনের জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ? 
  4. কিভাবে কন্টেন্ট তৈরি করা শিখবেন ? কন্টেন্ট রাইটিং শিখার উপায় ?
  5. কোন সেক্টর থেকে কন্টেন্ট রাইটিং করে মাসে কত টাকা আয় করা যায় ?
  6. মোবাইল দিয়ে লিখালেখি করে কিভাবে আয় করবেন ?

কন্টেন্ট রাইটিং করে কিভাবে টাকা আয় করবেন ?

বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা আয় করার সহজ মাধ্যম হলো ব্লগার বা বিভিন্ন কন্টেন্ট লিখে আয় করা । আপনার যেকোনো বিষয়ের উপর ধারণা থাকলে সেই বিষয়ের উপর কন্টেন্ট লিখে আপনার ব্লগ বা ওয়েবসাইটে পোস্ট করে টাকা আয় করতে পারবেন ।আপনি চাইলে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে আয় করতে পারেন । বিভিন্ন সোশ্যাল মিডিযায় আপনার কন্টেন্ট বা লিখা গুলো পোস্ট করে আয় করতে পারেন যেমন : Facebook, Linkedin, Instagram ইত্যাদি । আপনি যদি একজন প্রোফেশনাল  কন্টেন্ট রাইটার হয়ে থাকেন তাহলে আপনাকে বিভিন্ন এজেন্সি বা কোম্পানি আপনাকে চাকরি জন্য হায়ার করবে ।

কোন সেক্টর থেকে আপনি কন্টেন্ট রাইটিং করে টাকা আয় করবেন তা নিচে উল্লেখ করা হলো :  

1. ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে আয় :

  • ফ্রিল্যান্সিং বিভিন্ন মার্কেটপ্লেসে একাউন্ট খোলে ক্লায়েন্টদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট লিখে আয় করতে পারেন ।

  • ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় মার্কেটপ্লেসে গুলো হল : Upword, Fiverr, Freelancer, PeoplePerHour.

2. ব্লগ বা ওয়েবসাইট থেকে আয় :

  • Blogger & WordPress ওয়েবসাইট প্রোফাইল তৈরি করে এখানে আপনার লিখা কন্টেন্ট গুলো পোস্ট করে আয় করতে পারেন ।
  • আপনার ওয়েবসাইটে কন্টেন্ট এর মধ্যে Google AdSense, Affiliate Marketing, Sponsored Post দিয়ে আয় করতে পারেন ।
  • নিজে থেকে ব্লগ তৈরি করে প্রতিদিন কন্টেন্ট লিখা । 

3. সোশ্যাল মিডিযা কন্টেন্ট রাইটিং :

  • Facebook Page, Instagram, LinkedIn এখানে আপনার কন্টেন্ট গুলো লিখে বা পোস্ট করে আয় করতে পারেন ।

4. ই-বুক বা কোর্স্ বিক্রি করে আয় :

  • আপনার লিখা ই-বুক  বা কোর্স্  গুলো বিভিন্ন ক্লায়েন্টদের কাছে বিক্রি করে  করে আয় করতে পারেন ।

5. কন্টেন্ট রাইটিং কোম্পানিতে চাকরি :

  • আপনি যদি কন্টেন্ট রাইটিং এর  জনপ্রিয় হয়ে থাকেন তাহলে অনেক এজেন্সি, নিউজ পোর্টাল, আইটি কোম্পনিতে নিয়োগ দিয়ে থাকে ।
  • অনেক প্রতিষ্ঠান আছে যারা ফুল-টাইম বা পার্ট্-টাইম কন্টেন্ট রাইটারদের কাজ করার সুযোগ দিয়ে থাকে ।



Post a Comment

0 Comments