ব্লগে বেশি পরিমান ভিজিটর পাওয়ার জন্য যে কাজগুলো
করতে হবে ?
- ব্লগিং কি ? কিভাবে ব্লগিং শুরু করবেন ?
- ব্লগে একাউন্ট খোলার নিয়ম/কীভাবে ব্লগ একাউন্ট খোলতে হয় ?
- ব্লগ পোস্ট করার নিয়ম/কীভাবে ব্লগ পোস্ট করা হয় ?
- ব্লগ থেকে কীভাবে আয় করা যায় ?
- ব্লগার layout Settings(Page,Social Top,Logo,Google Ads,Main Menu,Main Slide,Footer Section)
- ব্লগার প্রোফাইল তৈরি করুন খুব সহজেই ?
- ব্লগারে Google Ads & SEO জন্য ১০০% গুরুত্বপর্ণ্য Blogger Settings সকল কাজ এক সাথে ?
- ফ্রী ব্লগার Theme Download & Install কিভাবে করবেন ?
- 100% Google Adsense Approvel পাওয়ার সহজ উপায় ?
- পাবলিশ করা পোস্ট Google Search না আসার কারণ এবং এর সঠিক সমাধান কী ?
আপনার ব্লগে বেশি পরিমাণ
ভিজিটর পাওয়ার জন্য আপনাকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো ।
মানসম্মত ও ভালো মানের কন্টেন্ট তৈরি করুন :
1. পাঠকের
জন্য উপকারী, তথ্যসমৃদ্ধ ও সহজ ভাষায় লেখা দিন এবং গভীরভাবে গবেষণা করে কন্টেন্ট তৈরি করুন ।
2. ইউজারদের
বা ভিজিটরদের সমস্যা সমাধান হতে পারে এমন কন্টেন্ট তৈরি করুন
3. আপনার
আটিকেলটি কমপক্ষে 500-1500 শব্দের মধ্যে রাখার চেষ্টা করবেন ।
4. নিয়মিত
আপনার পোস্ট লিখা আপডেট করুন এবং পুরনো পোস্টে নতুন লিখা যোগ করুন ।
SEO(Search Engine Optimization)করুন :
1. আপনার
ব্লগ পোস্টে অবশ্যই SEO ভিত্তিক Title, Meta Description, Alt Text সঠিকভাবে ব্যবহার
করুন ।
2. SEO
কীওয়ার্ড্ রিসার্চ্ করার জন্য এগুলো ব্যবহার করতে পারেন যেমন :(Google Keyword
Planner, Ubersuggest, Ahrefs)
3. আপনার Title এর কিওয়ার্ডটি 50 অক্ষরের মধ্যে রাখার চেষ্টা করুন ।
4. Meta
Description অবশ্যই দিতে হবে এতে 150 অক্ষরের মধ্যে একটি সারাংশ লিখুন ।
প্রতিদিন পোস্ট করার চেষ্টা করুন :
1. নিয়মিত
পোস্ট করার চেষ্টা করুন এতে Google আপনার সাইটকে বেশি গুরুত্ব দেয় ।
2. ভিজিটররা
জানবে যে আপনি নিয়মিত নতুন তথ্য দেন তাই তারা বারবার আপনার সাইটে ভিজিট করবে ।
3. প্রতিদিন
কমপক্ষে ২ থেকে ৩ পোস্ট করার চেষ্টা করুন এতে করে আপনি ভিজিটর বাড়বে ।
সোশ্যাল মিডিয়া Add করুন :
1. ব্লগে
পোস্ট করা বিভিন্ন বিষয়গুলি ভালো ভিজিটর ও আপনার ওয়েবসাইটটিকে Ranking এ আনার জন্য
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে হবে ।
2. আপনার
পোস্ট গুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার জন্য যে সাইট গুলো বেছে নিবেন যেমন : (Facebook, YouTube,Instagram,
Linkedin, Twitter, TikTok, Whatsapp, Telegram,Snapchart, Reddit, Behance) আপনার
পোস্ট গুলো এখানে শেয়ার করুন ।
3. আপনার
ব্লগে আপনার নাম দিয়ে একটি Facebook Page খুলুন ।
4. আপনি
একটি ইউটিউব চ্যানেল খুলুন এতে আপনার ব্লগের বিষয়বস্তু ভিডিও আকারে তৈরি করুন এবং আপনার
Description এ আপনার ব্লগার এর Link যুক্ত করুন । এতে করে আপনার ব্লগ সাইটে ভিজিটর
বাড়বে ।
ছবি, অডিও, ভিডিওতে SEO করে ভিজিটর বাড়ানো :
1. আপনি আপনার ব্লগ সাইটে বিভিন্ন ছবি অডিও, ভিডিওতে SEO Link ব্যবহার করে ভিজিটর বাড়াতে পারবেন ।
2. আপনি আপনারি ব্লগ পোস্টে যে ছবিটি SEO করবেন সেটি সিলেক্ট করুন তারপর সেটিংস নামে একটি অপশন আসেব সেটিতে কিলিক করুন তারপর Alt Text & Title Text এর ঘরে আপনা পোস্ট করার টাইটেল নামটি এখানে বাসান তারপর সেভ এ কিলিক করুন ।
3. এটির মূল কাজ হলো বিভিন্ন ব্রাউজার সার্চ্ করলে Image নামে একটি অপশন আছে সেখানে আপনার ইমেইজটি যুক্ত হবে এবং যে কেউ আপনার ছবিতে কিলিক করলেই সে আপনার সাইটে চলে আসেব ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!