- বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
- NID Card ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
- বিকাশ থেকে টাকা পাঠানোর নিয়ম ?
- বিকাশ থেকে Send Money করার নিয়ম ?
- বিকাশ থেকে Cash Out করার নিয়ম ?
- বিকাশ ATM থেকে টাকা তুলার নিয়ম ?
- বিকাশ থেকে ৫০০০০ হাজার টাকা লোন কীভাবে নিবেন ?
- বিকাশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম কিভাবে করবেন ?
- বিকাশ থেকে বিল পরিশোধ করার নিয়ম ?
- যেকোনো ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো নিয়ম ?
- ভুল নাম্বারে টাকা পাঠালে কিভাবে টাকা ফেরত আনবেন ?
- বিকাশ PIN ভুলে গেলে কিভাবে রিসেট করবেন ?
বিকাশ থেকে ব্যাংকে কিভাবে টাকা পাঠাবেন ?
বিকাশ থেকে যেকোনো ব্যাংকে টাকা পাঠানো এখন খুবই সহজ । আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করে অথবা (*247#) কোড ব্যবহার করে আপনি যেকোনো সময় ব্যাংকে টাকা পাঠাতে পারবেন । আবার ব্যাংক থেকে যদি আপনি বিকাশে টাকা পাঠাতে চান তাহলে সেটাও পারবেন ।
বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম?
1. বিকাশ অ্যাপ ওপেন করুন:
প্রথমে আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নিন ।
2. বিকাশ টু ব্যাংক ক্লিক :
বিকাশ অ্যাপ ওপেন করার পর আপনার বিকাশ হোমপেজ থেকে বিকাশ টু ব্যাংক (bKash to Bank) ক্লিক করুন ।
3. ব্যাংক অ্যাকাউন্ট ক্লিক :
- ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে অনেক গুলো ব্যাংক শো করবে ।
- আপনি যে ব্যাংকে বিকাশ থেকে টাকা পাঠাতে চান সেই ব্যাংকটিতে ক্লিক করুন ।
- ”ব্যাংক একাউন্ট যোগ করুন” অপশনে ক্লিক করুন ।
4. ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিন :
আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর নাম্বারটি এখানে লিখুন । এগিয়ে যান ট্যাবে ক্লিক করুন ।
5. অ্যাকাউন্টধারীর নাম দিন:
আপনি যে নামে অ্যাকাউন্টটি খুলেছেন সেই নামটি হুবুহু বসান ।
6. বিকাশ PIN দিন :
আপনার বিকশ পিনটি দিন ।
7. ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান :
ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাঠান এই ট্যাব এ ক্লিক করুন ।
8. টাকার পরিমাণ লিখুন :
আপনি ব্যাংকে কত টাকা পাঠাতে চান সেটি এখানে লিখুন । ধরুন আপনি 5000 হাজার টাকা পাঠাচ্ছি ।
9. বিকাশ PIN দিন :
- এখন আপনার বিকাশ পিন নাম্বারটি দিয়ে কনফার্ম্ করুন ।
- ”বিকাশ টু ব্যাংক ট্যাপে ধরে রাখুন”
- এখন আপনার টাকাটি ব্যাংকে চলে যাবে ।
10. কনফার্মেশন SMS :
ব্যাংকে টাকা জমা হওয়ার সাথে সাথে আপনি একটি কনফার্মেশন SMS পাবেন ।


0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!