ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়া উপায় কি ? ফেসবুকে মনিটাইজেশন পাওয়া জন্য কি কি করতে হবে । ফেসবুক কাদেরকে মনিটাইজেশন দেয় 100% কার্যকারী ?
- ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করবেন 2025 ?
- ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ? ফেসবুক একাউন্ট খুলে কিভাবে টাকা আয় করবেন ?
- ফেসবুক পেজ কিভাবে খুলবেন এবং এর থেকে কিভাবে টাকা আয় করবেন ?
- Facebook Verification কিভাবে করবেন এবং Verification Form কিভাবে পূরণ করবেন ?
- Facebook Page Settings এবং ফেসবুক মনিটাইজেশনের জন্য ১০০% কার্যকরী ?
- ফেসবুক একাউন্ট ডিলিট কিভাবে করবেন এবং Password কিভাবে পরিবর্তন করবেন ?
- Facebook Live কিভাবে করবেন ? Facebook Live করে কিভাবে টাকা আয় করবেন ?
- ফেসবুক পেজ থেকে কিভাবে খুব সহজে ডলার /টাকা উত্তোলন করবেন ?
- মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে পেমেন্ট (Payment) সেটআপ করবেন ?
- ফেসবুক থেকে টাকা তোলার সহজ মাধ্যম Payoneer Account, এই একাউন্টটি কিভাবে খুলবেন ?
- Mobile & Computer দিয়ে মনিটাইজেশন পেয়েছেন কিনা চেক করুন খুব সহজেই ?
- এই ফর্মটি পূরণ করলে আপনি Facebook,YouTube,Freelancer,Upwork, Fiverr, TikTok থেকে মার্কিন (Tex) কমিয়ে বেশি টাকা আয় করতে পারবেন ।
- মার্কিন (Tex) কমানো জন্য W-8BEN ফর্মটি পূরণ করুন 100 % জরুরী ?
আপনার ফেসবুকে নিচে এই কাজ গুলো সম্পূর্ণ্য করলে আপনার মনিটাইজেশন (Monetization) পাওয়ার আর কোন বাধা থাকবে না । কোন কাজ গুলো করলে আপনি মনিটাইজেশন পাবেন তা নিচে দেওয়া হলো ।
1. মনিটাইজেশন চালু : আপনি যদি প্রতিদিন ভিডিও এবং বিভিন্ন জনপ্রিয় কনটেন্ট তৈরি করেন তাহলে আপনি আপনার ফেসবুক মনিটাইজেশন চালু করে ইনকাম করতে পারেন ।
2. ফলোয়ার : মনিটাইজেশন চালু করতে হলে আপনাকে অবশ্যই ১০,০০০ হাজার ফেসবুক ফলোয়ার থাকতে হবে ।
3. ভিডিও ভিউ : ৬০ দিনে ৬,০০,০০০ লক্ষ মিনিট ভিডিও ভিউ থাকতে হবে এর মানে হলো ধরুন আপনি 10 মিনিটে একটি ভিডিও পোস্ট করলেন কোন ভিজিটর আপনার এই ভিডিওটি দেখলে যত মিনিট দেখে তত মিনিট আপনার ফেসবুকে এড হবে । তাই বেশি পরিমাণ ভিডিও পোস্ট করার চেষ্টা করুন ।
ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে যে ধাপ গুলো পূরণ করতে হবে এবং কিভাবে আপনি সহজে মনিটােইজেশন পাবেন তা নিচে দেওয়া হল :
1. Followers :
ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন পাওয়ার একমাত্র
মাধ্যম হলো আপনার ফলোয়ার । মনিটাইজেশন চালু
করতে হলে আপনাকে অবশ্যই ১০০০০ হাজার ফেসবুক ফলোয়ার থাকতে হবে ।
আপনার ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়াবেন :
আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য
আপনাকে যে কাজ গুলো করতে হবে ।
l নিজের তৈরি কনটেন্ট
দিন :
আপনার নিজের তৈরি কনটেন্ট শেয়ার করুন যেমন: শিক্ষামূলক
কনটেন্ট, ছবি, ভিডিও, রিলস, নতুন লিখা পোস্ট করুন ।
l
কপি-পেস্ট
থেকে বিরত থাকুন :
অন্যের
ব্যবহার করা মিউজিক, অডিও, ভিডিও, ছবি, কনটেন্ট কখনো কপি করে আপনার পেজে পেস্ট করবেন
না এতে আপনার ফেসবুক মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় ।
l শর্ট্ ভিডিও পোস্ট করুন :
আপনি ২০-৬০ সেকেন্ডের শর্ট্ ভিডিও বানানো চেষ্টা করুন এতে করে দ্রুত আপনার ফলোয়ার বৃদ্ধি পাওয়ার সম্ভবনা বেশি থাকে ।
l
সোশ্যাল মিডিয়া থেকে
ফলোয়ার বাড়ান :
আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একাউন্ট থাকলে সেখানে
আপনার ফেসবুক পেজে লিংঙ্ক গুলো শেয়ার করে ফলোয়ার বাড়াতে পারেন যেমন : YouTube, WhatsApp, IMo,Telegram,
Instagram ইত্যাদি ।
l
ফেসবুক Live করে ফলোয়ার বাড়ান :
আপনার পেজে ফলোয়ার বাড়ানো জন্য আপনাকে দৈনিক ১ হলেও
ফেসবুক লাইভ করার চেষ্টা করুন এতে করে আপনার ফলোয়ার বাড়বে ।
l
শেয়ারিং বাড়ানো :
আপনি
এমন কিছু পোস্ট লিখুন,হেল্পফুল টিপস বা ভিডিও পোস্ট করুন যেটা ভিজিটররা আপনার পোস্ট
গুলো দেখে শেয়ার করতে চায় ।
l
ফেসবুক পেজ ডিজাইন
:
Canva.com ওয়েবসাইটে গিয়ে আপনি একটি সুন্দর আপনার
ফেসবুক প্রোফাইল ছবি ও কভার ফটো তৈরি করে আপনার পেজে আপলোড করুন ।
l
নিয়মিত পোস্ট করুন :
প্রতিদিন নিয়মিত ২-৩ টি ছবি, লিখা পোস্ট
করুন এবং সপ্তাহে ৫-৬ টি ভিডিও রিলস করুন এতে করে আপনার ভিউ এবং ফলোয়ার বৃদ্ধি পাবে
। আপনি নির্দিষ্ট একটি সময় সেট করে পোস্ট করার চেষ্টা করুন এতে করে ফলোয়াররা আপনার
পোস্ট গুলো দেখতে অভ্যস্ত হয়ে যায় ।
l
Watch
Hours খুবই গরুত্বপর্ণ্য :
ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে ৬০ দিনের মধ্যে 60000 হাজার মিনিট বা 1000 ঘন্টা ভিডিও দেখা লাগবে । সহজ ভাবে বলতে গেয়ে আপনি ফেসবুকে যে ভিডিও গুলো আপলোড করে সেই ভিডিও গুলো ভিজিটররা 1000 ঘন্টা দেখলে আপনি ফেসবুক মনিটাইজেশন পাবেন ।
Page Setup :
আপনার পেজটি অবশ্যই Professional মোডে হতে হবে ।
আপনার পেজে About Info, Email, Category তে সব গুলো তথ্য সঠিক ভাবে পূরণ করে দিতে হবে
। ফেসবুক আপনার সব তথ্য গুলো তদারকি করবে তাই আপনার সকল তথ্য গুলো ঠিকভাবে থাকলে আপনি
মনিটাইজেশন পাওয়ার সম্ভবনা থাকে ।
Monetization
পেয়েছেন কিনা চেক করুন:
আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পেয়েছেন কিনা তা কিভাবে চেক করবেন । আপনার ফেসবুক সেটিংস গিয়ে Monetization Tab Click এখন এখানে যদি Eligibility লিখাটি দেখতে পান তাহলে বুঝবেন আপনি মনিটাইজেশন পেয়েছে আর যদি Not Eligibility থাকে তাহলে বুঝবেন আপনি মনিটাইজেশন পান নি ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!