- ডাটা অ্যাডমিনিস্ট্রেটর কী/ডাটা অ্যাডমিনিস্ট্রেটর কাকে বলে /কাকে ডাটা অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়?
- ডাটা অ্যাডমিনিস্ট্রেটররা কোথায় এবং কোন কোন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন ?
- একজন ডাটা অ্যামিনিস্ট্রেটর এর কাজ কী ? একজন ডাটা অ্যাডমিনিস্ট্রেটর কী কী জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ?
একজন ডেটা অ্যাডমিনিস্ট্রেটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয় ?একজন ডেটা অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার জন্য কী কী শিখতে হবে ? ডাটা অ্যাডমিনিস্ট্রেটর এর মাসিক আয় কত ?
একজন ডেটা অ্যাডমিনিস্ট্রেটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয় ?
একজন ডেটা অ্যাডমিনিস্ট্রেটর (Data Administrator) হওয়ার জন্য কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতা, এবং ব্যক্তিগত গুণাবলি থাকতে হয়।
নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো :
শিক্ষাগত যোগ্যতা :
- কম্পিউটার অপ সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং,ইনফরমেশন টেকনোলজি এবং তথ্য প্রযুক্তি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জ্ন করা ।
টেকনিক্যাল স্কিল বা প্রযুক্তিগত জ্ঞান :
- SQL(Structured Query Language): SQL এর মাধ্যমে বিভিন্ন ডেটা খোঁজা, ডাটা আপডেট করা, ভুল বা ডুবলিকেইট ডাটা মুছে ফেলা এবং ডাটা দিয়ে রিপোর্ট্ তৈরি করা ।
ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা টুলস :
- ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম এর সকল টুলস গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যেমন : MySQL, Oracle, Microsoft SQL Server, PostgreSQL, Power BI, Tableau ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ।
ডাটাবেস ডিজাইন :
- ডাটাকে সুন্দর ভাবে ডিজাইন করার জন্য ডেটাবেজে টেবিল স্ট্রাকচার, ইডেক্সিং ও নর্মালাইজেশন এর কাজ করা ।
ডাটা সিকিউরিটি ও প্রাইভেসি :
- ডেটা প্রাইভেসি আইন, অ্যাক্সেল কন্ট্রোল, ডেটা এনক্রিপশন ও মাস্কিং করা ।
সফট স্কিল থাকা :
- ডকুমেন্টশন স্কিল, সমস্যা সামধানের দক্ষতা, বিশ্লেষণ ও মনোযোগের ক্ষমতা, যোগাযোগের দক্ষতা, ধৈর্য্শীল হওয়া ।
একজন ডেটা সফল অ্যাডমিনিস্ট্রটরের মাসিক আয় কত ?
একজন ডেটা সফল অ্যাডমিনিস্ট্রেটরের মাসিক আয় বিভিন্ন কারণের উপর নির্ভর করে, যেমন অভিজ্ঞতা, দক্ষতা, কাজের ধরন (অফিস বা ফ্রিল্যান্স), এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের উপর। সাধারণভাবে, বাংলাদেশে একজন ডেটা অ্যাডমিনিস্ট্রেটরের মাসিক আয় ২০,০০০ টাকা থেকে শুরু করে ১,০০,০০০ টাকা বা তার বেশিও হতে পারে।
এখানে কিছু বিষয় উল্লেখ করা হলো যা একজন ডেটা অ্যাডমিনিস্ট্রেটরের আয়কে প্রভাবিত করতে পারে:
নতুন বা জুনিয়র : যারা নতুন বা ১ বছরের অভিজ্ঞতা সম্পর্ণ্য তাদের বেতন ২৫০০০-৩০০০০ হাজার টাকা হয়ে থাকে ।
মধ্যম অভিজ্ঞতা : যারা ২-৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের মাসিক ৫০০০০-১০০০০০ টাকা এর উপরে বেতন ধরা হয়ে থাকে ।
সিনিয়র বা প্রোফেশনাল : যারা ৫ বছরের অধিক অভিজ্ঞাস রয়েছে বা প্রোফেশনাল হয়েছে তারা মাসিক ১৫০০০০-২৫০০০০ টাকা পযর্ন্ত বেতন ধার্য্ করা হয় ।

0 Comments
আপনার মতামত জানাতে দ্বিধা করবেন না—আমরা শুনতে আগ্রহী!