ব্লগিং কি ? ব্লগার কারা ? ব্লগিং কিভাবে শুরু করবেন ?

 ব্লগিং কি ? ব্লগার কারা ? ব্লগিং কিভাবে শুরু করবেন ?



ব্লগিং কি ? ব্লগার কারা ? ব্লগিং কিভাবে শুরু করবেন ?

  1.  ব্লগে একাউন্ট খোলার নিয়ম/কীভাবে ব্লগ একাউন্ট খোলতে হয় ?
  2. ব্লগ পোস্ট করার নিয়ম/কীভাবে ব্লগ পোস্ট করা হয় ?
  3.  ব্লগ থেকে কীভাবে আয় করা যায় ? 
  4.  ব্লগার layout Settings(Page,Social Top,Logo,Google Ads,Main Menu,Main Slide,Footer Section)
  5.  ব্লগার প্রোফাইল তৈরি করুন খুব সহজেই ?
  6.  ব্লগারে Google Ads & SEO জন্য ১০০% গুরুত্বপর্ণ্য  Blogger  Settings সকল কাজ এক সাথে ?
  7. ফ্রী ব্লগার Theme Download & Install কিভাবে করবেন ?
  8. ব্লগারে ভিজিটর পাওয়ার সহজ উপায় / ব্লগে Ranking বাড়ানো উপায় / সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আনার উপায় । 
  9. 100%  Google Adsense Approvel পাওয়ার  সহজ উপায় ?
  10. পাবলিশ করা পোস্ট Google Search  না আসার কারণ এবং এর সঠিক সমাধান কী ?


ব্লগিং কি ?

ব্লগিং হলো মূলত ইন্টারনেটে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান  কোনো একটি বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখা লেখি, ছবি, ভিডিও, অডিও বা অন্যান্য কনটেন্ট প্রকাশ করার কাজকে ব্লগিং বলা হয় । 

ব্লগিং করে কিভাবে টাকা আয় করা যায় সকল কাজ গুলো আমি এখানে ধাপে ধাপে তুলে ধরবো কিভাবে ব্লগ একাউন্ট খুলবেন, কিভাবে ফ্রীতে ব্লগ Theme Download and Install করবেন সব কিছু এখানে তুলে ধরা হবে সবসময় আমাদের সাথে যুক্ত থাকুন । 

1. ব্লগিং এটির মূল উদ্দেশ্য হলো আপনার নিজের জানা বিভিন্ন বিষয়ে জ্ঞান অন্যদের জানানো । 

2. বিভিন্ন বিষয়ে জানা আপনার নিজের মতামত বা অভিজ্ঞতা তুলে ধরা সেটা হতে পারে বিভিন্ন বিষয়ে লেখা লেখি,          ছবি, ভিডিও গল্প ইত্যাদি তুলে ধরা । 

3. এখানে বিভিন্ন বিজ্ঞাপন, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পনসরশিপ ইত্যাদি Add করে সহজে টাকা আয় করা যায় । 

4. এখানে আপনি আপনার অনলাইনে পরিচিতি গড়ে তুলতে পারবেন এখানে আপনি আপনার জ্ঞানকে বৃদ্ধি করতে              পারবেন এবং অন্যকে শেখাতে পারবেন ।  


ব্লগিং এর প্রকারভেদ 

ব্লগিং বিভিন্ন ধরনের হতে পারে যেমন : 

1. ব্যক্তিগত ব্লগিং (Personal Blogging) : এখানে আপনি আপনার ব্যক্তির নিজের দৈনন্দিন জীবন অভিজ্ঞতা  ভ্রমণ বা মতামত নিয়ে লিখতে পারেন ।  

2. নিশ ব্লগিং (Niche Blogging) : এটি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে ব্লগিং লিখা হয় যেমন : স্বাস্থ্য, প্রযুক্তি, সফটওয়্যার,গ্যাজেট রিভিউ, রান্না রেসিপি, রেস্টুরেন্ট রিভিউ ইত্যাদি মতামত নিয়ে লিখতে পারেন । 

3. পেশাদার ব্লগিং (Professional Blogging) :  Professional Blogging বলতে টাকা আয়ের উৎসকে বোঝায় যেমন : Google AdSense, Affiliate Marketing, Sponsorship, Digital Products এগুলো আপনার ব্লগে ব্যবহার করে টাকা আয় করা যায় ।   ব্লগিং হলো একটি অনলাইন কার্যক্রম যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়মিতভাবে বিভিন্ন বিষয় নিয়ে লেখা প্রকাশ করে, যা সাধারণত একটি ওয়েবসাইট বা ব্লগ প্ল্যাটফর্মে দেখা যায়। এটি হতে পারে ব্যক্তিগত অভিজ্ঞতা, থ্যতভিত্তিক লেখা, টিউটোরিয়াল, রিভিউ, বা যেকোনো বিষয় যা পাঠকদের আগ্রহী করে তোলে।


ব্লগার কারা ? কাদেরকে ব্লগার বলা হয় ?

ব্লগার হলো সেই ব্যক্তি বা গোষ্ঠী যারা নিয়মিতভাবে ব্লগ লিখে বা কন্টেন্ট তৈরি করে এবং তা ইন্টারনেটে প্রকাশ করে তাদেরকে ব্লগার বলা হয় । ব্লগাররা বিভিন্ন বিষয়ে লিখতে পারে, যেমন—শিক্ষা, প্রযুক্তি, ফ্যাশন, ভ্রমণ, রান্না, স্বাস্থ্য, ফিন্যান্স, বা ব্যক্তিগত অভিজ্ঞতা। 

1. যাঁরা নিজস্ব ওয়েবসাইটে বা অন্যের ওয়েবসাইটে ব্লগে লেখা লেখি করেন

2. যাঁরা নিয়মিতবাবে বিভিন্ন কনটেন্ট তৈরি করেন এবং প্রকাশ করেন ।

3. যারা নিজের জীবন অভিজ্ঞতা, অনুভুতি নিযে লেখেন তারাই হলেন ব্লগার

4. ব্লগাররা পাঠকদের বিভিন্ন কমেন্ট, ইমেইল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠকদের সাথে যোগাযোগ রাখেন । 

5. যারা কন্টেন্ট শেয়ার করার জন্য একটি ব্লগ বা ওয়েবসাইট ব্যবহার করেন যেমন : Blogger.com, Wordpress, Medium কন্টেন্ট শেয়ার করার জন্য একটি ব্লগ/ওয়েবসাইট ব্যবহার করেন (যেমন: Blogger.com, WordPress, Medium) ইত্যাদি ।  


কীভাবে ব্লগিং শুরু করবেন ?


ব্লগিং শুরু করা খুব সহজ এখানে কিন্তু সফলভাবে ব্লগার চালাতে হলে আপনাকে কিছু ব্লগার সেটিং এবং SEO সম্পর্কে ভালো ধারনা দিতে হবে । ব্লগিং কিভাবে শুরু করবেন এবং কীভাবে ব্লগিং থেকে টাকা আয় করবেন শুরু থেকে শেষ পযর্ন্ত আপনি আমাদের  সাথে থাকেন । তাহলে আপনি ব্লগিং সম্পর্কে ভালো ভাবে ধারণা নিতে পারবেন । 

ব্লগিং লিখার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন বিষয়ে ব্লগিং লিখবেন এবং কোন বিষয়ের উপর আপনার ভালো জ্ঞান ও দক্ষতা আছে সেই বিষয়ে নিয়ে কাজ করা ভালো যেমন আপনি চাইলেই এগুলো নিয়ে লিখতে  পারেন প্রযুক্তি, স্বাস্থ্য, ভ্রমণ, রান্না শিক্ষা ফ্যাশন, ফ্রিল্যান্সিং, ইত্যাদি নিয়ে কাজ শুরু করতে পারেন ।  


Post a Comment

0 Comments