ফেসবুকে মনিটাইজেশন (Monetaization) পেয়েছেন কিনা কিভাবে চেক করবেন মোবাইল ও কম্পিউটার দিয়ে ।
- ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করবেন 2025 ?
- ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ? ফেসবুক একাউন্ট খুলে কিভাবে টাকা আয় করবেন ?
- ফেসবুক পেজ কিভাবে খুলবেন এবং এর থেকে কিভাবে টাকা আয় করবেন ?
- Facebook Verification কিভাবে করবেন এবং Verification Form কিভাবে পূরণ করবেন ?
- Facebook Page Settings এবং ফেসবুক মনিটাইজেশনের জন্য ১০০% কার্যকরী ?
- ফেসবুক একাউন্ট ডিলিট কিভাবে করবেন এবং Password কিভাবে পরিবর্তন করবেন ?
- Facebook Live কিভাবে করবেন ? Facebook Live করে কিভাবে টাকা আয় করবেন ?
- ফেসবুক পেজ থেকে কিভাবে খুব সহজে ডলার /টাকা উত্তোলন করবেন ?
- মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে পেমেন্ট (Payment) সেটআপ করবেন ?
- ফেসবুক থেকে টাকা তোলার সহজ মাধ্যম Payoneer Account, এই একাউন্টটি কিভাবে খুলবেন ?
- ফেসবুক পেজে মনিটাইজেশন (Monetization) পাওয়ার উপায় ১০০% কার্যকারী ?
- এই ফর্মটি পূরণ করলে আপনি Facebook,YouTube,Freelancer,Upwork, Fiverr, TikTok থেকে মার্কিন (Tex) কমিয়ে বেশি টাকা আয় করতে পারবেন ।
- মার্কিন (Tex) কমানো জন্য W-8BEN ফর্মটি পূরণ করুন 100 % জরুরী ?
মোবাইল দিয়ে মনিটাইজেশন চেক করার উপায় :
- প্রথমে আপনার Facebook App টি ওপেন করুন ।
- আপনার ফেসবুক পেজে Professional Mode চালু আছে কিনা দেখে নিন । যদি চালু করা না থাকে তাহলে Professional Mode চালু করুন ।
- আপনার ফেসবুক পেজ থেকে Professional Dashboard টি কিলিক করুন আপনি সহজে বোঝার জন্য নিচে একটি ছবি দেওয়া হল :
6. Not Yet eligible : আপনি যদি মনিটেইজেশন না পেয়ে
থাকেন তাহলে এই রকম একটি লিখা থাকবে । এবং নিচে চারটি অপশন আছে সেগুলো তালার মতো দেখাবে
তার মানে হলে আপনি এখনও মনিটাইজেশন পাননি ।
7. Eligible : Not Yet eligible এর জায়গায় যদি Eligible এই লিখাটি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি মনিটাইজেশন পেয়েছেন । এবং নিচের সকল তালা গুলো খুলে যাবে ।
কম্পিউটার দিয়ে মনিটাইজেশন চেক করার উপায় :
Facebook Creator Studio :
- প্রথমে এই লিংঙ্কটি কপি করে বা সরাসরি এখান কিলিক করে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন Link name : https://business.facebook.com
- এখন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করুন ।
- আপনার যদি একাধিক পেজ তৈরি করা থাকে তাহলে বাম পাশে একটি Box আছে সেখান থেকে আপনার পেজটি সিলেক্ট করুন ।
- এখন কম্পিউটারে বাম পাশে আপনার পেজের নাম দেখতে পাবেন ।
- এখন বাম পাশের মেনুতে একটু নিচে দিকে আসলে দেখবেন Monetization নামে একটি অপশন আছে সেখানে কিলিক ।
- Eligible : এখন মনিটাইজেশনে এসে Eligible দেখলে বুঝবেন আপনি মনিটাইজেশন পেয়েছেন ।
- Not Eligible: এর মানে হলে আপনি এখনো মনিটাইজেশন পাননি ।
আপনি যদি মনিটাইজেশন সম্পর্কে সকল তথ্য এবং আপনি
কত টাকা আয় করেছেন তা দেখার জন্য আপনার Play Store থেকে Meta Business Suite App টি
ডাউনলোড করে নিন ।
অথবা এই লিংঙ্কে কিলিক করুন : Business.facebook.con/creatorstudio
ফলোয়ার : মনিটাইজেশন
চালু করতে হলে আপনাকে অবশ্যই ১০,০০০ হাজার ফেসবুক পেজে ফলোয়ার থাকতে হবে ।
ভিডিও ভিউ
: ৬০ দিনে
৬,০০,০০০ লক্ষ মিনিট ভিডিও ভিউ থাকতে হবে এর মানে হলো ধরুন আপনি 10 মিনিটে
একটি ভিডিও পোস্ট করলেন কোন ভিজিটর আপনার এই ভিডিওটি দেখলে যত মিনিট দেখে তত মিনিট
আপনার ফেসবুকে এড হবে । তাই বেশি পরিমাণ ভিডিও পোস্ট করার চেষ্টা করুন ।




0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!