ফেসবুক লাইভ কিভাবে করবো

 ফেসবুকে লাইভ কিভাবে করবেন || ফেসবুক লাইভ করে কিভাবে টাকা আয় করবেন  ?


ফেসবুক লাইভ কিভাবে করবেন || সঠিক ভাবে ফেসবুক লা্ইভ সেটিংস কিভাবে করবেন ||  লাইভ করে কিভাবে টাকা আয় করবেন || স্টার মনিটাইজেশন থেকে কিভাবে   আয় করবেন


  1. ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করবেন 2025 ?
  2. ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ? ফেসবুক একাউন্ট খুলে কিভাবে টাকা আয় করবেন ?
  3. ফেসবুক পেজ কিভাবে খুলবেন এবং এর থেকে কিভাবে টাকা আয় করবেন ?
  4. Facebook Verification কিভাবে করবেন এবং Verification Form কিভাবে পূরণ করবেন ?
  5. Facebook Page Settings এবং ফেসবুক মনিটাইজেশনের জন্য ১০০% কার্যকরী ?
  6. ফেসবুক একাউন্ট ডিলিট কিভাবে করবেন এবং Password কিভাবে পরিবর্তন করবেন ?
  7. ফেসবুক পেজ থেকে কিভাবে খুব সহজে ডলার /টাকা উত্তোলন করবেন  ? 
  8. মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে পেমেন্ট (Payment) সেটআপ করবেন ?
  9. ফেসবুক থেকে টাকা তোলার সহজ মাধ্যম Payoneer Account, এই একাউন্টটি কিভাবে খুলবেন ?
  10. ফেসবুক পেজে মনিটাইজেশন (Monetization) পাওয়ার উপায় ১০০% কার্যকারী ?
  11. Mobile & Computer দিয়ে মনিটাইজেশন  পেয়েছেন কিনা চেক করুন খুব সহজেই ?
  12. এই ফর্মটি পূরণ করলে আপনি Facebook,YouTube,Freelancer,Upwork, Fiverr, TikTok থেকে মার্কিন (Tex) কমিয়ে বেশি টাকা আয় করতে পারবেন । 
  13. মার্কিন (Tex) কমানো জন্য W-8BEN ফর্মটি পূরণ করুন 100 % জরুরী ?


ফেসবুক লাইভ সেটিংস (Facebook Live Settings)

1. প্রথমে আপনার Facebook App এ লগইন করুন । 

2. News Feed এর উপরে থাকা Live অপশনে কিলিক করুন । 

3. আপনি কি নিয়ে লাইভ টি করবেন সেটার একটি Description লিখুন 

4. Privacy Settings : Public অপশনে কিলিক করলে সবাই দেখতে পারবে । Friends কিলিক করলে শুধুমাত্র তারাই দেখতে পারবে যারা আপনার ফেসবুকে এড করা আছে । Only Me আপনি লাইভ টি টেস্ট করার জন্য এটি কিলিক করতে পারেন এটি পাবলিশ হবে না । 

5. Go Live Click করুন এবং আপনার লাইভ করা শেষ হলে Finish বাটনে কিলিক করুন । 


ফেসবুক লাইভ থেকে আয় বাড়ানোর উপায় (How to increase income from Facebook live)


1. ফেসবুকে নিয়মিত লাইভ করুন এবং প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করে লাইভ দিন । 

2. দর্শ্কদের সাথে সরাসরি কথা বলুন এবং কমেন্টের উত্তর দিন, এতে করে দর্শ্ক বেশি সময় ধরে যুক্ত থাকবে । 

3. ফেসবুক লাইভে আসার আগে অবশ্যই স্টার মনিটাইজেশন চালু করুন । 

4. আপনি চাইলে আপনার তৈরি করা বিভিন্ন কোর্স্,, ই-বুক, দেখিয়ে আয় করতে পারবেন । 

5. ফেসবুক লাইভ করার জন্য আপনাকে অবশ্যই ভালো মানে ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করতে হবে । 

6. লাইভ শেষে ভিডিওটি আপনার পেইজে বা প্রোফাইলে সংরক্ষণ করে করুন । যারা লাইভে থাকতে পারেনি তারা পরে এখান থেকে সেটি দেখতে পারবে এবং আপনার এনগেজমেন্ট বাড়াবে ।  


ফেসবুক লাইভ করে আয় করুন (Earn Facebook Live )



1. স্টার মনিটাইজেশন থেকে আয় করুন (Earn Facebook Stars )

  • আপনার Facebook Live চলাকালীন সময় আপনার ভক্তরা আপনাকে যখন Stars পাঠাবে সেগুলো থেকে আয় করতে পারেন । 
  • আপনি প্রতিটি Stars এর জন্য $0.01 ডলার আয় করতে পারবেন এই জন্য আপনাকে অবশ্যই Facebook Monetization পলিসি মেনে চলতে হবে । 

 2. স্পনসরশিপ ও ব্র্যান্ড প্রোমোশন (Sponsorship & Brand Promotion)


  • আপনি যদি  Facebook Live এ জনপ্রিয় হয়ে থাকেন বা আপনার লাইভে ভালো ভিউ আসে তাহলে বিভিন্ন কোম্পানির উদ্যোক্তারা আপনাকে টাকা দিয়ে তাদের পণ্য বা সেবা আপনার লাইভে প্রচার করার জন্য আপনাকে হায়ার করবে ।
  • লাইভে তাদের লোগো, কোম্পানি নাম, এবং অফার উল্লেখ করে আপনি আয় করতে পারেন । 


3. নিজের পণ্য বা সার্ভিস বিক্রি করে আয়  (Selling own products or services)


  • আপনি সরাসরি Facebook Live শোতে এসে নিজের পণ্য ,ডিজিটাল কোর্স্ সার্ভিস দেখিয়ে বিক্রি করতে পারেন । 
  • এতে দর্শ্করা সরাসরি কমেন্ট বা ইনবক্সের মাধ্যমে আপনার উত্তর দিয়ে অর্ডার নিতে পারেন । 
Link : ফেসবুক লাইভ করে কিভাবে টাকা আয় করবেন || ফেসবুকে লাইভ করছেন কিন্তু ডলার/টাকা আয় করতে পারছেন না এর সমস্যা সমাধান গুলো জানার জন্য আমাদের পেজে কিলিক করুন 

Post a Comment

0 Comments