Facebook, YouTube,Freelancer, Upwork, Fiverr ,TikTok থেকে ডলার তোলার সময় 30% Tex কেটে নেওয়া হয় সেটা কিভাবে কমাবেন । W-8BEN Form তৈরি করে আপনার Tex কমান ।
- ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করবেন 2025 ?
- ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ? ফেসবুক একাউন্ট খুলে কিভাবে টাকা আয় করবেন ?
- ফেসবুক পেজ কিভাবে খুলবেন এবং এর থেকে কিভাবে টাকা আয় করবেন ?
- Facebook Verification কিভাবে করবেন এবং Verification Form কিভাবে পূরণ করবেন ?
- Facebook Page Settings এবং ফেসবুক মনিটাইজেশনের জন্য ১০০% কার্যকরী ?
- ফেসবুক একাউন্ট ডিলিট কিভাবে করবেন এবং Password কিভাবে পরিবর্তন করবেন ?
- Facebook Live কিভাবে করবেন ? Facebook Live করে কিভাবে টাকা আয় করবেন ?
- ফেসবুক পেজ থেকে কিভাবে খুব সহজে ডলার /টাকা উত্তোলন করবেন ?
- মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে পেমেন্ট (Payment) সেটআপ করবেন ?
- ফেসবুক থেকে টাকা তোলার সহজ মাধ্যম Payoneer Account, এই একাউন্টটি কিভাবে খুলবেন ?
- ফেসবুক পেজে মনিটাইজেশন (Monetization) পাওয়ার উপায় ১০০% কার্যকারী ?
- Mobile & Computer দিয়ে মনিটাইজেশন পেয়েছেন কিনা চেক করুন খুব সহজেই ?
- মার্কিন (Tex) কমানো জন্য W-8BEN ফর্মটি পূরণ করুন 100 % জরুরী ?
W-8BEN Form কী ?
W-8BEN এটি খুবই গুরুত্বপর্ণ্য আপনি যদি মার্কিন কোনো কোম্পনি থেকে US ডলার তুলতে চান তাহলে আপনাকে মার্কিন (Tex) প্রদান করতে হবে । আপনি যদি এই ফর্মটি পূরণ করেন তাহলে মার্কিন কোম্পনি গুলো আপনার কাছ থেকে Tex খুবই কম কাটবে ।
মার্কিন প্রতিষ্ঠান বা কোম্পনি নাম :
বর্তমানে মার্কিন প্রতিষ্ঠান বা কোম্পনি গুলোর নাম হলো : ফেসবুক, ইউটিউব, টিকটক, গুগল অ্যাডসেন্স, ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক্, ফাইভার ইত্যাদি । এখন এগুলো থেকে ইনকাম করা হয় US ডলার এর মাধ্যমে এখান থেকে আপনার Tex টি কেটে নেওয়া হয় ।
W-8BEN Form এর সুবিধা গুলো কি কি ?
- আপনি যদি বাংলাদেশ থেকে এই মার্কিন কোম্পনি গুলো থেকে আয় করেন তাহলে আপনাকে মার্কিন দেশে টেক্স অনুযায়ী আপনাকে টেক্স প্রদান করতে হবে ।
- আপনি যদি এই ফর্মটি পূরণ করেন তাহলে আপনার কাছ থেকে Tex এর রেট কম কাটবে ।
- আপনি যদি মার্কিন নাগরিক না হন তাহলে এই ফর্মটি পূরণ করুন । কারণ মার্কিন নাগরিকদের টেক্স এর পরিমাণ বেশি ।
- আপনি যদি এই ফর্মটি পূরণ করে তাহলে তারা বুঝবে আপনি মার্কিন নাগরিক নন তাই তারা টেক্স এর পরিমাণ কম কাটবে ।
W-8BEN Form টি কোন কোন প্রতিষ্ঠানে কাজে লাগে
আপনি যদি অনলাইনে মাধ্যমে এই প্ল্যাটফর্ম্ বা মার্কেটপ্লেস থেকে ডলার ইনকাম করতে চান তাহলে আপনাকে এই ফর্মটি অবশ্যই পূরণ করতে হবে এতে আপনার ইনকাম বাড়বে ।
1. Facebook, YouTube, TikTok, Google AdSense, এই কোম্পানি গুলোতে থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে তারা ডলার হিসেবে টাকা প্রদান করে থাকে ।
2. আপনি যদি মার্কিন নাগরিক না হন তাহলে এই W-8BEN ফর্মটি পূরণ করুন এতে আপনার Tex অনেকটাই কম টাকবে ।
3. মার্কিন নাগরিক দের বেশি পরিমাণ ট্যাক্স দিতে হয় ।
4. আপনি যে মার্কিন নাগনিক নন সেটার প্রমাণ হলে আপনাকে W-8BEN Form টি পূরণ করতে হবে ।এতে আপনার দেশের নাম উল্লেখ থাকে ।
5. আউটসোসিং মার্কেটপ্লেস যেমন: Freelancer, Upwork, Fiverr ইত্যাদি থেকে ইনকাম করলে তখন আপনার ট্যাক্স কম কাটার জন্য W-8BEN Form টি পূরণ করে নিবেন ।
W-8BEN Form টি কিভাবে পূরণ করবে বিস্তারিত এখানে কিলিক করুন ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!