ডাটা অ্যাডমিনিস্ট্রেটরা কোথায় কাজ করে থাকেন ?

 

ডাটা অ্যাডমিনিস্ট্রেটর কী? ডাটা অ্যাডমিনিস্ট্রেটর কাজ কী ? ডাটা অ্যাডমিনিস্ট্রেটর মাসিক বেতন কত ? ডাটা অ্যাডমিনিস্ট্রেটর কী কী জ্ঞান ও দক্ষতা থাকতে হয়
  1. ডাটা অ্যাডমিনিস্ট্রেটর কী/ডাটা অ্যাডমিনিস্ট্রেটর কাকে বলে /কাকে ডাটা অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়?
  2. একজন ডেটা অ্যাডমিনিস্ট্রেটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয় ?একজন ডেটা অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার জন্য কী কী শিখতে হবে ? ডাটা অ্যাডমিনিস্ট্রেটর এর মাসিক আয় কত ?
  3. একজন ডাটা অ্যামিনিস্ট্রেটর এর কাজ কী ? একজন ডাটা অ্যাডমিনিস্ট্রেটর কী কী জ্ঞান ও দক্ষতা থাকতে হয় ? 

ডাটা অ্যাডমিনিস্ট্রেটররা সাধারণত কোথায় এবং কোন কোন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন ? 


একজন ডাটা অ্যাডমিনিস্ট্রেটর সাধারণত এমন সব প্রতিষ্ঠান বা সংস্থানে কাজ করেন যেখানে বড় আকারে তথ্য সংগ্রহ করা হয় এবং বিশ্লেষণ ও সংরক্ষণ করা হয় । একজন ডাটা অ্যাডমিনিস্ট্রেটর বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে কাজ করে থাকেন কারণ প্রায় সব প্রতিষ্ঠানেই তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রয়োজন হয় ।একজন ডাটা অ্যাডমিনিস্ট্রেট সাধারণত যেসব জায়গায় কাজ করে থাকেন যেমন : ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে, হাসপাতাল ও মেডিকেল সেক্টরে, বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে, আইটি ও সফটওয়্যঅর কোম্পানিতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বিশ্ববিদ্যালয়ে, আউটসোসিং ও ফ্রিল্যান্সিং প্যাটফর্ম্ এবং NGO প্রতিষ্ঠানে কাজ করে থাকেন । 

একজন ডাটা অ্যাডমিনিস্ট্রেটর কোথায় কাজ করে থাকেন তা নিচে বিস্তারিত ভাবে দেওয়া হলো : 

ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে : 

  1. একজন ডেটা অ্যাডমিনিস্ট্রেটর একটি ব্যাংকে বিভিন্ন গ্রহকের লেনদেন, অ্যাকাউন্ট, লোন, ক্রেডিট স্কোর,ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় কাজ পরিচালনা করেন । 

হাসপাতাল ও মেডিকেল সেন্টার : 

  1. একজন ডাটা অ্যাডমিনিস্ট্রেটর মেডিকেলে সকল ডাটাবেস পরিচালনা করেন । 
  2. মেডিকেলে বিভিন্ন রোগীর তথ্য রেকর্ড্, মেডিকেল রিপোর্ট্, অ্যাপয়েন্টমেন্ট ও বিলিং ডেটা পরিচালনা করেন । 

সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে : 

  1. NID কার্ড্ বা জাতীয় পরিচয়পত্র তৈরি, নাগরিক তথ্য, বিভিন্ন সরকারি ট্যাক্স সংক্রান্ত ডাটা রক্ষণাবেক্ষণ করা । 
  2. বিভিন্ন বেসরকারি টেলিকম কোম্পনি, উৎপাদন শিল্পে, ই-কমার্স্ প্রতিষ্ঠানে বিভিন্ন গ্রহকের প্রোডাক্ট ডেটা ম্যানেজমেন্ট তৈরি,তথ্য, বিক্রয় ডেটা, ইত্যাদি পরিচালা করেন । 

আইটি ও সফটওয়্যার কোম্পানি : 

  1. বিভিন্ন ক্লায়েন্টদের ডাটাবেস ডিজাইন তৈরি করা, মেইনটেনেন্স ও সিকিউরিটি নিশ্চিত করা।  

শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে :

  1. স্কুলে স্টুডেন্ট ডেটা ম্যানেজমেন্ট, ছাত্র-ছাত্রী, শিক্ষক ডেটাবেজ, বিভিন্ন কোর্স্, রেজাল্ট সিড এবং ভর্তি সংক্রান্ত সিস্টেম পরিচালনা করে । 

আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং প্যাটফর্ম্ : 

  1. দেশী বিদেশি বিভিন্ন ক্লায়েন্টদের তাদের পছন্দ অনুযায়ী তাদেরকে ডেটাবেজ ম্যানেজমেন্ট সেবা প্রদান করা । 

NGO প্রতিষ্ঠানে : 

  1. ডাটা অ্যাডমিনিস্ট্রেটরা বিভিন্ন NGO প্রতিষ্ঠানের গ্রহকের লোন এর তালিকা তৈরি করণ থেকে শুরু করে বিভিন্ন হিসাব নিকাশ এর কাজ করে থাকেন । 


Post a Comment

0 Comments