- বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
- NID Card ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
- বিকাশ থেকে টাকা পাঠানোর নিয়ম ?
- বিকাশ থেকে Cash Out করার নিয়ম ?
- বিকাশ ATM থেকে টাকা তুলার নিয়ম ?
- বিকাশ থেকে ৫০০০০ হাজার টাকা লোন কীভাবে নিবেন ?
- বিকাশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম কিভাবে করবেন ?
- বিকাশ থেকে বিল পরিশোধ করার নিয়ম ?
- বিকাশ থেকে যেকোনো ব্যাংকে টাকা পাঠানো নিয়ম ?
- যেকোনো ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো নিয়ম ?
- ভুল নাম্বারে টাকা পাঠালে কিভাবে টাকা ফেরত আনবেন ?
- বিকাশ PIN ভুলে গেলে কিভাবে রিসেট করবেন ?
বিকাশ থেকে Send Money করার সঠিক নিয়ম ?
বিকাশ থেকে Send Money করে এক জায়গা থেকে অন্য জায়গা টাকা পাঠানো খুবই সহজ ।বিকাশ Send Money মাধ্যমে আপনি সহজে এবং দ্রুততার সাথে এবং নিরাপদ ভাবে লেনদেন করতে পারবেন । Send Money মাধ্যমে প্রিয় নাম্বার অ্যাড করলে আপনি প্রতি মাসে 25000 হাজার টাকা ফ্রি সেন্ড মানি করতে পারবেন ।
বিকাশে Send Money করলে কি কি সুবিধা পাওয়া যায় ?
1. খরচ ছাড়া ফ্রিতে টাকা পাঠানো :
- যাকে আপনি টাকা পাঠাবেন তার নাম্বারটি বিকাশ অ্যাপে গিয়ে প্রিয় নাম্বারে সেট করুন ।
- আপনি যেকোনো ৫টি প্রিয় নাম্বার সেট করতে পারবেন । প্রিয় নাম্বারে Send Money করলে আপনার কাছ থেকে কোনো প্রকার খরচ কাটবে না ।
- প্রিয় নাম্বারে আপনি প্রতি মাসে ২৫০০০ হাজার টাকা পযর্ন্ত ফ্রিতে Send Money করতে পারবেন ।
2. QR কোড স্ক্যান করে Send Money করা :
- নাম্বার টাইপ না করেই QR কোড স্ক্যান করে আপনি সহজেই টাকা পাঠাতে পারবেন ।
- QR কোড জন্য বাম পাশে আপনার ছবি বা প্রোফাইলে ক্লিক করুন নিচে My QR নামে একটি অপশন দেখতে পারবেন সেটিতে ক্লিক করুন ।
3. একসাথে একাধিক সেন্ড মানি করুন :
- আপনি এক ক্লিকে ৭ জনকে টাকা পাঠাতে পারবেন গ্রুপ সেন্ড মানি করে । একই সাথে ভিন্ন পরিমাণ টাকা পাঠানো যায় ।
4. নিরাপদে সহজে ও দ্রুত টাকা পাঠানো :
- প্রতিটি লেনদেন জন্য আলাদা ট্রান্স্যাকশন পিন ব্যবহার হয় বিধায় এটি বেশ নিরাপদ ।
- Send Money মাধ্যমে বিকাশ না থাকলেও যেকোনো নাম্বারে টাকা পাঠানো যায় । পরবর্তীতে যদি বিকাশ একাউন্ট খুলেন সেটি বিকাশে দেখতে পারবেন ।
- কয়েক সেকেন্ডের মধ্যে আপনি Send Money মাধ্যমে টাকা পাঠাতে পারবেন ।
Send Money মাধ্যমে অটোমেটিক টাকা কিভাবে পাঠাবেন ?
1. অটো সেটআপ :
যেকোনো একটি নির্দিষ্ট তারিখে এবং টাকা পরিমাণ বসিয়ে অটো সেটআপ করে টাকা পাঠানো যায় ।
2. bKash Menu ক্লিক :
বিকাশ অ্যাপে বাম পাশে bKash Menu ক্লিক করুন । নিচে আসলে দেখতে পারবেন Auto Pay এটিতে ক্লিক করুন ।
3. Enable New Auto Pay ক্লিক করুন :
Mobile Recharge, Pay Bill, Send Money আপনি এখানে কোথায় টাকা পাঠাবেন সেটি সিলেক্ট করে ক্লিক করুন ।এখন মোবাইল নাম্বারটি দিন ।
4. Amount & Date সিলেক্ট করুন :
আপনি কত টাকা পাঠাতে চান সেটি লিখুন । কোন তারিখে আপনি টাকাটি পাঠাবে সেটি নির্ধারণ করে দিন । Continue তে ক্লিক করুন ।
বিকাশ থেকে Send Money কিভাবে করবেন এবং কিভাবে টাকা পাঠাবেন বিস্তারিত জানার জন্য নিচে থাকা এই লিংঙ্কে ক্লিক করুন ।
Link : বিকাশ থেকে Send Money করার সঠিক নিয়ম ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!