Google Adsense Approvel পাওয়ার সহজ উপায় কী ?
- ব্লগিং কি ? কিভাবে ব্লগিং শুরু করবেন ?
- ব্লগে একাউন্ট খোলার নিয়ম/কীভাবে ব্লগ একাউন্ট খোলতে হয় ?
- ব্লগ পোস্ট করার নিয়ম/কীভাবে ব্লগ পোস্ট করা হয় ?
- ব্লগ থেকে কীভাবে আয় করা যায় ?
- ব্লগার layout Settings(Page,Social Top,Logo,Google Ads,Main Menu,Main Slide,Footer Section)
- ব্লগার প্রোফাইল তৈরি করুন খুব সহজেই ?
- ব্লগারে Google Ads & SEO জন্য ১০০% গুরুত্বপর্ণ্য Blogger Settings সকল কাজ এক সাথে ?
- ফ্রী ব্লগার Theme Download & Install কিভাবে করবেন ?
- ব্লগারে ভিজিটর পাওয়ার সহজ উপায় / ব্লগে Ranking বাড়ানো উপায় / সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আনার উপায় ।
- পাবলিশ করা পোস্ট Google Search না আসার কারণ এবং এর সঠিক সমাধান কী ?
Google Adsense থেকে আয় করার জন্য প্রথমে আপনার Google Adsense Approvel পেতে হবে । অনেকেই সঠিক ভাবে ব্লগার কাজ না জানাই Google adsense Approval পায় না ।Google Adsense Approval পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ্ ধাপ অনুসরণ করলে আপনার কাজটি অনেক সহজ হয়ে যায় ।নিচে এগুলো অনুসরণ করলে আপনার Google Adsense Approvel পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ।
Google AdSense Approval পাওয়ার জন্য কতগুলো পোস্ট থাকা প্রয়োজন :
1. আপনার ব্লগে ন্যূনতম ১৫-২০ টি মানসম্মত পোস্ট থাকতে হবে ।
2. আপনার ব্লগে প্রতিটি পোস্টে অন্তত ৮০০-১৫০০ অক্ষর লিখে ব্লগ পোস্ট করতে হবে ।
3. আপনার ব্লগে প্রতিটি পোস্ট কমপক্ষে ১-২ ছবি পোস্ট করতে হবে ।
4. আপনার ব্লগে SEO ভিত্তিক হেডিং ও সাবহেডিং দিতে হবে ।
Google AdSense Approval পাওয়ার জন্য কোন পেইজগুলো বেশি জরুরী :
About Us :
1. আপনার ব্লগ সাইটে সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে ।
2. আপনার ব্লগের উদ্দেশ্য ও লক্ষ্য কী এবং আপনি কী ধরনের কনটেন্ট শেয়ার করবেন তা উল্লেখ করুন
3. আপনার যদি কোনো ইমেইল বা সোশ্যাল মিডিয়ার লিংক থাকে তাহলে এখানে যুক্ত করতে পারেন ।
Contact Us :
1. এখানে শুরুতেই আপনাকে লিখতে হবে “যদি আমাদের ব্লগে কোনো কনটেন্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমদের দেওয়া নিচে Contact এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন ।
2. ভিজিটররা আপনার ব্লগে যোগাযোগের জন্য আপনার ইমেইল ঠিকানা, ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যুক্ত করবেন যাতে তারা আপনার সাথে সহজে যোগাযোগ করতে পারে ।
3. আপনাকে একটি Contact Form তৈরি করে এখানে দিতে হবে এটি আপনি আপনার ব্লগে Contact Form Widget ব্যবহার করে দিতে পারেন ।
আপনাদের বোঝার জন্য নিচে আমার তৈরি করা Contact Us Page শো করলাম :
Privacy Policy :
1. আপনি ব্লগারে Google Adsense Approval পাওয়া জন্য অবশ্যই আপনাকে Privacy Policy এটি বাধ্যতামুলক ।
2. Privacy Policy এটির মাধ্যমে ভিজিটরদের জানায় আপনার ব্লগ কীভাবে তাদের তথ্য ব্যবহার করে ।
3. অন্য কারো সাইট থেকে Privacy Policy কপি করে আপনার Privacy Policy তে কপি করলে Google Adsense আপনাকে রিজেক্ট করে দিবে ।
4. আপনি এই লিংকে কিলিক করে Privacy Policy করে নিতে পারেন খুব সহজেই । লিংক : https://www.privacypolicygenerator.info/
এই লিংকে যাওয়ার পর আপনার ব্লগের নাম, URL, ইমেইল ইত্যাতি দিয়ে Generate Click করলে আপনাকে একটি Privacy policy করে দিবে সেটি কপি করে আপনার Privacy policy যোগ করে দিবেন ।
Google Adsense Approvel পাওয়ার জন্য ব্লগারের বয়স কত হওয়া উচিত :
- Google Adsense Approvel পাওয়ার জন্য ব্লগার বা আপনার ওয়েবসাইটে বয়স কমপক্ষে ৬ মাস হওয়া শর্ত্ করে থাকে ।
- তবে বাংলাদেশ ভারত পাকিস্তান এটা বেশি গুরুত্ব দেয় ।
- তবে আপনার সবকিছু ঠিক থাকলে ১৫-২০ দিনের মধ্যে আপনি Approvel পেয়ে যেতে পারেন ।
Google Adsense Approval পাওয়ার জন্য কতটুকু ভিজিটর থাকা প্রয়োজন :
- Google Adsense Approval পাওয়ার জন্য কতটুকু ভিজিটর থাকা প্রয়োজন তার কোনো বাধ্যতামূলক নয় ।
- তবে গুগল দেখে যে আপনার ব্লগের কনটেন্টের এবং ওযেবসাইটের গুণগত মান কেমন ।
- আপনার ব্লগে প্রতিদিন ৪০-৫০ জন ভিজিটর বা ভিউ থাকলে গুগল বুঝতে পারে আপনার সাইটে ভিজিটর আসছে এবং এতে আপনার Approval পাওয়া সম্ভব হয় ।


0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!