বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম ?

বিকাশ থেকে আয়  || NID ছাড়া বিকাশ খুলুন || Send Money,Cash Out করার নিয়ম ||লোন কিভাবে নিবেন || Bank to bKash/bKash to bank টাকা পাঠান || PIN রিসেট করুন

  1. বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
  2. NID Card ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
  3. বিকাশ থেকে টাকা পাঠানোর নিয়ম ?
  4. বিকাশ থেকে Send Money করার নিয়ম ?
  5. বিকাশ থেকে Cash Out করার নিয়ম ?
  6. বিকাশ ATM থেকে টাকা তুলার নিয়ম ?
  7. বিকাশ থেকে ৫০০০০ হাজার টাকা লোন কীভাবে নিবেন ?
  8. বিকাশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম কিভাবে করবেন ?
  9. বিকাশ থেকে যেকোনো ব্যাংকে টাকা পাঠানো নিয়ম ?
  10. যেকোনো ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো নিয়ম ?
  11. ভুল নাম্বারে টাকা পাঠালে কিভাবে টাকা ফেরত আনবেন ?
  12. বিকাশ PIN ভুলে গেলে কিভাবে রিসেট করবেন ?

বিকাশ থেকে বিল পরিশোধ করার নিয়ম  ? 

বিকাশ (bKash) অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো সরকারি বা বেসরকারি বিল পরিশোধ করতে পারবেন । যেমন:(বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি, ইন্টারনেট,টেলিফোন,সরকারি ফ্রি, ইন্স্যুরেন্স ইত্যাদি )

বিকাশ অ্যাপ দিয়ে বিল পরিশোধ করার নিয়ম ? 



1. বিকাশ অ্যাপ ওপেন করুন : 

প্রথমে আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নিন । 

2. পে বিল (Pay Bill) ক্লিক :

আপনার হোম স্ত্রিন থেকে pay Bill অপশনটি ক্লিক করুন ।  

3. বিল নির্বাচন করুন :

  • বিদ্যুৎ
  • গ্যাস
  • পানি 
  • ইন্টারনেট
  • টেলিফোন
  • সরকারি ফি ইত্যাদি ।

4. বিদ্যুৎ বিল পরিশোধ : 

ধরুন আপনি বিদ্যুৎ বিল কিভাবে পরিশোধ করবেন নিয়ম গুলো তুলে ধরা হলো । 

5. “Electricity” বা বিদ্যুৎ বিল ক্লিক :

  • বিদ্যুৎ ক্লিক করুন । 
  • আপনি কোন বিদ্যুৎ ব্যবহার করছে সেটি সিলেক্ট করুন । 
  • আপনি যদি পল্লী বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে সবার উপরে (Palli Bidyut (Prepaid)) সিলেক্ট করুন । 

6. মিটার নাম্বার দিন :

আপনার মিটার নাম্বারটি বসান । এটি আপনি বিলের উপরে হিসাব নং হিসেবে লিখা থাকে সেটিই হলো আপনার মিটার নাম্বার । সেটি লিখুন । 

7. মোবাইল নাম্বার বসান :

আপনার বিলটি সঠিকভাবে পরিশোধ হয়েছে কিনা একটি নিশ্চিত করণ SMS আসবে । এজন্য আপনার একটি সচল মোবাইল নাম্বার বসান । 

8. বিলের মাস সিলেক্ট করুন :

আপনি কোন মাসের বিল পরিশোধ করবেন সেটি সিলেক্ট করুন । 

9. বিলের পরিমাণ দেখুন :

আপনার বিল কত টাকা আসছে সেটি অ্যাপে শো করবে । সবকিছু ঠিক থাকলে “Confirm” ক্লিক করুন । 

10. PIN নাম্বার দিন :

আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে বিল পরিশোধ করুন । 


Post a Comment

0 Comments