বিকাশ থেকে টাকা ইনকাম করার উপায় ?

বিকাশ থেকে আয়  || NID ছাড়া বিকাশ খুলুন || Send Money,Cash Out করার নিয়ম ||লোন কিভাবে নিবেন || Bank to bKash/bKash to bank টাকা পাঠান || PIN রিসেট করুন

  1. বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
  2. NID Card ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ?
  3. বিকাশ থেকে টাকা পাঠানোর নিয়ম ?
  4. বিকাশ থেকে Send Money করার নিয়ম ?
  5. বিকাশ থেকে Cash Out করার নিয়ম ?
  6. বিকাশ ATM থেকে টাকা তুলার নিয়ম ?
  7. বিকাশ থেকে ৫০০০০ হাজার টাকা লোন কীভাবে নিবেন ?
  8. বিকাশ থেকে বিল পরিশোধ করার নিয়ম ?
  9. বিকাশ থেকে যেকোনো ব্যাংকে টাকা পাঠানো নিয়ম ?
  10. যেকোনো ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো নিয়ম ?
  11. ভুল নাম্বারে টাকা পাঠালে কিভাবে টাকা ফেরত আনবেন ?
  12. বিকাশ PIN ভুলে গেলে কিভাবে রিসেট করবেন ?
বিকাশ থেকে আয় করার সহজ উপায় ? 

বর্তমান সময়ে বিকাশ অ্যাপ আপনাকে ঘরে বসেই টাকা ইনকাম করার সুযোগ তৈরি করে দিয়েছে । আপনি বিভিন্ন ব্যাংকে না গিয়ে আপনি ঘরে বসেই মোবাইল এর মাধ্যমে বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনি সাপ্তাহিক বা মাসিক সঞ্চয়/কিস্তি করে সেভিংস করে রাখতে পারবেন । আপনি ঘরে বসেই বিভিন্ন ব্যাংকে সঞ্চয় বা কিস্তির মাধ্যমে টাকা রাখতে পারবেন ।আপনার কিস্তির মেয়াদ শেষ হলে ব্যাংক তাদের নিয়ম অনুযায়ী আপনাকে ভালো পরিমাণ লাভ প্রদান করবে ।  
বিকাশে সেভিংস অ্যাকাউন্ট খোলার নিয়ম ?
1. বিকাশ অ্যাপ খুলুন :

  • আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নিন । 

2. Savings ক্লিক :

  • বিকাশ অ্যাপ ওপেন করার পর “Savings” নামে একটি অপশন আছে । সেটিতে ক্লিক করুন । 

3. নতুন সেভিংস খুলুন :

  • ”নতুন সেভিংস খুলুন” এই রকম একটি অপশন আসবে সেটিতে ক্লিক করুন । 

4. সেভিংস বা DPS নির্বাচন করুন :

  • আপনি এখানে দুইটি অপশন দেখতে পারবেন ১। ডিপিএস(মুনাফাভিত্তিক) ২। ইসলামিক ডিপিএস(শরিয়াহইভত্তিক)
  • এখান থেকে যেকোনো একটি নির্বাচন করুন ।ধরুন আমি ডিপিএস সিলেক্ট করলাম ।

5. কিস্তি নির্বাচন :

  • আপনি ডিপিএস/কিস্তি সাপ্তাহিক করবেন নাকি মাসিক কিস্তিতে করবেন তা নির্বাচন করুন ।
  • ধরুন আমি মাসিক কিস্তিটি সিলেক্ট করলাম ।  

6. কিস্তি মেয়াদ :

  • আপনি কত মাস বা বছরের জন্য সেভিংস/কিস্তি করবেন সেটি নির্ধারন করতে হবে যেমন (৬ মাস,১২ মাস,২৪ মাস,৩৬ মাস,৪৮ মাস) আপনি যেকোনো একটি সিলেক্ট করুন । 

7. কিস্তি পরিমাণ লিখুন :

  • আপনি সাপ্তাহে বা মাসে কত টাকা কিস্তি/সঞ্চয় করবেন পরিমাণ লিখুন । 
  • আপনি যদি সাপ্তাহিক করেন তাহলে ২৫০ থেকে ৫০০০ হাজার টাকা পযর্ন্ত ডিপিএস করতে পারবেন । 
  • আপনি যদি মাসিক কিস্তিতে রাখেন তাহলে ১০০০-১০০০০ পযর্ন্ত ডিপিএস করতে পারবেন ।

8. ব্যাংক সিলেক্ট করুন : 

  • আপনি কোন ব্যাংকে টাকা রাখতে চান এবং কোন ব্যাংকে লাভ কত সবকিছু আপনি নিচে দেখতে পারবেন । 
  • আপনার পছন্দ অনুযায়ী যেটাতে লাভ বেশি সেটি সিলেক্ট করুন । 


9. PIN নাম্বার দিন :

  • সবকিছু ঠিক থাকলে আপনার পিন নাম্বার দিয়ে কনফার্ম্ করুন । 

সেভিংস করে কি কি সুবিধা পাওয়া যায় ?

  • সেভিংস করে আপনি মাসে হাজার টাকা আয় করতে পারবেন । 
  • সেভিংস একাউন্ট থাকলে আপনি যেকোনো সময় বিকাশ অ্যাপ থেকে লোন নিতে পারবেন । 
  • সেভিংস/ডিপিএস একাউন্ট করলে আপনি যখন খুশি টাকা তুলতে পারবেন । 
  • সেভিংস সঞ্চায় করে আপনি বার্ষিক 9%-10% পযর্ন্ত সুদ/লাভ করতে পারবেন । 
  • মেয়াদ শেষে আপনার লাভ ও আসল টাকা একসাথে তুলতে পারবেন খুব সহজেই ।  

বিকাশে রেফার করে টাকা আয় করুন । 

  • আপনি যদি কাউকে বিকাশ অ্যাপে রেজিস্টার করে দিতে পারেন তাহলে আপনি এখান থেকে টাকা আয় করতে পারবেন । 
  • প্রতিদিন রেফার করে আপনি ১০০ টাকা করে ইনকাম করুন । 


Post a Comment

0 Comments