বিকাশ থেকে ক্যাশ আউট কিভাবে করবো ?

বিকাশ থেকে আয়  || NID ছাড়া বিকাশ খুলুন || Send Money,Cash Out করার নিয়ম ||লোন কিভাবে নিবেন || Bank to bKash/bKash to bank টাকা পাঠান || PIN রিসেট করুন

  1. বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
  2. NID Card ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
  3. বিকাশ থেকে টাকা পাঠানোর নিয়ম ?
  4. বিকাশ থেকে Send Money করার নিয়ম ?
  5. বিকাশ ATM থেকে টাকা তুলার নিয়ম ?
  6. বিকাশ থেকে ৫০০০০ হাজার টাকা লোন কীভাবে নিবেন ?
  7. বিকাশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম কিভাবে করবেন ?
  8. বিকাশ থেকে বিল পরিশোধ করার নিয়ম ?
  9. বিকাশ থেকে যেকোনো ব্যাংকে টাকা পাঠানো নিয়ম ?
  10. যেকোনো ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো নিয়ম ?
  11. ভুল নাম্বারে টাকা পাঠালে কিভাবে টাকা ফেরত আনবেন ?
  12. বিকাশ PIN ভুলে গেলে কিভাবে রিসেট করবেন ?

বিকাশ ক্যাশ আউট (Cash Out) কী ?

বিকাশ ক্যাশ আউট হলো আপনার বিকাশ একাউন্ট থেকে বিভিন্ন বিকাশ এজেন্ট অথবা ATM মেশিন এর মাধ্যমে নগদ টাকা তোলা হয় তাকে ক্যাশ আউট বলা হয় । 

বিকাশ থেকে ক্যাশ আউট করার নিয়ম ?

1. বিকাশ এজেন্ট খুজুন :

নিকটস্থ যেকোনো বিকাশ এজেন্টের দোকান খুজেঁ নিন ।

2. বিকাশ অ্যাপ ওপেন করুন :

বিকাশ অ্যাপ ওপেন করে “Cash Out” ক্লিক করুন । 

3. বিকাশ এজেন্ট নাম্বার সংগ্রহ করুন :

বিকাশ এজেন্টের দোকান থেকে তাদের এজেন্ট নাম্বারটি সংগ্রহ করুন এবং আপনার এখানে বসান । 

4. টাকার পরিমাণ লিখুন  : 

আপনি কত টাকা তুলতে চান সেটি লিখুন ।প্রতি হাজারে ক্যাশ আউট করলে 14.90 টাকা করে খরচ কেটে নিবে ।  

5. Confirmation পেজ ওপেন : 

Confirmation একটি পেজ আসবে সেখানে গ্রাহকে এজেন্ট নাম্বার, টাকার পরিমাণ,খরচ কত টাকা ট্রানজেশন কোড সব গুলো এখান থেকে চেক করে নিতে পারবেন । 

6. PIN নাম্বার : 

সবকিছু ঠিক থাকলে পিন নাম্বার ব্যবহার করে কাজটি সম্পূর্ণ্য করুন । 

বাটান mobile/কোড ব্যবহারে করে কিভাবে ক্যাশ আউট করবেন ?

  • প্রথমে আপনার মোবাইলে (*247#) ডায়াল করুন ।
  • Cash Out অপশনে ক্লিক করুন । 
  • এজেন্টের নাম্বারটি বসান । 
  • আপনি কত টাকা তুলতে চান টাকা পরিমাণটি লিখুন । 
  • শেষে আপনার PIN দিয়ে কাজ সম্পূর্ণ্য করুন । 


Post a Comment

0 Comments