ফেসবুক পেজে পেমেন্ট সেটআপ কিভাবে করবো

 মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে পেমেন্ট সেটআপ করবেন  (How to setup payment after getting monetization)


মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে আপনার ফেসবুকে পেমেন্ট সেটআপ করবেন || ফেসবুক পেজ ব্যাংক একাউন্ট কিভাবে যোগ করবেন ।

  1. ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করবেন 2025 ?
  2. ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ? ফেসবুক একাউন্ট খুলে কিভাবে টাকা আয় করবেন ?
  3. ফেসবুক পেজ কিভাবে খুলবেন এবং এর থেকে কিভাবে টাকা আয় করবেন ?
  4. Facebook Verification কিভাবে করবেন এবং Verification Form কিভাবে পূরণ করবেন ?
  5. Facebook Page Settings এবং ফেসবুক মনিটাইজেশনের জন্য ১০০% কার্যকরী ?
  6. ফেসবুক একাউন্ট ডিলিট কিভাবে করবেন এবং Password কিভাবে পরিবর্তন করবেন ?
  7. Facebook Live কিভাবে করবেন ? Facebook Live করে কিভাবে টাকা আয় করবেন ?
  8. ফেসবুক পেজ থেকে কিভাবে খুব সহজে ডলার /টাকা উত্তোলন করবেন  ? 
  9. মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে পেমেন্ট (Payment) সেটআপ করবেন ?
  10. ফেসবুক থেকে টাকা তোলার সহজ মাধ্যম Payoneer Account, এই একাউন্টটি কিভাবে খুলবেন ?
  11. ফেসবুক পেজে মনিটাইজেশন (Monetization) পাওয়ার উপায় ১০০% কার্যকারী ?
  12. Mobile & Computer দিয়ে মনিটাইজেশন  পেয়েছেন কিনা চেক করুন খুব সহজেই ?
  13. মার্কিন (Tex) কমানো জন্য W-8BEN ফর্মটি পূরণ করুন 100 % জরুরী ?


ফেসবুক পেজ মনিটাইজেশন অ্যাপ্রুভ পাওয়ার পর আপনাকে যে সেটিংস গুলো করতে হবে । সঠিকভাবে সেটিংস করতে না পারলে আপনি আয় করতে পারবেন না । নিচে সেটিংস এর বিভিন্ন ধাপ গুলো বিস্তারিত ভাবে দেওয়া হলো । 

Payment Setup (পেমেন্ট সেটআপ)

1. Payment Setup (পেমেন্ট সেটআপ করুন)

Payment Setup করার জন্য এই লিংঙ্কে কিলিক করুন https://business.facebook.com/

2. Prefessional Deshboard (প্রফেশনাল ড্যাশবোর্ড)

আপনি চাইলে অন্য ভাবে এই পেইজে যেতে পারেন আপনার ফেসবুক পেজে প্রফেশনাল মোড চালু থাকলে আপনার ফেসবুকে উপরের ডানদিকে Professional Deshboard গিয়ে আপনি এই পেজ এ আসতে পারবেন । 

3. Monetization Select (মনিটাইজেশন সিলেক্ট করুন )

ড্যাশবোর্ডে  বামপাশে দিকে Monetization অপশনটি সিলেক্ট করুন । 

4. Eligible & Not Eligible (যোগ্য এবং অযোগ্য)

  • Eligible : Eligible মানে হল আপনি যদি মনিটাইজেশন অ্যাপ্রুভ পেয়ে থাকেন তাহলে Eligible আসবে এর মানে হলো আপনি Payment Setup করতে পারবেন । 
  • Not Eligible : এটার মানে হলো আপনি এখনো মনিটাইজেশন অ্যাপ্রুভ পাননি । আপনি সহজে বোঝার জন্য নিচে একটি ছবি দেওয়া হল : 



5. Set Up Payouts (পেআউট সেট আপ করুন)

মনিটাইজেশন অ্যাপ্রুভ পাওয়ার পর Payouts অপশনটি আসবে । আপনার পেজ এ অ্যাপ্রুভ না পাওয়া পযর্ন্ত আপনি Payment Setup করতে পারবেন না ।
 
6. Meta Payout Setup (মেটা পেআউট সেটআপ)

 আপনার ফেসবুক পেজে Meta Payout Setup নামে একটি নতুন পেজ আসবে । 

7. Country & Currency (দেশ ও মুদ্রা সেটিংস)

 আপনি যে দেশে বাস করেন সেটি নির্বাচন করুন । Currency হিসেবে আপনি USD Dollar অথবা আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করুন । Next বাটনে কিলিক করুন । 

8. Payment method setup (পেমেন্ট পদ্ধতি সেটআপ করুন)

আপনি এখানে পেমেন্ট মেথড দুইভাগে করতে পারেন । Bank Account , Payoneer Account অথবা PayPal Account, Local Payment Method অ্যাড করুন । 

9. Bank Account Create (ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার নিয়ম )

 আপনার Bank Name, Account Holder Name, Account Number, Routing Number (SWIFT/BIC), Branch Address ইত্যাদি সঠিকভাবে পূরণ করে Save অপশনে কিলিক করুন ।

Post a Comment

0 Comments