(ক). Table of Contents Group
1. Table of Contents :
- যেকোনো Document –এ সূচিপত্র দেওয়া জন্য Table of Contents ব্যবহার
করা হয় । সূচিপত্র এটি সাধারণত আপনার ডকুমেন্ট এর প্রথম পেজে থাকে ।
- Table of Contents তৈরি করার জন্য আপনাকে Home Tab থেকে
Multilevel List ব্যবহার করতে হবে ।
- আপনি চাইলে Numbering করে আপনি Table of Contents তৈরি করতে পারবেন
।
- Multilevel List/Number ব্যবহার করে Content তৈরি শেষ হলে Add Text দিয়ে লেভেল সিলেক্ট করে দিন তারপর Table of Contents এই অপশনে ক্লিক করুন এবং এখন থেকে যেকোনো একটি টেবিল সিলেক্ট করুন ।
- তারপর ঠিক নিচের ছবিটির মতো শো করবে ।
2. Insert table of Contents :
- এখান থেকে আপনার সূচিপত্রকে কিভাবে সাজাবেন এবং সূচিপত্রকে কিভাবে
ডিজাইন করবেন তার বিস্তারিত এখান থেকে করতে পারবেন ।
- এখান থেকে সূচিপত্রে যে কাজ গুলো করতে পারবেন যেমন : Show Page
Number/Tab-Leader/Form Template/Use Hyperlink Page Number ইত্যাদি আপনার সূচিপত্রে
সেট করতে পারবেন ।
3. Save Selection Table Contents gallery :
- Table of Contents তৈরি করার পর আপনি চাইলে সেটি পরবর্তীতে কাজ করার
জন্য এটি এখানে সেভ করে রাখতে পারবেন ।
4. Add Text :
- Level 1/Level 2/Level 3 এভাবে লেভেস ব্যবহার করে আপনি টেবিলটি সাজাতে
পারবেন । আপনি চাইলে লেভেল যত ইচ্ছা তত বাড়াতে পারবেন ।
5. Update Table :
- তৈরিকৃত টেবিল নতুন করে Update করলে সেটি Table of Contents আনার
জন্য Update Table –এ ক্লিক করতে হবে ।
(খ). Footnotes Group
- যেকোনো একটি নির্দিষ্ট পেজে নিচে সংক্ষিপ্ত আকারে বিবরণ দেওয়া জন্য
এই Footnote ব্যবহার করা হয় ।
- Insert Footnote দেওয়া জন্য প্রথমে যে শব্দটিতে Footnote দিতে চান
সেটি সিলেক্ট করুন তারপর আপনার Footnote টি লিখুন ।
2. Insert Endnote :
- একটি Document –এ সবার শেষে সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার জন্য এই
Endnote ব্যবহার করা হয় ।
3. Next Footnote :
- এক Footnote থেকে অন্য Footnote –এ যাওয়ার জন্য Next Footnote টি
ব্যবহার করা হয় ।
(গ). Citations & Bibliography Group
- এটির কাজ হলো কোনো একটি বই এর লেককের পরিচিতি দেওয়ার জন্য এটি ব্যবহার
করা হয় ।
- এখানে Writer Name,Publishar Name,Address,Mobile Number,Publishar Year দিয়ে
Insert Citation তৈরি করুন ।
- Citations and Bibligography গিয়ে সেটি Citation টি আপনার Document –এ নিয়ে আসতে
পারবেন ।
(ঘ). Caption Group
1. Insert Caption :
- যেকোনো Picture/Shape এর নিচে টাইটেল দেওয়ার জন্য এটি ব্যবহার করা
হয় । New level –এ গিয়ে আপনি নিজের ইচ্ছে মতো Picture Caption দিতে পারবেন ।
2. Insert Table of Figures :
- এখান থেকে আপনি Table of Contents এর মতো অথবা সূচিপত্র এর মতো করে
প্রথম পেজে আনার জন্য এখান থেকে ব্যবহার করতে হবে ।
3. Cross-reference :
- যেকোনো ডকুমেন্টে Bookmark, Footnote, Endnote, Table ইত্যাদি দেওয়া
থাকলে তা এখান থেকে যেখানে খুশি সেখানে দিয়া যায় ।
(ঙ). Index Group
1. Mark Entry :
- এটি Document –এ গুরুত্বপর্ণ্য শব্দগুলোকে Mark করে
প্রথম পেজে আনার জন্য এটি ব্যবহার হয় । এটি আবার Hyperlink এর মতো কাজ করে থাকে ।
2. Insert Index :






0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!