- বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
- NID Card ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
- বিকাশ থেকে Send Money করার নিয়ম ?
- বিকাশ থেকে Cash Out করার নিয়ম ?
- বিকাশ ATM থেকে টাকা তুলার নিয়ম ?
- বিকাশ থেকে ৫০০০০ হাজার টাকা লোন কীভাবে নিবেন ?
- বিকাশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম কিভাবে করবেন ?
- বিকাশ থেকে বিল পরিশোধ করার নিয়ম ?
- বিকাশ থেকে যেকোনো ব্যাংকে টাকা পাঠানো নিয়ম ?
- যেকোনো ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো নিয়ম ?
- ভুল নাম্বারে টাকা পাঠালে কিভাবে টাকা ফেরত আনবেন ?
- বিকাশ PIN ভুলে গেলে কিভাবে রিসেট করবেন ?
বিকাশ থেকে কিভাবে টাকা পাঠাবেন ? বিকাশ থেকে সেন্ড মানি কিভাবে করবেন ?
- বিকাশ এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গার টাকা পাঠানো খুবই সহজ ।
- বিকাশ Send Money এবং Cash Out এর মাধ্যমে আপনি খুব সহজেই টাকা পাঠাতে পারবেন ।
- আপনি বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করেও আপনি কাজ করতে পারেন ।
বিকাশ থেকে টাকা পাঠানোর নিয়ম ?
1. bKash App লগইন করুন :
প্রথমে আপনার বিকাশ অ্যাপটি লগইন বা ওপেন করুন ।
2. Send Money :
আপনি যদি কোনো Personal নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে আপনাকে Send Money মাধ্যমে টাকা পাঠাতে হবে ।
3. Cash Out :
আপনি যদি বিকাশ এজেন্টে টাকা পাঠাতে চান তাহলে Cash Out ব্যবহার করতে পারবেন ।
4. Send Money ক্লিক :
Personal নাম্বারে টাকা পাঠানোর জন্য সেন্ড মানি ক্লিক করুন ।
5. বিকাশ নাম্বার বসান :
Enter name or number যাকে আপনি টাকা পাঠাতে চান তার বিকাশ নাম্বারটি এখানে বসান ।
6. টাকার পরিমাণ লিখুন :
আপনি কত টাকা পাঠাতে চান সেটি লিখুন ।Send Money মাধ্যমে আপনি দৈনিক সর্বোচ্চ ৫০০০০ হাজার টাকা পাঠাতে পারবেন । মাসিক সর্বোচ্চ ৩০০০০০ লক্ষ টাকা পযর্ন্ত সীমাবদ্ধ থাকে । Next ক্লিক করুন ।
7. Reference & Next ক্লিক :
Reference এর ঘরে আপনি 1 লিখতে পারেন তারপর Next ক্লিক করুন ।
8. Confirmation পেজ ওপেন :
Next ক্লিক করার পর Confirmation একটি পেজ আসবে সেখানে গ্রাহকে নাম্বার, টাকার পরিমাণ,খরচ কত টাকা সব গুলো এখান থেকে চেক করে নিতে পারবেন ।
9. Confirm বা Send ক্লিক :
Confirm করে আপনার পিন নাম্বারটি বসিয়ে পাঠিয়ে দিন ।
আপনি মোবাইলে কোর্ড ডায়াল করে টাকা পাঠাতে পারবেন ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!