Facebook Page Verification কিভাবে করবেন || যে কাজ গুলো না জানলে পেজ ভেরিফাই করতে পারবেন না ?
- ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ? ফেসবুক একাউন্ট খুলে কিভাবে টাকা আয় করবেন ?
- ফেসবুক পেজ কিভাবে খুলবেন এবং এর থেকে কিভাবে টাকা আয় করবেন ?
- Facebook Verification কিভাবে করবেন এবং Verification Form কিভাবে পূরণ করবেন ?
- Facebook Page Settings এবং ফেসবুক মনিটাইজেশনের জন্য ১০০% কার্যকরী ?
- ফেসবুক একাউন্ট ডিলিট কিভাবে করবেন এবং Password কিভাবে পরিবর্তন করবেন ?
- Facebook Live কিভাবে করবেন ? Facebook Live করে কিভাবে টাকা আয় করবেন ?
- ফেসবুক পেজ থেকে কিভাবে খুব সহজে ডলার /টাকা উত্তোলন করবেন ?
- মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে পেমেন্ট (Payment) সেটআপ করবেন ?
- ফেসবুক থেকে টাকা তোলার সহজ মাধ্যম Payoneer Account, এই একাউন্টটি কিভাবে খুলবেন ?
- ফেসবুক পেজে মনিটাইজেশন (Monetization) পাওয়ার উপায় ১০০% কার্যকারী ?
- Mobile & Computer দিয়ে মনিটাইজেশন পেয়েছেন কিনা চেক করুন খুব সহজেই ?
- এই ফর্মটি পূরণ করলে আপনি Facebook,YouTube,Freelancer,Upwork, Fiverr, TikTok থেকে মার্কিন (Tex) কমিয়ে বেশি টাকা আয় করতে পারবেন ।
- মার্কিন (Tex) কমানো জন্য W-8BEN ফর্মটি পূরণ করুন 100 % জরুরী ?
ফেসবুক পেজ ভেরিফেকেশন করা কেন জরুরী ?
1. পেজ ভেরিফেকেশন করলে কাস্টমার বা ফলোয়ারার দেখে নিশ্চিত হয় যে আপনার পেজটি আসল ব্র্যান্ড বা ব্যক্তির । এতে আপনার পেজ এ বিশ্বসযোগ্যতা বৃদ্ধি পায় ।
2. পেজ ভেরিফায়েড করলে আপনার পেজে নীল টিক চিহ্ন শো করবে এতে করে ফলোয়ারার বুঝতে পারে এটি আসল পেইজ ।
3. আপনার পেজকে দ্রুত ফলোয়ার বাড়ানো জন্য আপনাকে অবশ্যই পেইজ ভেরিফাই করে নিতে হবে ।
4. আপনার পেজকে অন্য কেউ আপনার নাম ব্যবহার করে ভুয় পেজ খুলতে পারে । এটি যাতে করতে না পারে সেজন্য আপনাকে পেজ ভেরিফাই করে নিতে হবে ।
ফেসবুক পেজ ভেরিফাই করার আগে যে কাজ গুলো করতে হবে ?
পেজ ভেরিফাই করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের কিছু সেটিং ঠিক করে নিতে হবে । ফেসবুকে এই কাজ বা সেটিংস গুলো না করলে ফেসবুক আপনার পেজটি ভেরিফাই করবে না ।নিচের ধাপ গুলো পূরণ করার পর আপনি আপনার ফেসবুক ভেরিফাই এর জন্য আবেদন করবেন ।
1. Page Name : আপনার পেজে একটি ভালো নাম ব্যবহার করুন ।
2. Profile Picture & Cover Photo : আপনার পেজে একটি প্রফেশনাল একটি কভার ফটো ব্যবহার করবেন আর একটি প্রোফাইল ছবি যোগ করে দিবেন ।
3. Post : আপনার পেজকে ভেরিফাই করার জন্য অবশ্যই ১০-১৫ টি ছবি ,ভিডিও অথবা কন্টেন্ট তৈরি করে পোস্ট করতে হবে ।
4. Followers : আপনার পেজে ফলোয়ার সংখ্যা যত বেশি হবে তত তাড়াতাড়ি আপনার পেজটি ভেরিফাই হবে ।
ফেসবুক পেজ ভেরিফাই কিভাবে করবেন ?
1.Facebook Page Login : প্রথমে আপনার পেজকে লগইন করে নিন ।
2. Page Verification Select : পেজের Settings অপশনে ক্লিক করুন তারপর বাম পাশের মেনু থেকে Page Verification অপশনটি সিলেক্ট করুন । Verify the page Click করুন ।
3. Verification Link : আপনার পেজ ভেরিফেকেশন খুজে পেতে সমস্যা হলে আপনি এই লিংঙ্ক কিলিক করে আপনি আপনার পেজকে ভেরিফাই করে নিতে পারেন ।
Link : https://www.facebook.com/help/contact/295038365360854
4. Form Send : এখন আপনার সামনে এই ভাবে একটি ফর্ম্ আসবে সেটি পূরণ করে Send কিলিক করতে হবে ।
Verification Form টি কিভাবে পূরণ করবেন ?
1. Page & Profile : আপনি Page and Profile কোনটি ভেরিফাই করবেন সেটি সিলেক্ট করে দিন ।
2. Document Type : National ID, Passport, Driving Licence, Recent Utility Bill , এখানে বিভিন্ন অপশন আছে আপনার কাছে যেটি সহজ হয় সেটি এখানে সিলেক্ট করে দিবেন ।
3. Add Document : ধরুন আমি National Id সিলেক্ট করেছি এখন এখানে আমাকে সেই আইডি কার্ডটির একটি ছবি আমাকে Chose Files এ বসাতে হবে ।
4. Category : আপনি কোন Category তে কাজ করবেন সেটি এখানে সিলেক্ট করে দিন ।
5. Country : আপনি দেশে বাস করেন সেই দেশের ঠিকানাটি এখানে দিতে হবে ।
6. Optional : আপনার পৃষ্ঠা বা প্রোফাইল জনস্বার্থে রয়েছে তা দেখানোর জন্য পাঁচটি পর্যন্ত নিবন্ধ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অন্যান্য লিঙ্ক যোগ করুন। অর্থপ্রদানকারী বা প্রচারমূলক সামগ্রী বিবেচনা করা হবে না। এগুলো অপশনাল বসাতে চাইলে বসাবেন আর না বসালে কোনো সমস্যা নেই ।
7. Send : সব কিছু ঠিক আছে কিনা দেখে নিন তারপর Send কিলিক করুন ।
আপনার ভেরিফাই জন্য আবেদন সম্পূর্ণ্য হবে ।



0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!