ফেসবুক লাইভ করে টাকা আয় করার উপায়

 

ফেসবুকে লাইভ করছেন কিন্তু টাকা আয় করতে পারছেন এর সমস্যা সমাধান গুলো কী ?


 

ফেসবুক লাইভ করে কিভাবে টাকা আয় করবেন || ফেসবুকে লাইভ করছেন কিন্তু ডলার/টাকা আয় করতে পারছেন না এর সমস্যা সমাধান গুলো জানার জন্য আমাদের পেজে কিলিক করুন

  1.  ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করবেন 2025 ?
  2. ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ? ফেসবুক একাউন্ট খুলে কিভাবে টাকা আয় করবেন ?
  3. ফেসবুক পেজ কিভাবে খুলবেন এবং এর থেকে কিভাবে টাকা আয় করবেন ?
  4. Facebook Verification কিভাবে করবেন এবং Verification Form কিভাবে পূরণ করবেন ?
  5. Facebook Page Settings এবং ফেসবুক মনিটাইজেশনের জন্য ১০০% কার্যকরী ?
  6. ফেসবুক একাউন্ট ডিলিট কিভাবে করবেন এবং Password কিভাবে পরিবর্তন করবেন ?
  7. Facebook Live কিভাবে করবেন ? Facebook Live করে কিভাবে টাকা আয় করবেন ?
  8. ফেসবুক পেজ থেকে কিভাবে খুব সহজে ডলার /টাকা উত্তোলন করবেন  ? 
  9. মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে পেমেন্ট (Payment) সেটআপ করবেন ?
  10. ফেসবুক থেকে টাকা তোলার সহজ মাধ্যম Payoneer Account, এই একাউন্টটি কিভাবে খুলবেন ?
  11. ফেসবুক পেজে মনিটাইজেশন (Monetization) পাওয়ার উপায় ১০০% কার্যকারী ?
  12. Mobile & Computer দিয়ে মনিটাইজেশন  পেয়েছেন কিনা চেক করুন খুব সহজেই ?
  13. এই ফর্মটি পূরণ করলে আপনি Facebook,YouTube,Freelancer,Upwork, Fiverr, TikTok থেকে মার্কিন (Tex) কমিয়ে বেশি টাকা আয় করতে পারবেন । 
  14. মার্কিন (Tex) কমানো জন্য W-8BEN ফর্মটি পূরণ করুন 100 % জরুরী ?

এই কাজ ‍গুলো জানলে আপনি ফেসবুক লাইভ করে ডলার আয় করতে পারবেন : 


Monetization Eligibility হতে হবে :

  1.  আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলকে অবশ্যই মনিটাইজেশন পেতে হবে ।
  2. Monetization Eligibility না হলে আপনি এখান থেকে আয় করতে পারবেন ।
  3.  ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে যা আপনাকে সেটি পূরণ করতে হবে ।
  4. কিভাবে আপনি আপনার ফেসবুক  Monetization Eligibility পাবেন সকল তথ্য জানার জন্য এই লিংঙ্কে কিলিক করুন । Link : Facebook Monetization Eligibility চালু করুন ।


ফলোয়ার ও ওয়াচ টাইম :

  1.  আপনি যদি ফেসবুক Live করে ডলার আয় করতে চান তাহলে আপনাকে অব্যশই আপনার ফেসবুক পেজে ১০০০০ হাজার ফলোয়ার থাকতে হবে
  2. এছাড়াও আপনাকে শেষ দুই মাসে ৬০০০০০ লক্ষ ওয়াচ টাইম থাকতে হবে ।


কপিরাইট লাইভ :

  1. বিভিন্ন ভিডিও, গান, মুভি, অন্যের লিখা কপি করে যদি আপনি ফেসবুক লাইভ থেকে ডলার আয় করতে চান তাহলে সেটা হবে আপনার ভূল ধারণা।  
  2. আপনার আপলোড করা বিভিন্ন ভিডিও , গান, লিখা ফেসবুক এগুলো চেক করে যে এগুলো কোন কপিরাইট হয়েছে কিনা ।
  3. আপনি যদি এগুলো কপি করে আপনার ফেসবুকে আপলোড করে তাহলে এখান থেকে আপনি একটা টাকাও পাবেন না ।  

 মনিটাইজেশন চালু করা :

  1. আপনার ফেসবুক সেটিংস থেকে মনিটাইজেশন অপশনে গিয়ে Eligible হয়েছে কিনা দেখে নিন । যদি Eligible হয়ে থাকে তাহলে আপনি মনিটাইজেশন পেয়েছে ।
  2. আবার যদি আপনার মনিটাইজেশন অপশনে Not Eligible থাকে তাহলে বোঝবেন আপনি এখনো আপনার ফেসবুকে মনিটাইজেশন পাননি ।
  3. আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে এগুলো চালু করুন যেমন : Stars,Subscriptions, Ads Breaks

Post a Comment

0 Comments