ফেসবুক পেজ থেকে টাকা কিভাবে উত্তোলন করবো

 ফেসবুক Payoneer থেকে কিভাবে টাকা তুলবেন (How To Withdraw Money From Facebook Payoneer)



ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা তুলবেন || দীর্ঘদিন ফেসবুক পেজে টাকা না আসলে কি করবেন || ফেসবুক পেজ থেকে সঠিকভাবে কিভাবে টাকা আয় করবেন ।

  1. ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করবেন 2025 ?
  2. ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ? ফেসবুক একাউন্ট খুলে কিভাবে টাকা আয় করবেন ?
  3. ফেসবুক পেজ কিভাবে খুলবেন এবং এর থেকে কিভাবে টাকা আয় করবেন ?
  4. Facebook Verification কিভাবে করবেন এবং Verification Form কিভাবে পূরণ করবেন ?
  5. Facebook Page Settings এবং ফেসবুক মনিটাইজেশনের জন্য ১০০% কার্যকরী ?
  6. ফেসবুক একাউন্ট ডিলিট কিভাবে করবেন এবং Password কিভাবে পরিবর্তন করবেন ?
  7. Facebook Live কিভাবে করবেন ? Facebook Live করে কিভাবে টাকা আয় করবেন ?
  8. ফেসবুক পেজ থেকে কিভাবে খুব সহজে ডলার /টাকা উত্তোলন করবেন  ? 
  9. ফেসবুক থেকে টাকা তোলার সহজ মাধ্যম Payoneer Account, এই একাউন্টটি কিভাবে খুলবেন ?
  10. ফেসবুক পেজে মনিটাইজেশন (Monetization) পাওয়ার উপায় ১০০% কার্যকারী ?
  11. Mobile & Computer দিয়ে মনিটাইজেশন  পেয়েছেন কিনা চেক করুন খুব সহজেই ?
  12. এই ফর্মটি পূরণ করলে আপনি Facebook,YouTube,Freelancer,Upwork, Fiverr, TikTok থেকে মার্কিন (Tex) কমিয়ে বেশি টাকা আয় করতে পারবেন । 
  13. মার্কিন (Tex) কমানো জন্য W-8BEN ফর্মটি পূরণ করুন 100 % জরুরী ?

1. Payment Method :

আপনার ফেসবুক পেজ Payment Method হিসেবে Payoneer অ্যাকাউন্ট যুক্ত করলে ফেসবুক প্রতি মাসে আপনার আয় Payoneer অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় । 

2. Facebook Payoneer Account Login :
 
আপনার ফেসবুকে Creator Studio তে আপনার Payoneer অ্যাকাউন্টটি লগইন করুন

3. Withdraw Form : 

Facebook Payoneer থেকে টাকা তুলতে হলে Payoneer একটি ফর্ম্ আসবে সেটি পূরণ করে সাবমিট করে দিতে হবে ।

4. Withdraw Form পূরণ :

প্রথমে Withdraw তে গিয়ে To Bank Account কিলিক করুন । আপনি এখানে Payoneer অ্যাকাউন্টটি যদি যোগ করে থাকেন সেটি এই লিস্টে দেখা যাবে । 

5. Bank Account Select :

 আপনি কোন ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে চান ঐ ব্যাংকের নাম দিন যেমন : NCC Bank Limited , আপনার অ্যাকাউন্ট নাম্বার টি দিন, SWiFT/BIC কোড দিন, ব্যাংকের শাখার নাম ও ঠিকানা যুক্ত করুন এবং কত ডলার উত্তোলন করবেন সেটি উল্লেখ করুন তারপর কনফার্ম্ করুন । 

From : এর ঘরে USD Balance সিলেক্ট করুন । 

To : এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করুন । 

Amount : আপনি কত ডলার তুলবেন সেটি এখানে বসাতে হবে (সর্বনিম্ন $50 ডলার)

6. ফ্রি বা চার্জ্ : 

 Payoneer আপনার ডলার কে বাংলাদেশি টাকায় রূপান্তর করে পাঠায় যায় কারণে এখানে 2%-3% ফি কেটে নেয় । 

7. Withdraw : 

সবকিছু ঠিক আছে কিনা একবার দেখে নি এবং Review থেকে Withdraw কিলিক করুন । সাথে সাথে আপনি একটি ইমেইল কনফামের্শ্ন পাবেন । 

8. ব্যাংকে অ্যাকাউন্টে টাকা জমা : 

২-৫ দিনে মধ্যে আপনার ব্যাংক অ্যা্কাউন্টে টাকা জমা হবে । 


ফেসবুক থেকে Payoneer টাকা না আসলে কি করবেন/  ফেসবুক পেজে টাকা জমা না হওয়ার কারন ?

1. Monetization Support গিযে যোগাযোগ করুন অথবা Payoneer Live গিয়ে Chart করে যোগাযোগ করুন । 
2. আপনার ভেরিফাই এ কোনো সমস্যা থাকলে টাকা আসবে না তাই পুনরাই আপনার পাসপোর্ট্ অথবা NID card দিয়ে পুনরায় আপলোড করুন । 
3. আপনার ফেসবুক পেজের নাম আর Payoneer অ্যাকাউন্টের নামের সাথে যদি না মিলে তাহলে টাকা আসবে না তাই এগুলো ঠিক ভাবে মিলিয়ে নিন । 

Post a Comment

0 Comments