যেকোনো ID এবং Password কিভাবে বের করবো



যেকোনো Apps, Online Softwere ID এবং Password ভুলে গেলে কিভাবে বের করবেন || যেকোনো ID এবং Password পরিবর্তন করুন ১ মিনিটেই ||



  1. সঠিক ভাবে জিমেইল (Gmail) একাউন্ট খোলার নিয়ম । 
  2. Compose এর মাধ্যমে মেইল কিভাবে পাঠাবেন । 
  3. Gmail এ Index, Starred, Snoozed, Chart, Sent, Drafts, Important, Schedule, All Mail, Spam, Trash, Categories, Manage Labels এর সঠিক ব্যবহার । 
  4. জিমেইল Password ভুলে গেলে কিভাবে বের করবেন/কিভাবে Password Change করবেন । 
যেকোনো Apps, Online Softwere ID এবং Password ভুলে গেলে কিভাবে বের করবেন || যেকোনো ID এবং Password পরিবর্তন করুন ১ মিনিটেই || 

মোবাইল দিয়ে যেকোনো ID এবং Password বের করার উপায় : 

আপনার ভুলে যাওয়া যেকোনো ID এবং Password বের করুন খুব সহজেই । আপনি দুই ভাবে আপনার ID & Password বের করতে পারেন যা নিচে উল্লেখ করা হলো : 

প্রথম ধাপ :

  1. প্রথমে আপনার জিমেইল একাউন্টটি লগইন করে নিন । 
  2. জিমেইলে ডান পাশে থাকা আপনার প্রোফাইল ছবিটিতে ক্লিক করুন ।
  3. আপনি যে ইমেইল দিয়ে একাউন্ট খুলেছেন এবং সেটির ID & Password দেখতে চান সেই ইমেইলটি সিলেক্ট করে দিন । 
  4. উপরে থাকা Manage Your Google Account ক্লিক করুন ।
  5. এরপর নিচে থাকা Password Manager ক্লিক করুন । 
  6. এখন আপনার এই ইমেইল দিয়ে কি কি একাউন্ট খুলেছেন সব গুলো শো করবে । 
  7. এখান থেকে আপনি কোন ID & Password দেখতে চান সেটি ক্লি করলে আপনার ID & Password শো করবে । 
  8. আপনি চাইলে এখান থেকে আপনার ID & Password পরিবর্ত্ন করতে পারেন খুব সহজেই । 

দ্বিতীয় ধাপ :

  1. প্রথমে Chorme বা যেকোনো ব্রাউজারে গিয়ে সার্চ্ বক্সে লিখতে হবে Google password manager এটি লিখে সার্চ্ করুন । 
  2. সার্চ্ করার পর Password Manager এই অপশনে ক্লিক করুন । 
  3. এখন আপনার মোবাইলে সকল APP গুলো শো করবে । 
  4. আপনি যেটির ID & Password দেখতে চান সেটি সিলেক্ট করুন ।
  5. এখন আপনার ID & Password শো করবে । আপনি চাইলে এখান থেকে আপনার আইডি এবং পাসওয়ার্ড্ পরিবর্ত্ন করতে পারবেন । 

কম্পিউটার দিয়ে ভুলে যাওয়া যেকোনো ID & Password বের করুন :

  1. প্রথমে আপনার জিমেইল একাউন্ট লগইন করুন । 
  2. জিমেইল ডান পাশে থাকা আপনার প্রোফাইল ছবিটিতে ক্লিল করুন । 
  3. উপরে থাকা Manage Your Google Account ক্লিক করুন ।
  4. তারপর Password Manager ক্লিক করুন । 
  5. এখন আপনি যে Apps এর ID & Password দেখতে চান সেটিতে ক্লিক করুন 
  6. আপনার জিমেইলে যে ইমেইল ঠিকানাটি রয়েছে সেটির পাসওয়ার্ডটি বসান । 
  7. এখন আপনার ID & Password শো করবে আপনি চাইলে এখান থেকে আপনার ID & Password পরিবর্ত্ন করতে পারবেন । 

 

Post a Comment

0 Comments